Better Life With Steem || The Diary Game || 25th January 2024||

in Incredible India2 years ago
IMG_20240125_192508.png

Hello Friends,
বন্ধুরা, আমি আজ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার আমার প্রয়োজনে ব্যবহার করেছি। তাছাড়া আমার মনে হয় আমার মতো প্রত্যেকেই মোবাইল বা টেলিভিশন ছাড়া কিছু কিছু বৈজ্ঞানিক আবিষ্কার প্রতিনিয়তই ব্যবহার করি।

বিজ্ঞানের বিভিন্ন অভিনভ আবিষ্কার আমাদের জীবনকে করেছে সহজ এবং আরামদায়ক। তবে এটার উপকারী নির্ভর করে আমাদের ব্যবহার ও প্রয়োজনের ওপর। বন্ধুরা, আপনারা কি আজ এই মোবাইল ছাড়া আপনাদের প্রয়োজনে অন্য কোনো ডিভাইস ব্যবহার করেছিলেন?

কিভাবে আমার দিনটি অতিবাহিত করলাম ও বিজ্ঞানের আবিষ্কারকে নিজ প্রয়োজনে ব্যবহার করলাম সেইটা এখন উপস্থাপন করবো। তাহলে এখন আর বিলম্ব না করে দিনলিপিতে চলে যাচ্ছি।

Morning

IMG20240125120837.jpg

আমি আজ মোবাইলের এলার্মের শব্দে সকাল ০৭.৩০ এ ঘুম থেকে উঠেছিলাম। কিন্তু ঘুম যেন আমাকে ছাড়তেই চাইছিল না। তখন মা'কে বললাম এক কাপ চিনি ছাড়া লিগার বেশি চা করে দিতে কিন্তু মা বলল এতো সকালে চা খাওয়া যাবে না।

তখন নিরূপায় হয়ে ঘরের আঙ্গিনায় থাকা লাল শাকের ক্ষেতে গিয়েছিলাম একটি লম্বা লাঠি নিয়ে। আমরা সকলেই হয়তো জানি যে সবজি ক্ষেতে খুব সকালে এবং পড়ন্ত বিকেলে জল দিতে হয়। তবে আমি গিয়েছিলাম কুয়াশা ভেঙ্গে দেয়ার জন্য। কুয়াশা ভাঙ্গা বলতে যেকোনো গাছের পাতায় শীতের সকালে শিশির বিন্দু দেখা যায়।

যেটা সূর্য উদিত হওয়ার পূর্বেই হালকা করে নেড়ে দিতে হয়। যার ফলে ঐ শিশিরের বিন্দু অর্থাৎ জলের ফোঁটা তখন ঐ সবজি ক্ষেতের মাটিতে পড়ে। এবং এই জল অনেক অনেক বেশি উপকারী সবজি ক্ষেতের জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বইয়ের পাতায় চোখ দিতেই আবার ঘুম পাচ্ছিল। ওষুধ খেয়ে আমি জল খেয়েছিলাম তারপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছিলাম।

Noon

IMG_20240125_161410.jpg

তারপর আমি আমার পড়ার টেবিলে বসেছিলাম ও কয়েকটি গণিত করেছিলাম। আমি স্নান করতে যাবো ঠিক তখনি দেখলাম আমাদের শ্রদ্ধেয়া দিদি ডিসকর্ডে আমাদের কয়েকজনকে ডেকেছেন। তাই তখন ভাবলাম অবশ্যই গুরুত্বপূর্ণ তাই একটু বাদে স্নান করে নেয়া যাবে। যাইহোক, প্রয়োজনীয় কথা শেষ করে স্নান করতে গিয়েছিলাম। স্নান করতে করতে বিকেল হয়ে এসেছিল।

Afternoon

IMG20240125195711.jpg

তারপর আমি গরম গরম মাছ ভাজি দিয়ে ভাত খেয়েছিলাম। আমার খাওয়া শেষ হতেই বাবা বাড়িতে এসেছিল। আমি বাবাকে বললাম যে একটা ইজিবাইক রিজার্ভ করতে হবে ২ফেব্রুয়ারির জন্য। তারপর আমি কমিউনিটির কয়েকটি পোস্ট যাচাইকরণ করতে বসেছিলাম।

PhotoCollage_1706190065765.jpg

এরপর আবারো কিছু সময় আমরা কয়েকজন ভয়েসে একত্রিত হয়েছিলাম কথা বলার জন্য। আমাদের কাজ সম্পর্কিত অনেক বিষয় ও পোস্ট বিষয়ক কিছু তথ্য নিয়ে আলোচনা করা হয়েছিল। কথা শোনার ফাঁকে আমি আরো ২টি পোস্ট যাচাইকরণ করেছিলাম।

IMG_20240125_195339.jpg

আমার বিকাশে আমার ছোট ভাই আজ আবার টাকা পাঠিয়েছিল কারণ আমি সকালে পাঠাতে বলেছিলাম। তাই এই টাকা ক্যাশ করার জন্য আমি বাজারে গিয়েছিলাম। পাশাপাশি আমার কিছু শীটের কপি বের করার প্রয়োজন ছিল।

IMG_20240125_195717.jpg

রাস্তায় বেরিয়ে দেখলাম আমাদের পাড়ার এঅ কাকু ও এক বড়দা বাজারে যাচ্ছি। আমিও তাদের সাথে হাঁটতে শুরু করেছিলাম। তারপর বাজারে পৌঁছে দেখলাম মাত্র বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। মাথাটাই গরম হয়ে গিয়েছিল।

IMG_20240125_215118.jpg
IMG20240125172400.jpg

আমার মাথাতেই ছিল না যে রিপনের দোকানে ইউ পি এস আছে, আমি রিপনকে কপির কথা বলতে রিপন বলল আমি যেন সুইচটা অন করে দিই। এটাই সেই বিজ্ঞানের আবিষ্কার যেটার সুবাদে আমি বিদ্যুৎ বিভ্রাট থাকা সত্ত্বেও আমার কাজ গুলো করতে পেরেছিলাম। আমি আর বিলম্ব না করে দ্রুত অন করেই রিপনের এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করেছিলাম।

IMG20240125173532.jpg

আমি কাজ শেষ করেই বাড়িতে ফেরার উদ্দেশ্যে বেরিয়েছিলাম তখন দেখলাম বাজারে একটি ছেলে বাদাম ভাজি করছিল। এই হাড়কাঁপানো শীতে গরম বাদাম খেতে কিন্তু মজা লাগে যদিও একটু গ্যাসের সমস্যা হয়। তারপর আমি বাড়িতে ফিরে এসেছিলাম তখন চারদিকে অন্ধকারাচ্ছন্ন হয়ে এসেছিল। এভাবেই আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় অতিবাহিত করেছিলাম।

END

Sort:  
Loading...

💯⚜2️⃣0️⃣2️⃣4️⃣ This is a manual curation from the @tipu Curation Project.
Also your post was promoted on 🧵"X"🧵 by the account josluds

@tipu curate

 2 years ago 

আমারও একই অবস্থা বইয়ের পাতায় চোখ দিলেই কোথা থেকে জানি ঘুম বাবাজি এসে হাজির হয়।।

আমার একটা ফ্রেন্ড মজা করে বলত, বইয়ের পাতায় নাকি ঘুমের ঔষধ মেশানো থাকে😄।।

TEAM 2

Congratulations! This post has been upvoted through Curation Team#2. We support quality posts , good comments anywhere and any tags.

Curated by : @malikusman1
 2 years ago 

@malikusman1,
Thank you so much for your encouraging support. 🙏

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.30
JST 0.037
BTC 105581.53
ETH 3538.56
USDT 1.00
SBD 0.55