You are viewing a single comment's thread from:

RE: বাচ্চাদের মাঝে তুলনা বন্ধ করে ওদেরকে স্বাভাবিকভাবে বড়ো হতে দিন ।

in Incredible Indialast month

আমরা সকলেই জানি যে ,সবার মেধা একরকম হয় না। কিন্তু আমরা জেনেশুনেও এই কথাটা বিশ্বাস করতে চাই না ।

এটা শুধু আপনার বাচ্চাকে শুনতে হয় না এটা আমাদের বাচ্চাকে শুনতে হয় । আমরা বাবা-মা যখন অন্য কোন বাচ্চার ভালো গুন দেখি প্রথম সেটা নিয়ে আমাদের বাচ্চার উপরে প্রেসার দিয়ে থাকি। ও এত ভালো করেছে, ও এত নাম্বার পেয়েছে তুমি কেন পেলে না, তোমাকে কিন্তু কম সুযোগ দেওয়া না, চিটার দেওয়া হচ্ছে, এরকম নানা কথা ।

এই কথাগুলো শোনার মাঝে বাচ্চার উপর একটা মানসিক চাপ পড়ে যায় যা তার ভালো হবার থেকে খারাপের দিকে নিয়ে যায় বেশি। আত্মীয় স্বজন, মা-বাবা সবাই এটা বুঝেও না বোঝার ভান করি ।

কিন্তু এই বাচ্চাটির যে একটি ভালো গুণ আছে সেটিকে যদি আমরা তুলে ধরি তবে সে আরো অনুপ্রাণিত হবে এবং আরো ভালো কাজ করার চেষ্টা করবে ।

সুন্দর একটি সচেতনমূলক পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 61375.54
ETH 3383.44
USDT 1.00
SBD 2.49