You are viewing a single comment's thread from:

RE: "Incredible India monthly contest May#01|My perspective towards success."

in Incredible Indialast year

আপনি একদমই সঠিক বলেছেন। কারণ আমরা সবাই স্বপ্ন দেখি সফল হওয়ার জন্য। সাফল্য অর্জনটা বুঝে হোক বা না বুঝে সবার মধ্যেই কিছু একটা করার আগ্রহ থাকে।

ইংরেজি সাতটি বর্ণের এই শব্দটি যেটার অর্থ আমাদের প্রত্যেকের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আর এই দৃঢ় ইচ্ছা এক একজন মানুষকে এক একটি স্থানে দাঁড় করিয়ে দেয় ভবিষ্যতে।

আপনার এই কথাটির সাথেও আমি সহমত যে এই সাফল্য একটা প্রক্রিয়া। যেটা ছোটবেলা থেকেই আমাদের মাঝে গড়ে ওঠে। এক একজনের ভালো লাগা এক এক রকম। এই ভালো লাগাটাই এক সময় সাফল্যের বিষয়ে রূপ নেয়।

এই সাফল্য হঠাৎ করে বা খুব সহজে কেউ পায় না। আপনার লেখনীতে এটিও আপনি তুলে ধরেছেন। এটা একদমই বাস্তব‌। আর তার জন্য এই সাফল্যের এতো মূল্য।

পারিবারিক ভালোলাগা গুলো অনেক সময় চাপিয়ে দেয়া হয় সন্তানের ওপর। তবে সেই ক্ষেত্রে সফলতাও কম। যদিও কেউ সফল হয়, তবে সারাজীবন মানসিক একটা অতৃপ্ত অনুভূতি থাকে।

তাছাড়া বন্ধুদের উদ্দেশ্যে আপনি যে বার্তগুলো দিতে চেয়েছেন লেখার মাধ্যমে, এগুলো আমার কাছে অনেক অনেক বেশি আকর্ষণীয় হয়েছে। এক কথায় অসাধারণ হয়েছে আপনার সম্পূর্ণ লেখাটি। আপনার জন্য অনেক শুভকামনা রইল দিদি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57258.35
ETH 3065.68
USDT 1.00
SBD 2.33