You are viewing a single comment's thread from:
RE: Better Life With Steem || The Diary game || 12 January 2024
বাইরে যে প্রচন্ড কুয়াশা ছিল সেটা আপনার ছবির মাধ্যমেই প্রকাশ পেয়েছে। শুটকি মাছ দিয়ে লাউয়ের পাতা ভর্তা আমি কোনদিন খাইনি। খেতে কেমন হয় জানাবেন। আর হ্যাঁ আপনি একদমই বেশি বকবক করেননি। ভালো থাকবেন।
আমার কাছে লাভের পাতা এমনি ভর্তাই অনেক মজা লাগে। তার উপরে যদি আবার শুটকি মাছ দেওয়া হয় তাহলে তো কথাই নেই।
এটা তৈরি করা খুবই সহজ এবং অল্প উপকরণেই তৈরি করা যায়। বাসায় একবার বানিয়ে খেয়ে দেখবেন হাত চেটেপুটে খেতে মন চাইবে। ও হ্যাঁ সাথে একটু গরম ভাত নিয়ে নিবেন।
এই দুই থেকে তিন দিন প্রচন্ড কুয়াশা পড়ছে। আমার মনে হয় এটা সব জায়গাতেই পড়ছে।
ঘুম থেকে উঠেই এই ছবিটা তুলেছিলাম। আর তখন প্রচন্ড কুয়াশায় ছিল। তবে জেনে একটু অবাক হলাম আপনি লাউ পাতা ভর্তা কোনদিনও খাননি শুটকি মাছ দিয়ে।
তবে আমাদের এদিকে খাবারটা বেশ জনপ্রিয়। আর আমি বলব আপনি একদিন খেয়ে দেখবেন বাসায় তৈরি করে ভারী মজা হয় খেতে। আর শুটকি মাছ পছন্দ না হলে ।।এমনি মাছ দিয়েও করে খেয়ে দেখতে পারেন মনে রাখার মত একটি খাবার।