প্রকৃতির কিছু রেনডম ফটোশুট।

in Incredible Indialast year

আসসালামু আলাইকুম


আমি @nasir04 🇧🇩 #bangladesh এর একজন ব্লগার

হেলো স্টিমিয়ানস্,,,

কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর দোয়ায় আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ মহান আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।

আজআবারো আপনাদের মাঝে হাজির হলাম আমার শুট করা নতুন কিছু প্রাকৃতিক ছবি ও তার এক্সপ্লেইনেশন নিয়ে।আমার শেয়ারকৃত গত পোষ্টের পর থেকে এবার আমি শুরু করতে চলেছি।আশা করি ছবিগুলো আপনারা উপভোগ করবেন।

20230410_010943_0000.png

made in canva app

তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক,,,

বিলের মাঝ দিয়ে হেটে যেতে যেতে আমরা একটা উচু ব্রিজের কাছাকাছি পৌছে যায়। ব্রিজটাতে উঠতে গিয়ে আমাদেরকে একটু নাক মুখ ঢেকে যেতে হলো কারণ দেখতেই পাচ্ছেন ব্রিজের রাস্তাটায় প্রচুর পরিমাণে বালি।আগে এই বালি ছিলো না, হয়তো ব্রিজের এই অংশেও পাকা রাস্তা করার কথা ছিলো তাই বালি দেওয়া হয়েছে রাস্তাটিতে।

IMG_20230406_173858-01.jpeg

Device Realme c21y
W3W Location Code

সেদিন সমটা আসরের পরে হলেও রোদের তেজ তখনও খুব প্রখর ছিলো।ব্রিজের ওপর উঠার পরে যেন রোদের তেজটাকে আরো বেশি করে ফিল করতে পারছিলাম।ব্রিজের ওপর থেকে তাই রোদসহ সূর্যটারও কয়েকটি পিক তুলে নিলাম।

IMG_20230406_173944.jpg

Device Realme c21y
W3W Location Code

IMG_20230406_173927.jpg
Device Realme c21y
W3W Location Code

IMG_20230406_173917.jpg
Device Realme c21y
W3W Location Code

এরপর আমি ব্রিজের পেছন দিকে তাকিয়ে দেখি একটি গাছ দাড়িয়ে আছে ব্রিজের পাশে।এই গাছটির নাম "বকানিম"।যারা এই গাছটির নাম নতুন শুনছেন তাদের কাছে হয়তো নামটি একটু অদ্ভুদ লাগতে পারে। আমাদের কাছে ছোটবেলা এই গাছ খুবই প্রিয় ছিলো।কারণ এই গাছের ফল দিয়ে আমরা ছোট বেলা অনেক খেলেছি,গাছে উঠে ফলগুলো পেড়ে নিয়ে সেগুলো দিয়ে "লক্কিমুট "খেলতাম😁।

IMG_20230406_174030-01.jpeg

Device Realme c21y
W3W Location Code

IMG_20230406_174016-01.jpeg
Device Realme c21y
W3W Location Code

IMG_20230406_174034-01.jpeg
Device Realme c21y
W3W Location Code

গাছটির নিচেই খালের মধ্যে জেলেরা মাছ ধরার জন্য একটি ফাঁদ পেতে রেখেছিলো।এটাকে বলে " খরা"।তবে এই খরায় কোনো জাল দেখতে পেলাম না, শুধু খরার বাশগুলোই পড়ে রয়েছে।এখন শুষ্ক মৌসুম হওয়ায় তেমন একটা মাছ পাওয়া যায় না, তাই বোধহয় জেলেরা জাল খুলে নিয়ে গেছে।

IMG_20230406_174019-02.jpeg

Device Realme c21y
W3W Location Code

এরপর আরো কিছুদুর এগিয়ে গিয়ে আমি বেশ কয়েকটা ছোট ফুলের গাছ দেখতে পাই।গাছটি দেখে আমি বেশ খানিকটা অবাক হয়েছিলাম।কারণ এই গাছটি আমি এর আগে শুধুমাত্র পদ্মা নদীর পাড়ে দেখেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো এই গাছগুলো শুধু মাত্র নদীর পাড়েই জন্মে। তবে এই গাছগুলো এখানে দেখে সেই ভাবনা ভুল প্রমাণিত হলো।তবে আরেকটা ধারণা আমার মাথায় এলো, হয়তো এই গাছগুলো শুধু জলাশয়ের আশেপাশে জন্মায়।

IMG_20230406_174344-01.jpeg

Device Realme c21y
W3W Location Code

IMG_20230406_174404-01.jpeg
Device Realme c21y
W3W Location Code

IMG_20230406_174402-01.jpeg

Device Realme c21y
W3W Location Code

ধন্যবাদ সবাইকে এতোক্ষন কষ্ট করে আপনাদের মুল্যবান সময় ব্যায় করে আমার পোষ্টটি পড়ার জন্য।ইচ্ছা থাকলেও থামনতে হচ্ছে এখানেই,তবে ইনশাআল্লাহ দেখা হবে পরের পোষ্টে নতুন কিছু ফটো আর সেগুলোর এক্সপ্লেইনেশন নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন মহান আল্লাহর কাছে এই আশা কামনা করেই শেষ করছি আমার আজকের লেখা।

ধন্যবাদান্তে,
@nasir04

image.png

আল্লাহ হাফেজ🥰🥰

image.png

image.png

image.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Loading...
 last year 

গাছটির নিচেই খালের মধ্যে জেলেরা মাছ ধরার জন্য একটি ফাঁদ পেতে রেখেছিলো।এটাকে বলে " খরা"।তবে এই খরায় কোনো জাল দেখতে পেলাম না, শুধু খরার বাশগুলোই পড়ে রয়েছে।এখন শুষ্ক মৌসুম হওয়ায় তেমন একটা মাছ পাওয়া যায় না, তাই বোধহয় জেলেরা জাল খুলে নিয়ে গেছে।

আসলে সত্য কথা বলতে ভাই এই জেলেদের মাছ ধরার ফাঁদ টি আমি বাস্তবে কখনো দেখি নাই আমি শুধু দেখেছি ফেসবুকে বা বিভিন্ন অনলাইনে মাধ্যমে এবং আরো আপনার পোষ্টের মাধ্যমে দেখে খুবই ভালো লাগলো।

জেলেদের মাছ ধরার একটি মৌসুম থাকে সেই মৌসুমী তারা মাছ ধরতে বের হয় এবং তাদের দিনমজুরের এইভাবে চলে যায় আপনি জালটি দেখতে পাননি হয়তো বা তাদের এখন মাছ ধরার সময় না বলে।

অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আজ আপনি পোষ্টের মধ্যে ব্যবহার করেছেন দেখে খুবই ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

#miwcc

ভাই এবার দেশে যখন আসবেন তখন নদীকেন্দ্রিক কোনো জায়গায় বা যেখানে জেলেরা বাস করে সেইসব জায়গায় ভ্রমন করবেন আশা করি বাস্তব জীবনেও এই "খরা" এর দেখা পাবেন।

জেলেদের মাছ ধরার একটি মৌসুম থাকে সেই মৌসুমী তারা মাছ ধরতে বের হয় এবং তাদের দিনমজুরের এইভাবে চলে যায় আপনি জালটি দেখতে পাননি হয়তো বা তাদের এখন মাছ ধরার সময় না বলে।

আমারও এই একই ধারণা, হয়তোবা তারা জাল খুলে রেখে দিয়েছেন যখন পানি চসবে তখন আবার জাল বেধে দিবেন এই আশায়।

আর আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার পোষ্টে আপনার মুল্যবান মতামত উপস্থাপন করার জন্য।

ভালো থাকবেন🥰🥰

#miwcc

 last year 

আপনার প্রতিটি পোস্ট আসলেই অসাধারনর হয়েছে ৷ প্রত্যেক টি গ্রামে এমন অনেক ধরনের জায়গা রয়েছে যেগুলি দেখলে আমাদের মন ভরে যায় ৷ আপনার ফটোগ্রাফি তে অনেক অনেক দৃশ্য আপনি তুলে ধরেছেন তার সাথে অনেক বর্ণনা করেছেন ৷

ধন্যবাদ ভাই এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷

#miwcc

মতামত প্রদানের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই।

আশা করি এভাবেই পাশে থাকবেন ভবিষ্যত স্টিমিট জার্নিতে।

#miwcc

 last year 

আপনার গত কালকের পোস্ট পড়ে বুঝতে পারলাম আপনি আজকে আপনি এই ফটোগ্রাফি গুলো শেয়ার করবেন।

আজকে আপনার পোস্ট পড়ে এবং দেখে বেশ ভালো লাগলো। অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেন।

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন।

#miwcc

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়ে এত সুন্দর একটা মতামত উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন🥰🥰

#miwcc

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 69033.32
ETH 3748.46
USDT 1.00
SBD 3.67