You are viewing a single comment's thread from:

RE: প্রকৃতির কিছু রেনডম ফটোশুট।

in Incredible Indialast year

গাছটির নিচেই খালের মধ্যে জেলেরা মাছ ধরার জন্য একটি ফাঁদ পেতে রেখেছিলো।এটাকে বলে " খরা"।তবে এই খরায় কোনো জাল দেখতে পেলাম না, শুধু খরার বাশগুলোই পড়ে রয়েছে।এখন শুষ্ক মৌসুম হওয়ায় তেমন একটা মাছ পাওয়া যায় না, তাই বোধহয় জেলেরা জাল খুলে নিয়ে গেছে।

আসলে সত্য কথা বলতে ভাই এই জেলেদের মাছ ধরার ফাঁদ টি আমি বাস্তবে কখনো দেখি নাই আমি শুধু দেখেছি ফেসবুকে বা বিভিন্ন অনলাইনে মাধ্যমে এবং আরো আপনার পোষ্টের মাধ্যমে দেখে খুবই ভালো লাগলো।

জেলেদের মাছ ধরার একটি মৌসুম থাকে সেই মৌসুমী তারা মাছ ধরতে বের হয় এবং তাদের দিনমজুরের এইভাবে চলে যায় আপনি জালটি দেখতে পাননি হয়তো বা তাদের এখন মাছ ধরার সময় না বলে।

অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আজ আপনি পোষ্টের মধ্যে ব্যবহার করেছেন দেখে খুবই ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

#miwcc

Sort:  

ভাই এবার দেশে যখন আসবেন তখন নদীকেন্দ্রিক কোনো জায়গায় বা যেখানে জেলেরা বাস করে সেইসব জায়গায় ভ্রমন করবেন আশা করি বাস্তব জীবনেও এই "খরা" এর দেখা পাবেন।

জেলেদের মাছ ধরার একটি মৌসুম থাকে সেই মৌসুমী তারা মাছ ধরতে বের হয় এবং তাদের দিনমজুরের এইভাবে চলে যায় আপনি জালটি দেখতে পাননি হয়তো বা তাদের এখন মাছ ধরার সময় না বলে।

আমারও এই একই ধারণা, হয়তোবা তারা জাল খুলে রেখে দিয়েছেন যখন পানি চসবে তখন আবার জাল বেধে দিবেন এই আশায়।

আর আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার পোষ্টে আপনার মুল্যবান মতামত উপস্থাপন করার জন্য।

ভালো থাকবেন🥰🥰

#miwcc

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 63361.04
ETH 2483.47
USDT 1.00
SBD 2.67