My weekly report (Senior Moderator & Head- Discord)|| 2nd April 2024||
Hello Friends,
কেমন আছেন সবাই? আবারো দুর্দান্ত একটি সপ্তাহ অতিবাহিত করে ফেললাম। তবে বিগত সপ্তাহের সময়টা একটা দীর্ঘ মনে হচ্ছিল। কারণ মাঝেমধ্যেই নিজের কাজেও একটু ঘাটতি চোখে পড়েছে।
ঐ যে মনোযোগ না থাকলে যেটা হয় আর কি। তবে প্রতিটা ভুল আমাদের জন্য এক একটি শিক্ষা। কিছু কার্যক্রম দেখেও বিরক্ত হয়েছি। যাইহোক, এখন আমি কথা না বাড়িয়ে আমার বিগত সপ্তাহের সকল কার্যক্রম সম্পর্কে উপস্থাপন করবো।
|
---|
➡️ আমাদের ডিসকর্ড সার্ভারে বিগত সপ্তাহে ও শিক্ষনীয় একটি টিউটোরিয়াল ক্লাস অনুষ্ঠিত হয়েছিল। যেখানে নতুন এবং পুরাতন সকলের জন্যই অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছিল। যারা উপস্থিত ছিলেন, আশাকরি অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানার সুযোগ পেয়েছিলেন। তবে অনেকেই খুব ব্যস্ত থাকায় হয়তো যুক্ত হতে পারেন নি কিন্তু মিস করেছেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য।
|
---|
➡️আমি পোস্ট ভেরিফাই করার পূর্বে প্রতিটি ক্রাইটেরিয়া সূক্ষ্ম ভাবে চেক করে তবে পোস্ট যাচাইকরণ করি । যে কারণে দুইদিন পূর্বে এক স্টিমিয়ানের পোস্টের ছবিটে সমস্যা সনাক্ত করতে পেরেছিলাম।
➡️ক্লাসসহ কমিউনিটির দিকনির্দেশনা সরূপ পিননড করে ও রাখা আছে কিভাবে ছবি যথাযথভাবে ফ্রি সাইট থেকে নিতে হবে। সুতরাং সকলকে অনুরোধ করবো ভুল করার পূর্বে একটু সময় নিয়ে ছবির ব্যবহার জেনে নেওয়া উচিত।
|
---|
➡️একটা পোস্ট চেক করতে অনেক সময় অতিবাহিত হয়। বিশেষত, মার্কস দেওয়ার ক্ষেত্রে। কারণ অনেকেই নিজেকে কখনো পরিবর্তন করারই চেষ্টা করে না এটা বিরক্তিকর। কারণ আপনারা লক্ষ্য করলেই দেখবেন আমি মন্তব্যে উল্লেখ করেছি যে কারণে কোয়ালিটিতে মার্কস কম দিয়েছি। অর্থাৎ এটার জন্য আমাকে সম্পূর্ণ পোস্টটি একাধিকবার অধ্যয়ন করতে হয়েছে।
|
---|
➡️ পাশাপাশি hash tag এ ও কিছু সমস্যা দেখতে পাচ্ছি। এটা পূর্বে ও অনেকবার টিউটোরিয়াল ক্লাসে অবগত করা হয়েছিল। এমনকি এখনো আমরা প্রতিনিয়ত করে চলেছি।
|
---|
➡️ কিছু কিছু স্টিমিয়ানের ক্লাব মেইনটেইনের ক্ষেত্রে ও অলসতা দেখছি। তাছাড়া এখনো অনেকেই club benchmark এ নিয়ে বসে রয়েছেন। স্বাধীনতা অর্জন করার থেকে যেমন রক্ষা করাটা কঠিন, অনুরূপভাবে ভেরিফাইড/সদস্যতা ধরে রাখার ক্ষেত্রটা ও সচেতনতা এবং একজন আদর্শ স্টিমিয়ানের দায়িত্ব।
|
---|
➡️ আমাদের কমিউনিটিতে সর্বদাই নতুনদের প্রাধান্য দেওয়া হয়। কিন্তু সেইটার জন্য আমরা কয়েকটি ধাপে সঠিক স্টিমিয়ান যাচাই করি। যেটার প্রাথমিক একটা ধাপ এই ছবিটি। পাশাপাশি, প্রত্যয় ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের কমিউনিটি এবং প্ল্যাটফর্মে একজন সদস্য বৃদ্ধি করার জন্য।
|
---|
➡️ পাশাপাশি আমি ও আমাদের কো-এডমিন ম্যাম সাপ্তাহিক সক্রিয়তার ওপর ভিত্তি করে reward দেওয়া শুরু করেছি। যে কার্যক্রমের একটি মাস অর্থাৎ চারটি সপ্তাহ ইতিমধ্যে অতিবাহিত হয়েছে। কিন্তু বিগত সপ্তাহে আমি ভুল করে একজন স্টিমিয়ানকে reward দিয়ে দিয়েছিলাম।
➡️ঐ স্টিমিয়ান ভাই এটা নিজে ও বুঝতে পেরেছিলেন। অন্যদিকে আমরা ও ভাইকে জানিয়েছিলাম। তারপর ভাই নিজে থেকেই দায়িত্ব নিয়ে ঐ reward টা আমার wallet এ পাঠিয়ে দিয়েছিল।
|
---|
👇👇
By piya3 | Title | Thumbnail |
---|---|---|
1. | How to take and use copyright free photos from Google//Tutorial | |
2. | How to take & use copyright free photos from free sites. Part-2//Tutorial. |
➡️এই পোস্ট দুটি বিগত সপ্তাহের না। কিন্তু এই পোস্টে উপস্থাপন করা বিষয়টি নতুন এবং পুরনো সকলদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি সকলের হিতার্থেই এটি আজ উপস্থাপন করছি।
➡️ আমি নিজের কাজ গুলো যথার্থভাবে করার চেষ্টা করেছি এবং সেগুলোই উপরোল্লেখিত লেখাতে তুলে ধরেছি। পাশাপাশি সকলকে অনুরোধ করব নিজে কাজের প্রতি আরো বেশি মনোযোগী এবং যত্নশীল হতে।
আমার সাপ্তাহিক প্রতিবেদনটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ্য থাকুন।
Regards
@piya3 (Senior Moderator)
Incredible India
প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহে আপনার সাপ্তাহিক রিপোর্টটি সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন । আমাদের এই কমিউনিটির গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনেক তথ্য দিয়েছেন। এই পোস্টটি পড়ে আমরা অনেক কিছু জানতে পেরেছি । আপনার জন্য শুভকামনা রইল ।
প্রতি সপ্তাহে আমি প্রতিবেদনে সর্বদাই চেষ্টা করি আমার কার্যক্রম এবং পাশাপাশি ফেইস করার সমস্যার সমাধান সম্পর্কিত তথ্য উপস্থাপন করতে। তবে মনোযোগের সাথে পরিদর্শন করলে অবশ্যই এখানে দিকনির্দেশনা খুঁজে পাওয়া সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ যেহেতু আপনি মনোযোগ দিয়ে আমার প্রতিবেদনটি পরিদর্শন করেছেন।
আপনার একটি সপ্তাহের কাজ খুবই সুন্দর ভাবে সাজিয়ে আমাদের মাঝে তুলে ধরার জন্য সর্বপ্রথম ধন্যবাদ, এবং টিউটোরিয়াল ক্লাসে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারি, যারা নতুন এবং পুরাতন সবাই সব সময় নতুন কিছু শিখতে পারি যার জন্য টিউটোরিয়াল ক্লাসে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য সেখান থেকে সংগ্রহ করি।
এবং আপনারা যখন পোস্ট ভেরিফাই করেন তখন সবদিকে আপনাদের ভালো ভাবে খেয়াল করতে হয়, এবং সেগুলো সুন্দর করে যাচাই করে তবে আপনাদের পোস্ট ভেরিফাই করতে হয়, আপনাদের কাজে অনেক দায়িত্ব নিয়ে করতে হয় এটা আমরা সবাই জানি।
আপনার জায়গা থেকে আপনার দায়িত্ব গুলো খুব সুন্দর করে পালন করেছেন এটা দেখে এবং আপনার আজকের পোস্ট দেখে খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল আপনার জন্য।
অসংখ্য ধন্যবাদ আরো একটি সপ্তাহের প্রতিবেদন প্রকাশ করার জন্য। আমি সেই প্রথম দিন থেকে দেখে আসছি আপনি কিভাবে নতুন ইউজারদের হাতে ধরে সব কিছু শিখিয়ে দেন, তার ধারাবাহিকতা এখনো অভ্যাহত রয়েছে, যদিও আপনার ব্যস্ততা আগের থেকে বেড়েছে কিন্তু আপনাকে ডাকলেই পাই, এটা অনেক ভালো লাগে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি এই সপ্তাহের সাপ্তাহিক প্রতিবেদন রিপোর্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য ৷ প্রতিটি সপ্তাহের সাপ্তাহিক প্রতিবেদনে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য সংক্রান্ত জেনে দেওয়া হয় যেগুলো আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ ৷
যাই হোক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
প্রথমে আপনাকেও ধন্যবাদ জানাই সাপ্তাহিক রিপোর্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার সাপ্তাহিক রিপোর্ট পড়লে বোঝা যায় আপনি এই কমিউনিটির সাথে কতটা সক্রিয়তার সাথে কাজ করে যাচ্ছেন। আসলে একজন মডারেটরকে অনেক দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। দোয়া করি আরও সামনে এগিয়ে যান।