You are viewing a single comment's thread from:
RE: লড়াইটা অনেক সহজ হয় যখন সহ যোদ্ধারা সমান আগ্রহী থাকে যুদ্ধ জেতায়।
আচ্ছা, যদি এই সৈনিকরা রাজার সঙ্গে না থাকতেন, তাহলে কোনো রাজা যুদ্ধে নামার কথা ভাবতেন কি?
অথবা একা লড়াইটা চালিয়ে যেতেন কি?
প্রশ্ন হলেও এটা আমাদের সকলেরই জানা যে কখনোই একতা ছাড়া কিছুই করা সম্ভব না। তবে কেউ কেউ সাময়িক লাভ বা নিজের স্বার্থের জন্য একাই পথ চলতে চায়।
শেষ পর্যন্ত একটা ব্যর্থতার গ্লানিই পাওয়া যায়। না পারে পূর্বের অবস্থানে আসতে আবার না পারে নিজেকে এগিয়ে নিয়ে যেতে।
নিজেকে উন্নত করতে হলে কেবল নিজের কথা নয় আশেপাশের এবং সঙ্গে থাকা মানুষদের প্রতি সহানুভূতিশীল হবার প্রয়োজন আছে।
- একদমই তাই কারণ সবাইকে নিয়ে বাঁচা আর সবাইকে নিয়ে ভালো থাকার আত্নতৃপ্টিটা অন্যরকম। এজন্যই বিশ্ব সেরা ব্যক্তিত্বদের অঢেল সম্পদ থাকা সত্ত্বেও তারা চিন্তিত থাকেন। কারণ তারা চান অন্যদের মুখে অন্ন তুলে দিতে। আর যার জন্য ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয় তাদের নাম।
পরিশেষে তাই আজ সকলের উদ্দেশ্যে বলতে চাই, লড়াইটা অনেক সহজ হয় যখন সৈনিক যুদ্ধ জেতায় সমান আগ্রহী থাকে।
- নিঃসন্দেহে সঠিক বলেছেন। একতাই এনে দিতে পারে অতি সহজে সফলতা। তবে সঙ্গীদের সেই আগ্রহটা খুব বেশি গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ দিদি, এই লেখাটি হয়তো আমাদের একই ছাতা নিচে থাকতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।