নিজের জমি জায়গা থাকলে অবশ্যই নিজের জমিতে সব্জী চাষ করা উচিত বা হাঁস মুরগি ইত্যাদি প্রতিপালন করা উচিত। তাতে শুধুমাত্র টাকারই সঞ্চয় হয় না, বাজারে বিক্রি হওয়া কেমিক্যাল যুক্ত শাকসবজি এবং মাছ মাংস খাওয়ার হাত থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি।
কিন্তু কোলকাতায় মুশকিল হচ্ছে যে আমাদের এখানে বেশিরভাগ মানুষেরই নিজস্ব জমি জায়গা নেই। আমরা বলতে গেলে নিরুপায় হয়ে ফ্ল্যাট কালচারে অভ্যস্ত হয়ে গেছি। তাই বাধ্য হয়ে সবকিছু জানা সত্ত্বেও বাজারের বিষাক্ত শাকসবজি এবং মাছ মাংস খেয়ে আমাদের জীবনধারণ করতে হয়।
আমার শ্বশুরবাড়ি প্রত্যন্ত গ্রামে, সেখানে সবকিছুর সুবিধা থাকলেও চিকিৎসা ব্যবস্থা খুবই অনুন্নত। তাই আমি ভেবে ঠিক করে উঠতে পারছি না যে কোলকাতায় থাকবো নাকি পাকাপাকিভাবে আমার শ্বশুরবাড়ির এলাকায় জমি কিনে নিয়ে বাড়ি করে থাকবো।