You are viewing a single comment's thread from:
RE: বেপরোয়া গতিই বাইক দুর্ঘটনার মূল কারণ :
রাস্তায় উঠলেই চোখে পড়ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে অধ্যয়ন করছে এমন কিশোরদের তিনজন বা কখনো চারজন করে বাইক নিয়ে ছুটে যেতে, কখনোবা তারা দল বেধে বাইকে প্রতিযোগিতায় মেতে উঠছে।
বর্তমানের একটি বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছেন আপনি লেখার এই অংশে। এই বয়সে সব কিছুই রঙ্গিন মনে হয়, তাই ঐ কিশোরেরা একটু এরকমই। তবে এ ক্ষেত্রে আমি অভিভাবকদের দায়ী করবো।
কারণ এই বয়সী কিশোর -কিশোরীরা থাকে চঞ্চল। তাদের নিজস্ব বুদ্ধিমত্তাই হয়তো মাঝেমধ্যেই হারিয়ে যায়।
গতির কথা না বললেই নয়, কারণ এটার জন্য প্রতিদিন হাজারো মানুষ অকালে মৃত্যুবরণ করছে। বিগত হয়েছে দুইটি বছর, আমি আমার এক জন আপনজনকে হাযরিয়েছিলাম এই বাইক দূর্ঘটনায়।
সকল কিশোর-কিশোরী এবং অভিভাবকদের আহ্বান জানাতে চাই, এই বিষয়ে সচেতন হওয়ার জন্য।