আমাদের গ্রামে বিদ্যুৎ সংযোগ।

in Incredible Indialast year (edited)
pexels-photo-2044447.jpeg
source

Hello Everyone,

বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। আর এই সকল প্রযুক্তি পরিচালনার পেছনে রয়েছে বিদ্যুতের অবদান। পৃথিবীর মানচিত্রে ছোট একটি দেশ আমার বাংলাদেশ। আমরা ও পিছিয়ে নেই বিদ্যুতের ক্ষেত্রে।

আমাদের দেশে এখন শতভাগ বিদ্যুৎ, দেশের এমন কোনো জায়গা নেই যে সেখানে বিদ্যুৎ সংযোগ নেই। তবে এই বিদ্যুৎ সংযোগ এক সময় ছিল না।

আপনার গ্রামে কখন বিদ্যুৎ সংযোগ পেয়েছিলেন?

২০১২ সালের অক্টোবর মাসের ১৮ তারিখ আমরা বিদ্যুৎ সংযোগ পেয়েছিলাম। এই দিনটি আমাদের গ্রামবাসী সকলের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ ও স্মরণীয়।

আপনার পরিবারের কোন কোন প্রয়োজনে বিদ্যুৎ ব্যবহার করা হয়? প্রতিমাসের বিদ্যুৎ বিল বাবদ ব্যয় কত টাকা?

বৈদ্যুতিক বাল্ব ও বৈদ্যুতিক পাখা, এই দুটি সাধারণত প্রতিটা পরিবারের জন্য বাধ্যতামূলক। আমার পরিবার ও তার ব্যতিক্রম নয়।

এছাড়াও আমাদের পরিবারে রয়েছে রাইস কুকার, ফ্রিজ ও রঙ্গিন টেলিভিশন। প্রতিমাসে বেশ মোটা অংকের একটা বিদ্যুৎ বিল দিতে হয়।

LocationProductAmountBDSteem
Bangladeshcurrent100.00Unit800.0040.00

বিদ্যুতের সুবিধা।

pexels-photo-1860622.jpeg
source
  • বিদ্যুতের জন্য আমাদের গ্রাম এখন আর আগের মতো প্রদীপের সল্প আলোতে না বরং চকচকে বিদ্যুতের আলোয় আলোকিত থাকে।
  • রাইস কুকারের মাধ্যমে দ্রুত ভাত রান্না করা সম্ভব হয়েছে।

  • গরমের সময় বৈদ্যুতিক পাখার সুবিধার্থে এখন আর আগের মতো কষ্ট ভোগ করতে হয় না মানুষকে।

  • অনেক দিন খাবার রেখে খাওয়া সম্ভব। যার ফলে অতিরিক্ত খাবার ও নষ্ট হয় না।

  • কৃষি ক্ষেত্রে জল সেচের সুবিধা পাওয়া যায়। যার ফলে ফসলের কোনো ক্ষতি হয় না জলের অভাবে।

  • বিদ্যুতের সুবিধার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার সহজ হয়েছে। ‌‌আর এটা মানুষের জীবন জীবিকাকে করছে দিন দিন আরো সহজ‌।

  • বৈদ্যুতিক সংযোগের ফলে আমাদের উপজেলাতে অনেক শিল্প কলকারখানা গড়ে উঠেছে। যেখানে হাজারো বেকারের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

  • অনেক পরিবার সচ্ছলতা ফিরে পেয়েছে। সব কিছু সম্ভব হয়েছে বিদ্যুৎ সংযোগের জন্য।

বিদ্যুতের অসুবিধা।

  • প্রকৃতপক্ষে হিসাব করলে দেখা যাবে বিদ্যুতের সুবিধার জন্য যেমন মানুষের উপার্জন বেড়েছে আবার খরচ ও বেড়েছে।

  • মাঝেমধ্যেই দূর্ঘটনার কথা শোনা যায়। অনেক মানুষ বৈদ্যুতিক শকে মারা ও যায়।

  • প্রতি মাসে গাছের ডালপালা কাটা লাগে। এর ফলে গাছের বেশ ক্ষতি হয়। তবে সাবধানতা অবলম্বন করলে এই সমস্যা গুলো হয়তো হবে না।

বিদ্যুৎ বিভ্রাট কেমন হয়?

প্রচন্ড গরমে মাঝেমধ্যেই বিদ্যুৎ বিভ্রাট দেখা যায় তখন বেশ অস্বস্তি বোধ হয়। চব্বিশ ঘণ্টার মধ্যে বর্তমান প্রায় পাঁচ - ছয় ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে।

যেভাবে বিদ্যুৎ বিভ্রাট রোধ করা যায়ঃ

pexels-photo-7663143.jpeg
source
  • প্রথমত, বিদ্যুতের অপব্যবহার কমাতে হবে।

  • অপ্রয়োজনে বৈদ্যুতিক পাখা ও বাল্ব অন করা থেকে বিরত থাকতে হবে।

  • যতোটা সম্ভব কাঠ বা গ্যাসের চুলায় রান্না করতে হবে।

  • অপ্রয়োজনে টেলিভিশন বন্ধ করে রাখতে হবে।

  • ফ্রিজে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী রাখতে হবে। কারণ যতো ওজন বৃদ্ধি পাবে ততো বেশি বিদ্যুৎ ব্যয় হবে।

  • বৈদ্যুতিক পাখা আস্তে বা জোরে দুটোতেই সমান বিদ্যুৎ ব্যয় হয়। তাই প্রয়োজন না থাকলে বন্ধ রাখাটাই শ্রেয়।

বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আমার আজকের লেখাটি কেমন লাগলো ‌। আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো।

Sort:  
Loading...
 last year 

বিদ্যুৎ আমাদের দেশের এক পান্ত থেকে অন্য পান্ত এখন পৌঁছে গিয়েছে বিদ্যুৎ এর নিশ্চিত করেছে বাংলাদেশ সরকার। আপনি অনেক সুন্দর কথা বলেছেন বিদুৎ এর কারনে আমাদের গ্রামীণ এলাকার অনেক উন্নত হয়েছে।

যেমন যদি বলি কৃষি কাজে বিদ্যুৎ ব্যবহার করে কৃষি জমিতে শেষ এর কাজ নিশ্চিত করেছেন। এতে করে যেমন কৃষকের খরচও কমলো সময়ও বাচলো এবং অনেক লাভবান হল। এরকম অনেক অনেক বিষয় রয়েছে যেগুলোর কারণে আমরা আজ উন্নত জীবন যাপন করতে পারছি ।

ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময়।

Hola 🙂
Tu post ha sido votado por @colombiaoriginal dentro del marco de Make Noise Project Week 51 que impulsa @alejos7ven.
Sigue con el buen trabajo.

Te invitamos a seguir las redes sociales para Steem y Steemit:

image.png image.png image.png

Si no lo has hecho, Te invitamos a votar por @cotina y @bangla.witness como Witness, sino sabes como hacerlo, podrías revisar esta publicación: https://steemit.com/hive-113376/@colombiaoriginal/colombia-original-apoyando-a-cotina-como-witness.


We stopped by to tell you that we have come to vote for your publication.🙂

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57716.25
ETH 3155.19
USDT 1.00
SBD 2.26