Better Life with Steem|| The Diary Game|| 18th September 2024

in Incredible Indialast month
PhotoCollage_1726683148193.jpg

Hello Friends,
একটি দিনের কার্যক্রম নিয়ে চলে এসেছি। তবে কিছু অনুভূতি প্রকাশ না করলেই নয়। আমি সত্যিই অনেকের মতো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না যেটা আমার খারাপ অভ্যাস। হয়তো অনেক সময় অনেক সম্পর্ক এটার জন্যই দূরত্বে পরিণত হয়। কিন্তু সত্যিই আমি ঐটা মন থেকে চাই না যেটা ঘটে যায়।

পাশাপাশি, কিছু মানুষ যারা আমার অনুপ্রেরণা, যাঁদের কথোপকথনই আমার জন্য যথেষ্ট। এটার জন্য শুধু রক্তের সম্পর্ক গুরুত্ব না বরং মনের সম্পর্কটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হয়তো এটার মূল্য আমি তখন উপলব্ধি করি যখন অনুপস্থিতি হয়। এছাড়া এটা আমি জানি যে আমার পরিবারের বাইরেও কিছু আপনজন আছে যারা আমাকে সত্যিই সহ্য করতে পারে যেটা আমার জন্য সবচাইতে বড় পাওয়া।

কিছুটা আবেগ প্রকাশ করে ফেললাম যেটা মনের ভেতর রাখতে পারছিলাম না। যাইহোক, এখন আমি আমার আজকের দিনের কার্যক্রম সম্পর্কে উপস্থাপন করবো।

আমার আজকের সকালটা শুরু হয়েছিল দশটার দিকে কিন্তু ঘুম ভেঙ্গেছিল সকাল সাতটার দিকে। কয়েকদিন ধরেই গরমের জন্য ঠান্ডা লেগেছে যেটা খুবই অস্বস্তিকর।

IMG20240918093421.jpg
IMG20240918093137.jpg
IMG20240918093015.jpg

প্রথমেই ঘুম থেকে উঠে প্রাতঃকৃত্য শেষ করে আমি ওষুধ খেয়েছিলাম। তারপর হালকা কিছু খাবার খাচ্ছিলাম তখন মা বলল কাকুর পুকুরে মাছ ধরছে, আমি যেন খাওয়া শেষ করে সেখানে যাই।

মূলত এখান থেকে কিছু ছোট পোনা আমাদের জলকরের জন্য নিয়ে আসতে হবে। কারণ এটা মুরগির খামারের সাথে সম্পৃক্ত একটা বড় জলকর তাই সাধারণত এই জলকরের মাছ আমরা খাই না। কেমন যেন একটা অনিহা কাজ করে আর এই মুরগির খামারের সাথে সম্পৃক্ত জলকরে প্রচুর পরিমাণে ধানী পোনা ছাড়া হয়।

কারণ এখানে পর্যাপ্ত মাছের খাবার থাকার ফলে মাসখানেকের মধ্যেই ঐ ধানী পোনা গুলো ধরে অন্য জলকরে স্থানান্তরিত করা যায়। মুরগির খামারের সাথে যদি সংলগ্ন কোনো জলকর না থাকে তাহলে মুরগির খামার থেকে লাভ করা দুঃসাধ্য ব্যাপার।

IMG20240918100703.jpg

মাঝারি সাইজের মাছ গুলো আবার আড়তে বিক্রি করতে নিয়ে যাওয়া হবে তাই আলাদা করে বরফ ভেঙে ও রাখা হয়েছিল। মাছ ধরা শেষ অনেক অনেকটা বিলম্ব হবে সেইটা বুঝতে পেরে আমি কল করে বাবাকে আসতে বলেই বাড়িতে ফিরছিলাম।

IMG20240918125542.jpg

এই ছবির সম্পর্কে লেখাটা পড়ার পূর্বে আপনারা কি ভাবছেন একটু জানাবেন, অবশ্যই।

বিষয়টা হচ্ছে যদিও আমি ঘটনাস্থলে ছিলাম তবুও গ্যালারি খুলতেই চিত্রটা ভিন্নই মনে হচ্ছিল। যাইহোক, আপনাদের প্রথমেই যেটা মনে হবে সেইটা হলো শৈশবে থাকা শিশুরা হয়তো খেলছে। যেটা কিছুটা হলেও সত্য কিন্তু এরই মধ্যে আবার আসল চিত্রটা ভিন্ন। এখানে চূড়ান্ত পর্যায়ের একটা ঝগড়া চলছিল খেলাধুলা নিয়ে।

IMG20240918125554.jpg

শিশুরা ও এই দলাদলি বুঝে যেটা আমরা ও ছোটবেলাতে করেছি। আমার তো এটা স্পষ্ট মনে আছে আমার দলে সংখ্যাধিক্য সর্বদাই বেশি থাকতো। কারণ মতের বিরুদ্ধে কথা বললেই সোজাসুজি ২/৪ টা কিল/ঘুষি মেরে বসতাম। দুপুরে বাড়িতে ফেরার সময়ের এই চিত্রটা যেন শৈশবে নিয়ে গিয়েছিল।

আবার পথিমধ্যে বাবা বললো যেহেতু বোন এসেছে তাই জলকর থেকে ভেটকি মাছ ধরতে হবে। কিন্তু সম্প্রতি আবারো বন্যায় জলের অবস্থা বেহাল অর্থাৎ অনেক বেশি তাই জাল দিয়ে মাছ ধরা কোনোভাবেই সম্ভব না। কোনো উপায় না দেখে ভেটকি ধরা বরশি নিয়ে আমি জলকরে গিয়েছিলাম।

অতিরিক্ত জলের কারণে খুব একটা সুবিধা করতে পারিনি, তবে দুই ঘণ্টার মতো অতিবাহিত করে দুইটা মাঝারি সাইজের ভেটকি মাছ ধরেছিলাম। প্রচন্ড রোদ্দুর, মাথাটা তখনই যেন ভার হয়ে আসছিল। আবার ঐ অবস্থায় বাড়িতে এসেই স্নান, সব মিলিয়ে গরমে যেন ঠান্ডাটা আরো পেয়ে বসেছিল।

IMG20240918180113.jpg

প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছিল তখন আমি দ্রুত বাজারেই যাচ্ছিলাম। কিন্তু অন্যদিনের মতো প্রিয় কুকুরটার দেখা পেলাম না। সন্ধ্যা আগত, তাই ছাগলের দল তাদের নীড়ে ফিরে এসেছে। যাইহোক, ফার্মেসিতে গিয়ে অনুপম মামার কাছে জিজ্ঞেস করেই ওষুধ খেয়েছিলাম।

তারপর সোজা বাড়িতে ফিরে এসেছিলাম। এভাবেই আমি আজকের দিনটি অতিবাহিত করেছি। আমার আজকের লেখাটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ্য থাকুন।

Sort:  

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

Loading...
 last month (edited)

আপনার লেখাটি পড়ে বুঝতে পারলাম আপনার দিনটা অনেক সুন্দর কেটেছে। আমাদের এখানেও মাঋ ধরে এরপর বরফ দিয়ে মাছগুলোকে সংরক্ষণ করে। বরফের ব্যবহার করলে মাছগুলো নষ্ট হয় না। আপনার সারাদিনের কার্যক্রম আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

লেখা ভালো করে পড়ে তবেই মন্তব্য করবেন ভাই। মাঝিরা মাছ ধরে এটা যেমন সঠিক না অন্যদিকে এই মাঝির বিষয়টি আমিও লেখাতে উল্লেখ করিনি।

 last month 

ঠিক আছে।

 last month 

আমি ঠিক করেছি।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

আপনার লেখায় বাস্তব জীবনের ছোট ছোট মুহূর্তগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন। জীবনের আবেগময় দিকগুলো শেয়ার করে মনটা হালকা করে নেওয়াটা প্রায়ই প্রয়োজনীয় হয়ে দাঁড়ায়। আপনার দায়িত্ববোধ, পরিবারের প্রতি ভালোবাসা, এবং ছোট ছোট অভিজ্ঞতার মধ্যে আনন্দ খুঁজে পাওয়ার ক্ষমতাকে সত্যিই প্রশংসা করি। আশা করি আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং আগামী দিনগুলো আরও সুন্দরভাবে কাটবে। ধন্যবাদ আপনার দিনটির এত সুন্দর বর্ণনা শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 68872.12
ETH 2524.42
USDT 1.00
SBD 2.53