You are viewing a single comment's thread from:

RE: "অনুভূতি বোঝানোর জন্য সব সময় ভাষার প্রয়োজন হয় না "

in Incredible Indialast year

একদমই সঠিক বলেছেন দিদি আসলে অনুভূতি বোঝানোর জন্য সবসময় ভাষার প্রয়োজন হয় না।

আসলে পিকলু একটা প্রাণী হলেও আপনাদের পরিবারের সাথে থাকতে থাকতে সে আপনাদের পরিবারের সদস্যে পরিণত হয়েছে।

পিকলু কথা বলতে পারে না কিন্তু দেখা যায় আপনারা তার মুখের অবয়ব দেখেই বুঝতে পারেন সে কি বলতে চাচ্ছে। ভালোবাসার বন্ধন গুলো এরকমই যে ভাষার প্রয়োজন হয় না মুখের অবয়ব দেখলেই অনুভব করা যায় তার অনুভূতিগুলো।

ও আরেকটা বিষয় যেটা না বললেই নয়। বাবু ছাদ থেকে রৌদ্রের মধ্যে ঘুরে এসে নিচে টানটান হয়ে শুয়ে পড়লেন। এখন তাকে (গরমকালে) কিন্তু ফ্রিজ থেকে ঠান্ডা জল দিতে হয়। অনেক সময় আমাদের ফ্রিজে ঠান্ডা জল না থাকলে, নরমাল জলের মধ্যে তিন-চার টুকরো বরফ দিয়ে দিলে তবেই তিনি জল খান।

এই অংশটুকু এই জন্য উল্লেখ করলাম যে আমরাও আমাদের বাড়িতে এরকম অনেক আবদার করে থাকি আমাদের মা-বাবার কাছে।

ঠিক তেমনি পিকলু আপনাকে সেই স্থানটি দিয়েছে যার জন্য আপনার কাছে তার সব আবদার।

অসংখ্য ধন্যবাদ দিদি এত সুন্দর একটি অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য সেই সাথে আপনার কাটানো কিছু মুহূর্তের অসাধারণ ফটোগ্রাফি তুলে ধরার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 61823.88
ETH 2390.97
USDT 1.00
SBD 2.57