You are viewing a single comment's thread from:

RE: Better Life With Steem || The Diary Game || 20th November.

in Incredible India11 months ago

আজকের আবহাওয়া টা বেশ ভালো ছিল তাই দুপুরের জন্য খিচুড়ি, মুরগির মাংস, ডাল আর আলু ভর্তা করা হয়েছিল। রান্না শেষে জারিনকে স্কুলের থেকে আনতে যাই,,ওর স্কুল থেকে আজকে এই বছরের বই গুলো দিয়ে দিয়েছে।।বই বাসায় দেওয়ায় মেয়ে অনেক খুশি হয়েছে।। আর স্কুল থেকে আসার সময় মেয়ে বায়না ধরে ফুসকা খাবে তাই ফুসকা খাইয়ে বাসায় নিয়ে আসি।

দেখে মুরগির মাংস খিচুড়ি আমার সাথে আলু ভর্তা ও ডাল রান্না করেছিলেন। ফুচকাটা যেন সকল বাচ্চারাই পছন্দ করে। আপনি ভালো করেছিলেন আপনার সন্তানের ফুচকা খাওয়ার ইচ্ছা পূরণ করে।

লেখার এই অংশে আপনি বই বিতরণের কথা উল্লেখ করেছেন। আপনার সন্তান বই পেয়ে খুবই খুশি হয়েছিলেন। শিক্ষা জীবনে বছরের প্রথম দিন নতুন বই পাওয়ার মূহুর্তটা অন্যরকম। আমিতো নতুন বই হাতে পেয়ে বই রেখে উঠতামই না।

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

আপু,,আমার মেয়ের স্কুলে প্লে থেকে কেজি ক্লাস পর্যন্ত কোনো বই বাসায়,দেয় না বছরের শুরুতে।। স্কুলেই ওদের পড়া করিয়ে দেয়।। আর বছর শেষে সেই বই গুলো বাসায় দিয়ে দেয়।। পোস্ট এই বিষয়টি আমি ক্লিয়ার করে লিখতে পারি নি।।
ধন্যবাদ আপু আমার পোস্টটি পড়ার জন্য এবং কমেন্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 65989.03
ETH 2622.29
USDT 1.00
SBD 2.65