You are viewing a single comment's thread from:

RE: বেপরোয়া গতিই বাইক দুর্ঘটনার মূল কারণ :

in Incredible Indialast year

রাস্তায় উঠলেই চোখে পড়ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে অধ্যয়ন করছে এমন কিশোরদের তিনজন বা কখনো চারজন করে বাইক নিয়ে ছুটে যেতে, কখনোবা তারা দল বেধে বাইকে প্রতিযোগিতায় মেতে উঠছে।

  • বর্তমানের একটি বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছেন আপনি লেখার এই অংশে। এই বয়সে সব কিছুই রঙ্গিন মনে হয়, তাই ঐ কিশোরেরা একটু এরকমই। তবে এ ক্ষেত্রে আমি অভিভাবকদের দায়ী করবো।

  • কারণ এই বয়সী কিশোর -কিশোরীরা থাকে চঞ্চল। তাদের নিজস্ব বুদ্ধিমত্তাই হয়তো মাঝেমধ্যেই হারিয়ে যায়।

  • গতির কথা না বললেই নয়, কারণ এটার জন্য প্রতিদিন হাজারো মানুষ অকালে মৃত্যুবরণ করছে। বিগত হয়েছে দুইটি বছর, আমি আমার এক জন আপনজনকে হাযরিয়েছিলাম এই বাইক দূর্ঘটনায়।

  • সকল কিশোর-কিশোরী এবং অভিভাবকদের আহ্বান জানাতে চাই, এই বিষয়ে সচেতন হওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.035
BTC 90664.52
ETH 3131.19
USDT 1.00
SBD 3.05