You are viewing a single comment's thread from:
RE: কুমিল্লার ঐতিহ্যবাহী মাতৃভান্ডারের রসমালাই
এই রসমালাই কোন ভাসি জিনিস দিয়ে বানানো হয় না। এমনকি একদিনের জন্য ও রেখে দেয় না।টাটকা দুধ সংগ্রহ করে, বানানো হয়। এমনকি একজন ২ কেজির বেশি একসাথে কিনতে পারেনা। - এর থেকে সত্যি বোঝা যাচ্ছে কুমিল্লার মাতৃভান্ডারের রসমালাই এর চাহিদা কতোটা। তার ওপর ২-৩ ঘন্টার মধ্যে সব বিক্রি হয়ে যায়। কুমিল্লায় যদি কোনোদিন যাই, মাতৃভান্ডারের রসমালাই অবশ্যই চেখে দেখবো।
অবশ্যই ভাইয়া আসবেন। দেখে মনে হবে না।এতো সাদামাটা একটি দোকান।বহু দিনের পুরাতন এই মাতৃভান্ডারের রসমালাই। ধন্যবাদ আপনাকে। আমার পোস্ট টি পড়ে এমন সুন্দর একটি মন্তব্য করার জন্য।