Better Life With Steem || The Diary game || 12 January 2024

in Incredible India2 years ago

Brown Floral Couple Photo Collage.pngPhoto edited by canva

Hello,

Everyone,

প্রথমেই,
সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি। আমি সুস্থ আছি, এবং পরিবার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ।এছাড়াও, আমি আবার আপনাদের মাঝে আসতে পেরে বেশ আনন্দিত হয়েছি।

একটা বিষয় হয় তো আপনার না জানতে পারেন,
আজ আমি বলছি।
আমার ভিতরে এমন একটা অভ্যাস সৃষ্টি হয়েছে। যে টা হলো দিন শেষ আপনাদের জন্য পোস্ট না লিখলে,
আমার যেন একটা অস্থিরতা কাজ করে।
আরে এই অস্থিরতা দূর করতে চলে এসছি। বেশি বকবক করবো না,,
চলুন আমার আজকের কার্যক্রমটা শেয়ার করা যাক।

ঘুম ভেঙ্গেছে মাঝ রাতে তখন প্রায় দুইটা বাজে, প্রচন্ড মাথা ব্যথা ছিলো, উঠে এক গ্লাস পানি সাথে একটা প্যারাসিটামল খেয়ে নিলাম, এরপরে আবার ঘুমিয়ে পড়ি। ঘুম ভেঙেছে 7:30 বাজে, খুব খারাপ লাগছিলো শুক্রবার দিন তবুও ফজরের নামাজ টা পড়তে পারলাম না এটা ভেবে,, যাইহোক, এরপরে উঠে ফ্রেশ হয়ে নিলাম। এবং বাহিরে তখন প্রচন্ড কুয়াশা ছিল যেটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন।

তবুও বসে না থেকে রান্নাঘরে যাই, এবং আগে থেকেই রুটি বানানো ছিল ফ্রিজে ওটা কে বের করে ভেজে নিলাম। সাথে ছিলো বাঁধাকপি ভাজি,ও গরম করে নেওয়া গতকাল রাতের ডাল, এ দুটা কে মিশিয়ে রুটি দিয়ে খেয়ে নিলাম। সকালের খাবার টা খুব ভালই ছিলো আমার কাছে।

M7YJgYmt9DySNyfn7j5EQjjBS341dHKxM1wMm7mTMfXe8m5BZm2TSNuyC2FN4qQG93idHyPv19z9YX3aXBiH5fPVd2ia1QV387b2ZiLXnx...GzmTDucpVumVLZo3H3rqjjtrKNQccEYnQKGhqbDFaFgaFN2Wf6xYmkPtaFoCbxsyAdj3u2ezEgiRQNURpdfSWuS4dzpeD5LKpYJoEDPbpaUa9gGiYjyhpMz382.png

এরপরে, ভেবে ছিলাম ফোন নিয়ে একটু ঘাটাঘাটি করবো, তবে সেটা আর হলো কই! শাশুড়ি আম্মা বললো, দুধ নিয়ে আসার জন্য, মূলত আমরা যাদের কাছ থেকে দুধ রোজ করি, তার আজ আসতে পারবে না তাই আমাদের গিয়ে আনতে হবে। যেহেতু শাশুড়ি আম্মা দুপুর রান্নার আয়োজন করছিল কাজের খালাম্মা কে নিয়ে তাই, আমি এবং আমার মেয়ে মিলে চলে গেলাম জন্য দুধ আনতে,


আমরা যাদের কাছ থেকে দুধ রোজ করি, তাদের একটা অস্ট্রেলিয়ার গাভী আছে। প্রতিদিন ১২ কেজি দুধ দেয়, খুব একটা দূরে নয়, আমাদের বাসার সামনেই রাস্তা তার ওপারে তাদের বাড়ি। মাঝে রয়েছে শুধু একটা স্কুল । এরপরে দুধ নিয়ে আমরা বাসায় চলে আসি। একটা পেঁপে বেশ পেঁকে গিয়েছিলো। যদি ও খুব ঠান্ডা পড়েছে, খেতে ইচ্ছা করছিল না। কিন্তুু নষ্ট হয়ে যাবে তাই কেটে সবাই মিলে খেয়ে ফেললাম।

M7YJgYmt9DySNyfn7j5EQjjBS341dHKxM1wMm7mTMfXe8m5BZm2TSNuyC2FN4qQG93idHyPv19z9YX3aXBiH5fPVd2ia1QV387b2ZiLXnx...GzmTDucpVumVLZo3H3rqjjtrKNQccEYnQKGhqbDFaFgaFN2Wf6xYmkPtaFoCbxsyAdj3u2ezEgiRQNURpdfSWuS4dzpeD5LKpYJoEDPbpaUa9gGiYjyhpMz382.png

এরপরে, মেয়েকে গোসল করিয়ে দিলাম। ভাবলাম নিজেও গোসল করে আসি ঠিক ওই সময় আমার শ্বশুর এতগুলা কই মাছ নিয়ে এসেছে। কাজের খালাম্মা বসে পড়েছে মাছ কোটার জন্য, কিন্তুু আমার একদমই মন চায় নি, তবুও তার সাথে অল্প কিছু কেটে দিলাম। কারণ, তা না হলে তার বাড়িতে যেতে দেরি হয়ে যাবে। মাছ কোটা শেষে তাকে কিছু মাছ দিলাম এবং বাকি টা ডিপ ফ্রিজে সংরক্ষণ করলাম। এরপরে গোসল করে নিলাম।


4a37c445-39d3-4575-ba0d-0d18f49b930f.jpg

19c48cce-84b4-4bc8-919b-8bdee92b16d1.jpg

তারপর, যোহরের নামাজ আদায় করি, এবং সবাই মিলে দুপুরের খাবার খেলাম। লাউ দিয়ে চিংড়ি মাছে রান্না, সাথে ছিলো শুটকি মাছ দিয়ে লাউয়ের পাতা ভর্তা, এছাড়া ছিলো কাতল মাছের ঝোল। দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিতে চলে গেলাম।
M7YJgYmt9DySNyfn7j5EQjjBS341dHKxM1wMm7mTMfXe8m5BZm2TSNuyC2FN4qQG93idHyPv19z9YX3aXBiH5fPVd2ia1QV387b2ZiLXnx...GzmTDucpVumVLZo3H3rqjjtrKNQccEYnQKGhqbDFaFgaFN2Wf6xYmkPtaFoCbxsyAdj3u2ezEgiRQNURpdfSWuS4dzpeD5LKpYJoEDPbpaUa9gGiYjyhpMz382.png

বিকেল বেলা বিছানা ছেড়ে উঠতে মন চাইছিল না, কারণ, সারাদিনে একটু রোদ ওঠে নি।বিকেলের দিকে দেখলাম সূর্য আলো টা হালকা এসে গায়ে লাগছে, তাই একটু রোদে বসে থাকলাম। পাশ থেকে আমার এক ননদ এসে আমার মাথা , চুলগুলো টেনে দিচ্ছিল, এটা আমার খুব ভালো লাগে যদি কেউ আমার মাথার চুল গুলো টেনে টেনে দেয় মনে। হয় যেন একে বারে ঘুমের দেশে চলে যাই। তবে এরকম মানুষের খুবই অভাব!!! তবে ও খুব ভালো মাঝে মধ্যে এসে আমার সাথে গল্প করে।

সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায় করে, হালকা করে, চা বিস্কুট দিয়ে সবাই নাস্তা করে নিলাম। এরপরে মেয়ে কে পড়তে বসাই নিজেও কিছুটা সময় বই পড়ি। এরপরে রাতের খাবার খেলাম ওই দুপুরে যেটা খেয়েছি ওটা দিয়েই। এরপরে, এইতো আপনাদের জন্য পোস্ট লিখতে বসছি।

তো আজ আমার লেখা এখানেই শেষ করছি।সবাই পরিবার কে নিয়ে সুস্থ থাকুন এই কামনাই করছি। ধন্যবাদ সবাইকে।


"আমার এই পোস্ট টা পড়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ"

DiHLrjiPetHt6ciV9azim9NPHuTMQ59H51nYE8xqo83cHxoWjkEXJT9iFny5FDK6V87zhnX5kJcSGE6ahn1RouZuijdX8aHZSZuNzNLrHLCesrYQeLFEN3XWqtzgugDvKSjLVorzHmsDV9fsCYARi3rzgEWfrvmwA657nCqYe5UwnnVK4Dxytu7ugFVWiW3mjezc1nCAisbww4sYtHPgvEw.png

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Loading...
 2 years ago 

আপনি একদম ঠিক কথা বলেছেন স্টিমেট প্ল্যাটফর্মে না ঢুকলে কেমন জানি একটা মনের ভেতর অস্থিরতা কাজ করে। আপনার মাঝরাতে ঘুম ভেঙে গিয়েছিল তখন রাত ২ টা বাজে, আপনার প্রচন্ড মাথা ব্যথা ছিল আপনি প্যারাসিটামল খেয়েছিলেন। তারপর আবারও ঘুমিয়ে গিয়েছেন পরে মোটামুটি বেলা হয়ে গেছিল তারপরও আপনি ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করেছেন।পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আমাদের প্রতিটি মুসলিম মুমিনের উপর ফরজ ।

 2 years ago 

যতই অসুস্থতার মাঝে থাকি না কেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি।
তবে, মাঝে মধ্যে শয়তান এমন ভাবে চেপে ধরে,,, তখন আর পড়া হয়ে ওঠেনা।

 2 years ago 

বাইরে যে প্রচন্ড কুয়াশা ছিল সেটা আপনার ছবির মাধ্যমেই প্রকাশ পেয়েছে। শুটকি মাছ দিয়ে লাউয়ের পাতা ভর্তা আমি কোনদিন খাইনি। খেতে কেমন হয় জানাবেন। আর হ্যাঁ আপনি একদমই বেশি বকবক করেননি। ভালো থাকবেন।

 2 years ago 

আমার কাছে লাভের পাতা এমনি ভর্তাই অনেক মজা লাগে। তার উপরে যদি আবার শুটকি মাছ দেওয়া হয় তাহলে তো কথাই নেই।
এটা তৈরি করা খুবই সহজ এবং অল্প উপকরণেই তৈরি করা যায়। বাসায় একবার বানিয়ে খেয়ে দেখবেন হাত চেটেপুটে খেতে মন চাইবে। ও হ্যাঁ সাথে একটু গরম ভাত নিয়ে নিবেন।
এই দুই থেকে তিন দিন প্রচন্ড কুয়াশা পড়ছে। আমার মনে হয় এটা সব জায়গাতেই পড়ছে।

 2 years ago 

ঘুম থেকে উঠেই এই ছবিটা তুলেছিলাম। আর তখন প্রচন্ড কুয়াশায় ছিল। তবে জেনে একটু অবাক হলাম আপনি লাউ পাতা ভর্তা কোনদিনও খাননি শুটকি মাছ দিয়ে।
তবে আমাদের এদিকে খাবারটা বেশ জনপ্রিয়। আর আমি বলব আপনি একদিন খেয়ে দেখবেন বাসায় তৈরি করে ভারী মজা হয় খেতে। আর শুটকি মাছ পছন্দ না হলে ।।এমনি মাছ দিয়েও করে খেয়ে দেখতে পারেন মনে রাখার মত একটি খাবার।

 2 years ago 

তবে ঠিক কথায় বলেছেন প্লাটফর্মে একদিন না ঢুকলে মনের ভিতর অনেক অস্থিরতা লাগে। তবে আমি সারাদিনই যেটুকু সময় পাই না কেন এই প্লাটফর্মে থাকার চেষ্টা করি। এই কয়েকদিন ধরে এতটা কুয়াশার পড়ছে যে কুয়াশার কারণে প্রচুর শীত লাগছে। তারপরও আপনি সকালে উঠে ফজরের নামাজ আদায় করলেন তারপর ফ্রিজে রুটি বানানো ছিল এবং সেগুলো বের করে বেঁধে নিলেন এবং গতকালকের বাঁশি তরকারি গরম করে নিয়ে সেগুলো রুটি দিয়ে খেলেন। তবে এটা ঠিক কেউ যদি মাথার চুল টেনে দেয় তাহলে খুব ভালো লাগে এবং ঘুমের দেশে চলে যাই।
থ্যাংক ইউ আপু আপনার সারাদিনের ডাইরি গেম আমাদের সাথে খুব সুন্দর ভাবে উপস্থাপনা করলেন।

 2 years ago 

আজ মাঝ রাতে উঠে ওষুধ খেয়েছেন শুনে একটু খারাপ লাগলো আর রাতে ঘুম ভালো না হলে সকালে উঠতেও দেরি হয়।।

আজ ফ্রিজে রাখা রুটি গরম করে খেয়েছেন সেই সাথে আজ দুধ আনার জন্য গিয়েছিলেন।। আর ছোট মাছ গুলো দেখে বেশ ভালোই লাগছে।।

 2 years ago 

এত পরিমাণে মাছ দেখে বেশ ভালোই লাগলো। আপনি আপনার কাজের খালাম্মাকে সাহায্য করেছেন। আপনি যদি সাহায্য না করতেন তাহলে তার বাড়ি যেতে অনেক বেশি দেরি হয়ে যেত। মাথা ব্যথা করলে চুল আস্তে আস্তে টেনে দিলে বেশ ভালোই লাগে। আমার বড় ছেলে মাঝে মাঝে এরকম করে। ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

যেহেতু সে আমাদের বাসায় কাজ করে আর তাছাড়া বেশ অনেক মাছ ছিল, তাই তার কাজে সাহায্য করেছিলাম না হলে হয়তো তার বাসায় যেতে অনেকটা দেরি।

আমার যখন প্রচন্ড মাথা ব্যথা করে তখন যদি আমার মাথার চুল গুলো কেউ টেনে দেয় আমার যে কি ভালো লাগে এবং ঘুম এসে যায় সাথে সাথে। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

সকালে ঘুম থেকে উঠে রুটি আর বাঁধাকপি ভাজি করে নিলে। এরপর শাশুড়ির কথামতো মেয়েকে নিয়ে দুধ আনতে গেলেন কারণ কোনো কারণে আজকে আপনাদের দুধ ওয়ালা আসতে পারেন পারেন নাই। মাছ কাটায় খালাম্মাকে সাহায্য করে সেগুলিকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখলেন সংরক্ষণের জন্য।
ভালো লাগলো আপনার দিনলিপি পড়ে।
ভালো থাকবেন সবসময়।

 2 years ago 
  • মাথায় হাত বুলিয়ে দিলে বা বিলি কেটে দিলে আমারও খুব ভালো লাগে মুহূর্তের মধ্যে ঘুম চলে আসে। একেবারে ঠিক বলেছেন তোদের দেখা নাই বললেই চলে দুপুরে একটু রোগ দেখা যায় তাও খুবই হালকা। শীতের তীব্রতা বেড়েছে। তাই ঠান্ডা হয়তো আপনার মাথা ব্যথা করছিল গভীর রাতে উঠে প্যারাসিটামল কি আবার শুয়ে পরলাম। বাঁধাকপি দিয়ে রুটি আমারও খুব পছন্দ ।মোটামুটি ভালই কাটলো আজকের
    দিনটি আপনার।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 110548.14
ETH 4323.54
USDT 1.00
SBD 0.83