Incredible India monthly contest December #1|My resolution 2024.
Edited by Canva |
---|
Hello Friends,
অগ্রীম শুভেচ্ছা রইলো ২০২৪ এর - HAPPY NEW YEAR 🎉, ইংরেজি ২০২৩ সালের ডিসেম্বর মাস চলছে। আমরা আবারো একটি নতুন বছরকে বরণ করে নিতে চলেছি। আমাদের সকলেরই অনেক ইচ্ছা বা আশা থাকে যেগুলো আমরা পূর্ণ করবো। কারো ইচ্ছা শুধু ইচ্ছাতেই সীমাবদ্ধ থাকে। এবং আমার মনে হয় এই দলের মানুষের সংখ্যা একটু বেশি।
অন্যান্যদের মতো আমিও কয়েকটি resolutions পরিকল্পনা করেছি। আমার এই পরিকল্পনা নিজের বাস্তব জীবনকে কেন্দ্র করে। আমি এই মূহুর্তে আমার resolutions গুলো আপনাদের সাথে ভাগ করে নিবো। পাশাপাশি এটাও প্রত্যাশা রাখছি যে এই প্রতিযোগিতায় অন্যদের resolutions গুলো আমার জন্য হবে একটি দিকনির্দেশনা।
1. What resolution do you make and follow for the upcoming year? |
---|
প্রথমত, আমি নিজের শরীরের খেয়াল রাখতে শুরু করবো এবং সেইটা বছরের প্রথম দিন থেকেই। কারণ আমি শারীরিক ভাবে ২০১৭ সালের শেষ থেকেই একটু অসুস্থতা অনুভব করি। যার জন্য আমার প্রতিনিয়ত ওষুধ খাওয়ার প্রয়োজন হয়। তাই একজন স্বাস্হ্য সচেতন মানুষ হিসেবে নিয়ম করে চেক আপ করা ও ডাক্তারের পরামর্শ অনুসরণ করবো।
দ্বিতীয়ত, শারীরিক ব্যায়াম করতে শুরু করবো। পাশাপাশি সকাল সকাল ঘুম থেকে উঠতে ও শুরু করবো। কারণ সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস শরীরের জন্য খুবই উপকারী। তাছাড়া আমাদের কাজ গুলো সঠিক সময়ের মধ্যে সম্পন্ন করার ক্ষেত্রে এটা খুব বেশি প্রয়োজন। বর্তমান সময়ে আমি চেষ্টা করছি সকালে ঘুম থেকে ওঠার কিন্তু দীর্ঘদিন ধরে বিলম্ব করে ওঠার জন্য সেটা অভ্যাসে পরিণত হয়েছে। যার ফলে ইচ্ছা থাকলেও নিয়মিত উঠতে পারছি না।
তৃতীয়ত, ধৈর্য্যশীলতা আরো বৃদ্ধি করতে শুরু করবো। কারণ মাঝেমধ্যেই আমি অল্পতেই রাগান্বিত হই। যার ফলে আমার আপন মানুষ গুলোও কষ্ট পায়। সত্যিই বলতে আমি এরকমটাই। তবে আমি মনে থেকে এটাও চাই যে যেন এই অভ্যাসটা আমার পরিবর্তন করতে পারি এবং সেটা অবিলম্বে। কারণ সেই প্রিয় মানুষ গুলোকে আমি একদমই হারাতে চাই না। তাছাড়া এই ধৈর্য্যশীলতা আমার কর্মজীবনের জন্য ও হবে ফলপ্রসূ।
চতুর্থত, আমি আরো বেশি পরিশ্রমী হতে চাই। কারণ পরিশ্রম ছাড়া কোনো কিছুই অর্জন করা সম্ভব না। আমরা সবাই একটা নির্দিষ্ট সময়ের পর আর থাকবো না এই পৃথিবীতে। অথচ আমাদের কর্মের মাধ্যমে করা ভালো কাজ গুলো মানুষ আজীবন মনে রাখবে। পৃথিবীতে এসে আমরা কি দিলাম পৃথিবীর জন্য? এটা মাথায় রেখেই ২০২৪ সালে নিজেকে পরিচালিত করবো।
পঞ্চমত, আমি এক বছরে 1X Dolphin 🐬 অর্জন করেছি। তবে সর্বনিম্ন আমার ইচ্ছা যে আমি ২০২৪ সালের মধ্যে সর্বনিম্ন 3X/4X Dolphin 🐬🐬🐬🐬অর্জন করবো। এটার জন্য আমি নিজেকে আরো বেশি সক্রিয় করবো নতুন বছরের প্রথম দিন থেকে। তবে হ্যাঁ, অবশ্যই নিয়মানুসারে কঠোর পরিশ্রম ও সততার মাধ্যমে। কারণ অসৎ পন্থা অবলম্বন করে সফলতা অর্জন করতে পারলেও সেটা ধরে রাখা কোনো ভাবেই সম্ভব না। আশাকরি, আমার সৎ উদ্দেশ্যে ঈশ্বর আমায় সঙ্গ দিবে। সর্বদাই আমাকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করবে।
ষষ্ঠত, আমি আমার বাবা-মায়ের বড় সন্তান। আমি সত্যিই অনেকের থেকে অনেক বেশি সৌভাগ্যের সাথে আছি। কারণ আমি আমার বাবা-মায়ের সাথে আছি। আমি ঈশ্বরে বিশ্বাস করি এবং করবো সর্বদাই। তবে আমি সবার আগে আমার বাবা-মায়ের প্রাধান্য দিবো। আমি আমার বাবা-মায়ের বিশ্বাস নিয়ে থাকতে চাই। তাদের অবলম্বন হতে পারলে সেটাই হবে আমার জীবনের সার্থকতা।
আমি যদি বাবা-মায়ের সেবাই করতে না পারলাম, তাহলে বৃথা লোক দেখানো ঈশ্বরে ভক্তি রেখে কোনো ফায়দা হবে বলে আমার মনে হয় না।
মাঝেমধ্যেই আমার বাবা বলে, "আমার কেয়া(piya3) আছে তাহলে আর চিন্তা নেই। একজন সন্তান হয়ে বাবা-মায়ের এই বিশ্বাস অর্জনের থেকে বড় সফলতা আমার কাছে ২য়টা হতেই পারে না।"
2. How would your resolution be useful for you and others? Describe. |
---|
এই resolutions গুলো আমার সফলতার জন্য প্রয়োজন। আমি তখনই অন্য কারো জন্য কিছু করতে পারবো যখন নিজে ভালো থাকবো বা নিজস্ব একটি পরিচয় পাবো। তাই এই সব কিছুই আমার এবং সকলের জন্য ইতিবাচক হবে।
3. Do you think the resolution is essential to overcome something? Justify your answer. |
---|
আমরা কেউই নিখুঁত না বা সমস্যার বাইরে না। তাই নিজেকে উন্নত করার জন্য আমি বা আপনি নিজেই উত্তম, সমস্যা সনাক্ত করার জন্য। এবং আমি মনে করি resolutions অনেক অনেক বেশি কার্যকরী নিজেকে সংশোধন করার জন্য।
আমার এই লেখাটি আমি এখানেই শেষ করতে যাচ্ছি। পাশাপাশি, আমি আমার কয়েকজন সম্মানিত স্টিমিয়ান বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি @solaymann, @ridwant এবং @max-pro. আশাকরি, আমার সকল প্রত্যাশিত বন্ধুগণ এই প্রতিযোগিতায় তাদের গুরুত্বপূর্ণ অভিমত পোস্টের মাধ্যমে উপস্থাপন করবেন।
END |
---|
নতুন বছরে আপনার প্লানগুলে সফল হোক এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনি আপনার পোস্টে বেশকিছু প্লান উল্লেখ করেছেন তার মধ্যে কিছু আমারও মনের কথা।নিজের কাজের জায়গা কে ভালবাসা এবং প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রতিজ্ঞা সবার থাকা উচিৎ। শরীরচর্চাও করবেন বলেছেন, আমিও সেই কাজ ই করব।কিন্তু নানা বাঁধায় জীবন ওষ্ঠাগত। তবুও হাল আমি ছাড়ছি না!!
যাইহোক নতুন বছর আপনার জীবনে আরও সফলতা বয়ে আনুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
https://twitter.com/keya3456/status/1733747942119665750?t=sUmo9NOD5fcp8y0Y2FedUQ&s=19
বছরের প্রথম দিন থেকে আপনি নিজের শরীরের যত্ন নিতে চান। আপনি ২০১৭ সাল থেকে অসুস্থতা অনুভব করছেন। আসলে নিজের শরীরে প্রতি যত্ন নেওয়া আমাদের প্রত্যেকটা মানুষের উচিত।
শারীরিক ব্যায়াম করতে শুরু করবেন এবং সকালে ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস করবেন এটা আমাদের শরীরের জন্য অনেক ভালো।
এবং আরো অনেক কথা আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম নতুন বছরে আপনি কি কি কাজগুলো করবেন তা সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ঠিক দিদি বছরের শুরু থেকে শরীরের যত্ন নেওয়া শুরু করে দিবেন ৷ কারন আমাদের বেঁচে থাকার জন্য অবশ্যই আগে শরীরের দিকে খেয়াল রাখতে হবে ৷ শরীর ভালো না থাকলে কোন কাজে মন বসতে চায় না ৷ আর এটাও সত্যি যে পরিশ্রম ছাড়া কখনও সফলতার আশা করে লাভ নেই পরিশ্রমের ফলেই সফলতা অর্জন করে নিতে হয় ৷
যাই হোক ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে গুছিয়ে লেখার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিদি ৷ 🙏🌺
নিজের শরীরের প্রতি খেয়াল রাখা, খুব ভোরে ঘুম থেকে উঠে স্বাস্থ্যের যত্ন নেয়া, ধৈর্য বাড়ানো, আরো পরিশ্রমী হয়ে ওঠা, 3x/4x ডলফিন অর্জন করা ও মাতা পিতার সেবা করা ও আদর্শ সন্তান হয়ে গড়ে ওঠার প্রত্যয় নিয়ে আপনি নতুন বছরের চাওয়া নির্ধারণ করেছেন। এই বিষয়গুলো আপনার জীবনকে ম্যাজিকের মতো পাল্টে দিতে পারে। যদি আপনি এ ব্যাপারগুলোকে সঠিকভাবে অর্জন করতে পারেন। খুব চমৎকার কিছু প্রত্যাশা আপনি করেছেন যা আসলে আমাদের সকলের জন্য অনুসরণীয়। কারণ শরীর সুস্থ না থাকলে কোন কিছুই অর্জন করা যায় না। আর অর্জন করার জন্য শারীরিক ও মানসিকভাবে সুস্থতার সাথে নিজের আচরণগত সমস্যাগুলোর ও পরিবর্তন খুবই জরুরী।
আপনি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন এবং এগুলো নিয়ে কাজ করছেন।আপনার উত্তরোত্তর সফলতা কামনা করছি। ভালো থাকবেন।
নতুন বছরে আপনার পরিকল্পনা গুলো শুনে বেশ ভালো লাগছে, শরীর স্বাস্থ্য ,শারীরিক ব্যায়াম, তাছাড়া আপনি বলছেন আপনি রাগান্বিত হন যার কারণে আপনার প্রিয় মানুষগুলো আপনার থেকে কষ্ট পায় এবং দূরে সরে যায়, তাছাড়া একটা কথা বেশ ভালো লেগেছে আপনি আপনার বাবা-মার বয়স সন্তান এবং আপনি চান আপনার বাবা-মায়ের পাশে দাঁড়াতে পরিশ্রমী হয়ে, এছাড়া আপনার বাবার কথাটাও কিন্তু খুবই ভালো লেগেছে শুনতে। নতুন বছরের জন্য অনেক অনেক শুভকামনা।
শরীরের প্রতি আমাদের সকলেরই যত্নশীল হওয়া উচিত। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ার সাথে আপনি রোজ কিছু প্রাণায়ামও অভ্যাস করতে পারেন। এগুলো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।
আমার মনে হয় আপনি অলরেডি অনেকটাই পরিশ্রম করেন। এর বেশী পরিশ্রম করলে স্বাস্থ্যের ওপর এফেক্ট হতে পারে।
হ্যাঁ, আপনি অল্পতেই রেগে যান। রোজ ১০০টা গণিত করলে আর স্টিমিটে আমাদের মতো মানুষদের প্রত্যেকদিন গাইড করতে থাকলে ধৈর্য্য হারিয়ে ফেলাটা স্বাভাবিক।
পৃথিবীতে যতরকম ডলফিন আছে, আপনি সব পাবেন। একটু ধৈর্য্য রাখতে হবে শুধু আর সবার উপরে নিজের শরীরটা ঠিক রাখতে হবে। শরীর চাঙ্গা তো মনও চাঙ্গা। আপনার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করছি।
এ প্রতিযোগিতার বিষয়টি এতই সুন্দর যা আমাদের বাস্তবতার সাথে মিল রেখে যায় ।আর সত্যি এইভাবে যদি আমাদের resolutions গুলো মেনে চলি তবে আমাদের জীবনটা আরো সুন্দর করে সাজানো সহজ হবে । এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
আপনার ২৪ সালের রেজিস্ট্রেশন গুলো খুব সুন্দর ভাবে সাজিয়েছেন ।আপনি প্রথমে তুলে ধরেছেন আপনার স্বাস্থ্যের কথা ।আসলে সত্যি আমাদের স্বাস্থ্য সুস্থ থাকলে আমরা সবদিক দিয়ে সুস্থ থাকবো ।সে পড়াশোনা হোক কিংবা সংসারের কাজ হোক সকল বিষয়ে আমাদের আগে নিজেকে ফিট রাখতে হবে ।
আপনি আপনার বাবার খুবই প্রিয় ” কেয়া” ।আপনার বাবা আপনাকে চোখ বুজে ভরসা করতে করে ।তা আমি আপনার আগের পোস্ট পড়ে তা বুঝতে পেরেছি। আপনি মেয়ে হয়েও আপনার বাবার সমস্ত কাজে সাহায্য করছেন, তারা হাতে হাত মিলিয়ে তাকে কাজে সাহায্য করছেন ।
সন্তান ছেলে বা মেয়ে বলে কোন পার্থক্য নাই যে বাবার উপকারে আসবে সেই হলো প্রকৃত সন্তান এবং তাকে ভরসা করতে পারে বাবা।
আশা করি আপনার নতুন বছরটি আরো সুন্দর হবে ।আপনার জন্য রইল শুভকামনা।
এই প্রতিযোগিতায় মোটামুটি সবাই স্বাস্থ্য সচেতন বিষয় উল্লেখ করেছেন আপনিও তাদের মত নেই আপনার স্বাস্থ্য নিয়ে খুবই সিরিয়াস।
তবে আমার কাছে একটি জিনিস খুবই ভালো লেগেছে যে আপনার ২০০২৪ সালের আপনার পরিকল্পনা সর্বনিম্ন 3X/4X Dolphin 🐬🐬🐬🐬অর্জন করবেন। সততা ও পরিশ্রম দিয়ে আমি মনে করি সততা পরিশ্রম ও ধৈর্যের সাথে কাজ করলে অবশ্যই আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার মূল্যবান মতামত ২০২৪ সালের রেজোলিউশন আমাদের কাছে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।