RE: Incredible India monthly contest March #02|My unforgettable incident of 2022
প্রিয় ভাই প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রক্তদানের মতো মহৎ কাজ করার জন্য।
আমরা সকলেই জানি, আমাদের সকলের শরীরের রক্ত দান করলে আমাদের তেমন কোনো বড় সমস্যা দেখা দেয় না।তারপরেও কেন জানি এই রক্তদানে মানুষের মাঝে এক প্রকার অনীহা।
কিন্তু, আপনি আপনার বন্ধুর বাবাকে রক্তদান করেছেন জেনে খুব খুশি হলাম।
তবে, পরক্ষণেই মনটা খারাপ হয়ে গেলো এইটা জেনে যে, আপনার বন্ধুর বাবা আর এই পৃথিবীতে নেই।
মহান আল্লাহ যেনো তাকে জান্নাতে নসিব করেন। (আমীন)
আর শুধু আপনার বন্ধু বলে নয়,আপনার উচিৎ এবং বলতে পারেন মানুষ হিসাবে কর্তব্য অন্যের পাশে সর্বদা দাড়ানো।
কারণ আজ হয়তো সে বিপদে পড়েছে,কাল যে আমি বিপদে পড়বো না তার কি কোনো নিশ্চয়তা আছে।তখন তো আমাকে তার দারপ্রান্তে যেতে হবে।
তাই আমাদের সকলের উচিৎ সর্বদা অন্যকে সাহায্য করা তবে সেই সাহায্য অন্যদের সাহায্যপ্রারর্থী হিসাবে ভেবে নয় বরং এইটা ভেবে যে,হয়তো কাল আমাকে যেতে হবে ওনার দারপ্রান্তে সাহার্যের জন্য।
ধন্যবাদ ভাই আপনার শুভকামনা এবং সুন্দর মন্তব্য উপস্থাপন করার জন্য।