You are viewing a single comment's thread from:

RE: ফটোগ্রাফি//০৭ই মার্চ, রং মাখানো গোধূলি মূহূর্ত।

in Incredible Indialast year

খুব ভালো লাগলো আপনার পোষ্টটি পড়ে। আপনার শেয়ারকৃত ছবিগুলো দেখে বোঝাই যাচ্চে আপনারা অনেক মজা করেছেন ভিক্টর দাদার সাথে।আপনার বন্ধুরাও অনেক মজা করেছে সে ব্যপারে বিন্দুমাত্র সন্দেহ নেই কারণ ছবিগুলোতে দেখাই যাচ্চে সবাই আবিরে একেবারে মাখামাখি হয়ে আছেন।

আপনারা খুব সুন্দর আর মানবীয় একটা উদ্দেশ্য নিয়েছিলেন,যদিও যাকে ঘিড়ে আপনারা কাজটি করবেন তাকেই খুজে খুজে পাননি।তারপরেও আপনাদের নেওয়া এই উদ্যোগটা দারুণ ছিলো।

সব মিলিয়ে দারুন ভাবে আপনার উপস্থাপনার মাধ্যমে চেয়েছেন আমাদেরকে আপনার উৎযাপিত দোলের আনন্দ উপভোগ করানোর।আর সেই চেষ্টায় আপনি সফলও বটে।

এমন আরো আনন্দঘন পোস্টের অপেক্ষায় রইলাম প্রিয় দিদিটির কাছ থেকে।ভালো থাকবেন,,, বাই🥰🥰🥰

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 60185.13
ETH 3290.40
USDT 1.00
SBD 2.44