কলেজ জীবনের স্মৃতি গুলো জীবনের ডায়েরীতে রঙিন পাতায় লেখা হয়ে থাকে@oishymaria

in Incredible India10 months ago
আসসালামু আলাইকুম

🌹হ্যালো #Steemit Stale. কেমন আছেন সবাই।🌹
আমি মারিয়া ঐশী। আমি #Steemit-@oishymaria ইউজারনেম ব্যবহার করি।
আমি বাংলাদেশ থেকে এসেছি 🇧🇩 আপনাদের মাঝে।


শুভ সন্ধ্যা Incredible India বাসি। সকলে কেমন আছেন আশা করি ভাল আছেন। আমিও আপনাদের সাথে থাকতে পেরে ভালো আছি। আজ আমি আপনাদের সাথে কলেজ জীবনের কিছু স্মৃতি নিয়ে কথা বলব। আশা করি সকলেরই ভালো লাগবে।


কলেজ জীবন হল রঙিন জীবন

IMG_6970.JPG
Photo taken by:canon Eos 1300D


দেখতে দেখতেই কেটে যায় কলেজের জীবন। কলেজ জীবন মাত্র দুই বছরের। এই সময়টাতে সবকিছুই রঙিন লাগে। জীবন নতুন করে সাজাতে শুরু করা। কলেজ জীবন উপভোগ করার জন্য সময়টা খুবই কম। তবু এ সময় বেশ কিছু মধুর স্মৃতি আছে আমার। সেই সব স্মৃতি মনকে এখনো নাড়া দেয়। তবু আমি বলবো স্কুল জীবনটাই সব থেকে বেশি সুন্দর ছিল। দীর্ঘ দশটা বছর চোখের পলকে কেটে যায় কিছু বোঝার আগেই। এরপর শুরু হয় কলেজ জীবন। তাই মাঝে মাঝে মনে হয় কলেজ জীবনটা এত অল্প সময়ের কেন! কলেজ জীবনটা যেহেতু যৌবন কালের শুরুর দিকে আর কৈশোরকালের শেষের দিকে থাকে তাই সময়টা তীব্র আবেগঘন হয়। তাই ঘুরাঘরে ও বন্ধুদের সাথে আড্ডা প্রচুর পরিমাণে হয়ে থাকে এই সময়টাতে।


2018-11-08-14-50-07-920.jpgIMG_20181006_125103-1.jpg

Photo taken by:vivo 1713


নবীনবরন দিন কলেজে উদ্দেশ্যে যেতে যেতে ভাবছিলাম স্কুলে থাকার সময় ভাবতাম কবে বড় হব? আর কবেই বা কলেজে ভর্তি হব। শৈশবকাল আমার শেষের শেষ হয়েছে অনেক আগেই কৈশোরের জীবনটাও শেষের দিকে যৌবন কালের পদার্পণ করবো তার পর। মনে হচ্ছে এবার হয়তো সত্যি সত্যিই বড় হয়ে যাচ্ছি, অন্যরকম এক ভাললাগা কাজ করছে মনে! অনেক স্বপ্ন আর আশা নিয়ে সূচনা করতে যাচ্ছি কলেজ জীবন। নতুন পরিবেশ নতুন ক্লাস, নতুন শিক্ষক, নতুন ও পুরাতন বন্ধু, নতুন বই, অনেক কৌতূহ ও উওেজনা নিয়ে শুরু হয়েছিল কলেজ জীবন। কলেজ জীবনের সেই স্মৃতি গুলো এখনো মনে আছে। সেই সোনালী দিন গুলো কখনো ভোলার নয়। দেখতে দেখতেই পাঁচটি বছর কেটে গেছে কলেজ জীবন শেষ করেছি। সময় কত দ্রুত চলে যায় তাই না চোখের পলকে।


IMG_20230811_040612.jpgScreenshot_2023-08-11-03-59-38-366_com.miui.gallery.jpg

Screenshot taken by redmi nore 10 pro


প্রাইভেট পড়তে যাওয়ার আগে সবাই এক জায়গায় একত্রিত হওয়ার মজাই আলাদা ছিল। আমরা তিন বান্ধবী এখনো তেমনটাই করে থাকি কিন্তু বাকি বন্ধুদের খুব মিস করি। কলেজে এই সময়ে কাউকে ভালো লাগা খুবই সাধারণ ব্যাপার ছিল। মৌখিকভাবে ভালোলাগা কথাটা বলা অনেক কঠিন ছিল কিন্তু কঠিন কাজটিই কেউ কেউ সাহস নিয়ে করতে পারত আবার কেউ কেউ তা করতে পারত না। আর কে কাকে পছন্দ করে এইটা যদি একবার কেউ জানতে পারত তাহলে পুরো ক্লাসে ছড়িয়ে পড়তে পাঁচ মিনিট লাগতো না। কোথাও কোথাও দুষ্টু ছেলেদের মেয়েদের হয়রানির দৃশ্য বা আবার রোমিও জুলিয়েটের দৃশ্য ছিল। তবে এই জিনিসগুলি খুব মজার ছিল।


20180717_101157.jpgIMG_20230811_040553.jpgIMG_3488.JPG

Photo taken by SM-j500F samsung

নানান বাহানা করা হতো পরীক্ষার হলে স‍্যারের চোখ ফাঁকি দিয়ে বন্ধুকে ফেলের হাত থেকে বাচাঁনোর চেষ্টা করা হতো। দেখতে দেখতে প্রথম বছর শেষ হয়ে দ্বিতীয় বছরও কিভাবে শেষ হয়ে যায় বোঝা যায় না। এর মাঝে থেকে যায় সুন্দর সুন্দর কিছু স্মৃতি। কলেজের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করায় বেশ কিছু স্মৃতি বাড়তি যুক্ত হয়। এই স্মৃতিগুলো যেন জীবনের ডাইরিতে রঙিন পাতায় লেখা হয়ে থাকবে সারা জীবন। কেন যে কলেজের সময়টা আরো দীর্ঘায়ীত ছিল না! তাহলে হয়ত আরো কিছু সুন্দর মুহূর্ত কাটানো যেত।


This is my Achievement 1 verified link

আজকের জন্য বিদায়; পড়ার জন্য ধন্যবাদ, নিরাপদে থাকুন, আশা করি সবাই ভালো আছেন।


◦•●◉✿ধন্যবাদ সবাইকে✿◉●•◦

Sort:  
Loading...
 10 months ago 

@oishymaria আপনার পোস্ট টি পড়ে আমার খুব ভালো লাগলো।স্কুল কলেজ বন্ধুত্ব অন্যরকম।ওদের তুলনা শুধু ওরাই।কেমন যেন একটা অদৃশ্য ভালো লাগা কাজ করে। বেঁচে থাকুক সকলের বন্ধুত্ব। অসংখ্য ধন্যবাদ আপু।
আমাদের সাথে শেয়ার করার জন্য।

স্কুল জীবনে যে ফ্রেন্ডগুলা হয় সেগুলা সারা জীবনই থেকে যায়। ঠিক বলেছেন আপু ওদের তুলনা শুধু ওরাই। হয়তো স্কুল ও কলেজ জীবনের অনেক বন্ধু হারিয়ে যায় কিন্তু এদের স্মৃতি সারা জীবন থেকে যায়।

 10 months ago 

আপনার পোস্টটি পড়তে ছিলাম আর নিজের সাথে ঘটে যাওয়া, স্কুল-কলেজের কথাগুলো মনে করতে ছিলাম, কতই না ভালো ছিল সেই সময়টা। আজও খুব মিস করি স্কুল কলেজের সময়টা।

মাঝে মাঝে মনে হয়, যদি আবারো সেই স্কুল জীবনে ফিরে যেতে পারতাম, তাহলে আর কলেজ যাওয়ার চিন্তা করতাম না, যে আমি কলেজে ভর্তি হব।

খুব ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে, ধন্যবাদ এত সুন্দর একটি স্মৃতিময় পোস্ট করার জন্য।

স্কুল জীবনে ও কলেজ জীবন প্রতিটি ছাত্রের মধুর স্মৃতিময় সময়। এটা শুনে ভালো লাগলো আমার পোস্টটি পড়ে আপনার স্কুল জীবন ও কলেজ জীবনের স্মৃতি জাগ্রত জাগ্রত হয়েছে। ধন্যবাদ ভাই আমার পোস্টে পড়ার জন্য।

TEAM 1

Congratulations! This post has been upvoted through steemcurator04. We support quality posts , good comments anywhere and any tags.
Curated by : @edgargonzalez

Screenshot_20221130-164846_Canva.jpg

 10 months ago 

আপনারা পোস্টটি পড়তে পড়তে কলেজ জীবনে চলে গিয়েছিলাম।এই সময় আর এই সময়ের বন্ধুত্তগুলো আসলেই অন্যরকম হয়।পুরনো দিনের কথা মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য

Danke .

!invest_vote

Thank you very much for reading my post.

@udabeu denkt du hast ein Vote durch @investinthefutur verdient!
@udabeu thinks you have earned a vote of @investinthefutur !

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 65557.61
ETH 3581.80
USDT 1.00
SBD 2.47