Better Life With Steem || The Diary game || 15th December 2023|| My Uncle Wedding Activities.
Hello Everyone,
বন্ধুরা, আজ একটি বিশেষ দিন ও কার্যক্রম উপস্থাপন করতে চলে এসেছি। আমার কাকুর বিয়ের কিছু মূহূর্ত আমরা সকলেই উপভোগ করেছি। এই বিবাহ রীতি সেই পূর্বপুরুষ থেকেই বহমান এবং আজও চলছে একই ভাবে। যে রীতির মাধ্যমে একটি পরিবারের সাথে অন্য একটি পরিবারের নতুন সম্পর্ক সৃষ্টি হয়।
Morning |
---|
সকালে ঘুম থেকে উঠেই নিজেকে পরিষ্কার করে ওষুধ খেয়েছিলাম। তারপর আজ আর বই পড়তে পারিনি। গতরাত থেকে বাড়িতে ভীষণ গান বাজনার আওয়াজ হচ্ছিলো। তারপর সকাল সকাল কিছু খাবার খেয়েছিলাম। এবার আমার কাকুর ঘরের দিকে অনেক হৈ হুল্লোড় শুনে এগিয়ে গিয়ে দেখলাম কাকুকে স্নান করানো হচ্ছে।
গায়ে হলুদের পর্ব শেষের পথে। এটা শীত হলেও কিছু করার নেই। কারণ বরের গায়ে হলুদের পর কণ্যার গায়ে হলুদের রেওয়াজ রয়েছে। তারপর আমার দুই দাদু ও এক কাকু কণ্যার বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিল। কারণ আজই কণ্যার আশীর্বাদ করার কথা।
এবার অধীবাসের পালা, তাই আমার সেঝো ঠাকুরদা এই বিবাহ মণ্ডবে বসেছিল। অন্যদিকে পুরোহিত দাদু ও রীতিমতো ব্যস্ত ছিল। কারণ সূর্য পূর্ব দিগন্তে থাকা অবস্থায় অধিবাস শেষ করাবেন।
Noon |
---|
আমার শুকলা পিসিসহ সকলেই নিজের নিজের প্রস্তুতি সম্পন্ন করছিল। শীতকালে দিনের সময়টা যেন খুব দ্রুত পার হয়ে যায়। দেখতে দেখতেই যেন আমাদের বাড়ি থেকে বের হওয়ার সময় হয়ে যাচ্ছিল।
আমিও রেডি, তারপর রাস্থায় বেরিয়েছিলাম দেখার জন্য আমাদের রিজার্ভ করা গাড়ি গুলো এসেছে কিনা। আমি রাস্তায় পৌঁছে দেখলাম আমাদের জন্য তিনটি মাইক্রো ও একটি প্রাইভেটকার চলে এসেছে।
Afternoon |
---|
এবার আমার কাকু বাড়ি থেকে বেরিয়েছে, তারপর গাড়িতে ওঠার পূর্বে আমাদের সার্বজনীন পূজা মন্দিরে গিয়েছিল প্রণাম করার জন্য। এটা শুধুমাত্র এখন বা আমার কাকুর ক্ষেত্রে না বরং আমাদের গ্রামের সকলেই এরকম কোনো কাজের পূর্বেই মন্দিরে গিয়ে প্রণাম করে তারপর শুরু করে। মন্দির থেকে ফিরে এসেই আমরা সকলে গাড়িতে উঠে বসেছিলাম।
Evening |
---|
আমরা যখন রূপসা সেতুর টোল ফ্রি প্রদান করছিলাম তখনই আমাদের সাথে থাকা ২/৩ জনের বমির কথা মনে পড়েছিল। তবে এটা আমার পূর্ব অভিজ্ঞতা, তাই সাথে সাথেই গাড়ি থেকে নেমে বমির ওষুধ খেতে বলেছিলাম। তাছাড়া আমি সাথে করে এক লিটারের দুইটি জল নিয়ে বসেছিলাম। তখন জলের জন্য আর কারো সাহায্য নিতে হয়নি।
Night |
---|
এটার আমার বরযাত্রী হিসেবে শহরে যাওয়া প্রথম বিবাহ অনুষ্ঠান। তখন রাত হয়েছিল যখন আমরা আমাদের বিভাগীয় শহর খুলনা ফুলবাড়ি কমিউনিটি সেন্টারে পৌঁছেছিলাম। এই দৃশ্যটি বিবাহ কমিউনিটি সেন্টারের মেইন গেটের।
তারপর আমরা সকলেই ঐ কমিউনিটি সেন্টারের মধ্যে প্রবেশ করেছিলাম। আমার কাকু, দাদুসহ কেউ কেউ মঞ্চে বসেছিল। পাশাপাশি আমরা অনেকেই জল খাবারের জন্য পার্শ্ববর্তী কক্ষে গিয়েছিলাম। সেখানে আমরা সকলে মিলে জল খাবার খেয়েছিলাম।
আমাদের চেনা জানার বাইরেও কণ্যা পক্ষের অনেক লোকজন এখানে উপস্থিত ছিল। তবে ফটোগ্রাফারদের দেখতে দেখতে একটু বিরক্তি লাগছিল। ছবি তূলেও মজা পাচ্ছিলাম না। তবে ফটোগ্রাফারদের তোয়াক্কা না করেই আমি আমার ইচ্ছে মতো ছবি তুলেছিলাম।
ইতিমধ্যে বিবাহের কার্যক্রম শুরু হয়েছিল। আমরা সকলেই সেই কার্যক্রম দেখছিলাম দর্শকের মতো। আবার মাঝেমধ্যেই ছবি তুলেছিলাম। এভাবে প্রায় এক বা দেড় ঘণ্টা সময় অতিবাহিত করেছিলাম। তারপর আমাদের রাতের খাবার খাওয়ার সময় হয়েছিল। সকলে মিলে এক সাথে বসে খাবার খেয়েছিলাম।
আমরা খাবার শেষ করে আসতে আসতেই বিবাহ সম্পন্ন হয়েছিল। তারপর এসে কাকু ও আমার নতুন কাকিমাকে সাথে নিয়ে গিয়েছিলাম খাওয়ানোর জন্য। কারণ বিবাহের জন্য সমস্ত দিন একটি দানা ও পেটে পড়েনি।
তারপর বাড়িতে ফেরার সময় আগত তাই আমরা সকলে নির্দিষ্ট আসনে বসেছিলাম। পথেই শিব বাড়ির মোড়ের একটি দৃশ্য শীত উপেক্ষা করে গাড়ির গ্লাস খুলে তুলেছিলাম। ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে এই আলোকসজ্জা করা হয়েছে। আরো অনেক দৃশ্যই ছিল যেগুলো মনকে আকৃষ্ট করার মতো। কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও ছবি তুলতে পারিনি। দেড় ঘণ্টার মধ্যেই আমরা সকলেই বাড়িতে ফিরে এসেছিলাম।
আমার আজকের দিনলিপি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।
END |
---|
☃❄🎄This is a manual curation from the @tipu Curation Project.☃❄🎄
Also your post was promoted on 🧵"X"🧵 by the account josluds
@tipu curate
Upvoted 👌 (Mana: 3/7) Get profit votes with @tipU :)
কয়েক দিন আগে আপনার একটি দিনালিপিতে পড়েছিলাম কাকুর জন্য মেয়ে দেখতে গিয়েছে এটাই কি সেই কাকু, যাইহোক সকালে ঘুম থেকে উঠে আপনার প্রথম কাজ ফ্রেশ হয়ে প্রতিদিনের মত যে ঔষধ গুলো খান সেগুলো খাওয়া ।
বাড়িতে বিয়ের অনুষ্ঠান চললে কাজেই পড়াতে মন বসেছেনা না আর বলেন এমন সময় পড়তে মন বসে গান-বাজ না হলেও শুধু মনে হয় একটু আনন্দ করি আত্মীয়দের সাথে কথা বলি আর মনের ভিতর অন্যরকম উৎফুল্ল সৃষ্টি হয়।
যাইহোক কাকুর বিয়েতে তো অনেক আনন্দ করলেন বেশ ভালো লাগলো যে বিয়ের কার্যক্রম গুলো পড়ে। দুজনের জন্য দোয়া রইল দাম্পত্যি জীবন যেন সুখের হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম আমাদের কাছে শেয়ার করার জন্য।
আজ একটি বিশেষ দিন ও কার্যক্রম উপস্থাপন করতে চলে এসেছেন। আপনার কাকুর বিয়ের কিছু মূহূর্ত আপনারা সকলেই উপভোগ করেছেন। আপনি সকালে ঘুম থেকে উঠেই নিজেকে পরিষ্কার করে ওষুধ খেয়ে নিয়েছিলেন। আপনি বিয়েতে দারুণ ভাবে উপভোগ করেছেন। আপনাদের সাথে থাকা ২/৩ জনের বমির কথা মনে পড়েছে। 😅 আমি ও গাড়িতে উঠলে বমি হয়,, একটু যে সেজে গুজে কোথাও যাবো তা এই বমির জন্য হয়ে ওঠে না,, আপনি বিয়ের কিছু অসাধারণ মূহুর্ত শেয়ার করেছেন। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।
বেশ কিছুদিন ধরে আপনার পোষ্টের মাধ্যমে জেনেছি আপনার কাকুর বিয়ে ১৬ই ডিসেম্বরে। দারুন একটি দিনে ওনার বিয়ের তারিখ পড়েছে। উনি চাইলে জীবনে কখনো বিবাহ বার্ষিকী ভুলে যেতে পারবেন না। বিএফ উপলক্ষে আপনিও খুব কম উদ্ভাসিত ছিলেন না। সকালে আপনি ওষুধ খেয়ে নিয়েছেন এরপর আপনি পড়তে বসেছিলেন। কিন্তু বিয়ের আনন্দ উল্লাসের মধ্যে আপনার পড়ায় কিছুটা ব্যাঘাত ঘটলো। অতঃপর আপনি অনুষ্ঠানেও যোগ দিলেন। গাড়ি করে খুলনা ফুলবাড়ি কমিউনিটি সেন্টারে গিয়েছিলেন বিয়ের অনুষ্ঠানের উদ্দেশ্যে। অতঃপর সুন্দরভাবেই আপনার কাকুর বিবাহ সম্পন্ন হল। তবে আপনি খাওয়া-দাওয়া কোন ছবি দিলেন না। এই ব্যাপারটি মিস করলাম। যাইহোক সবমিলিয়ে আপনি চমৎকার একটি দিন উদযাপন করলেন। খুব ভালো লাগলো আপনার দিনলিপি পড়ে।
TEAM 4
Congratulations! This post has been voted through steemcurator07. We support quality posts and comments!@enamul17
Thank you so much for your encouraging support.
আসলে বিয়ে মানেই হচ্ছে আনন্দ উৎসব ঢাক ঢোল বাজবে তার পাশে গান বাজবে এটাই স্বাভাবিক। আপনার গতকালকের পোস্টেও দেখেছিলাম আপনার কাকুর আশীর্বাদ পরেই বিয়ের অনুষ্ঠানটা শুরু হয়েছে। ১৬ই ডিসেম্বর আপনার কাকুর বিয়ে আসলে এটা খুবই স্মরণীয় একটা দিন। আপনার কাকু চাইলেও কখনোই নিজের বিবাহ বার্ষিকীর কথা ভুলে থাকতেই পারবেনা।
সবাই মিলে বিয়ের মধ্যে বেশ মজা করেছেন, বিশেষ করে আপনার ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে আপনারা সবাই অনেক বেশি আনন্দের সাথে বিয়ের অনুষ্ঠানে উপভোগ করেছেন। কমিউনিটি সেন্টারে বিয়ে হলে অনেক ভাল হয়। কেননা নিজেদের কাজ অনেকটাই কমে যায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে কাকুর বিয়ের আনন্দঘন মুহূর্তটা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
বিয়ে যে কত্ত মজা শুধু খাওন আর খাওন,, কথাটা সবার কাছে অনেক পরিচিত।
আজ আপনি অনেক ব্যস্ত একটি দিন পার করেছেন কেননা আপনার কাকুর বিয়ে বলে কথা, সকালে ঘুম থেকে উঠে ওষুধ খেয়েছেন এরপরে, আপনার কাকুর গায়ে হলুদ দেওয়া হয়েছিল সেখানে গিয়েছেন এবং কিছুক্ষণ পরে আপনি বরযাত্রীর সাথে যাওয়ার জন্য তৈরি হয়ে নিলেন।
এবং এর পরে আপনি বিয়েতে গেলেন বরযাত্রীর সাথে, বিয়ে মানে আনন্দ ,হই-হুল্ল, খুব আনন্দ উপভোগ করেছেন এরপরে বিয়ের মন্ডপে পৌঁছেছেন এবং আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন তবে এটা সত্যি অনেক ফটোগ্রাফিদের মাঝেও কিন্তু আপনার ছবিগুলো বেশ সুন্দর হয়েছে আমার কাছে। ধন্যবাদ খুব সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য