সৃষ্টিকর্তা পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছে বৃষ্টি কখনো, মেঘ কখনো, রোদ কখনো। এই শীতের কুয়াশা ঢাকার চার দেয়ালে বসে এই কুয়াশা দেখার সম্ভব না। তাইতো আপনি, ভাইয়া ও বড় ছেলেকে নিয়ে কুয়াশা দেখতে বের হয়েছেন। এত সুন্দর ভাবে সৃষ্টিকর্তা আমাদের জন্য সাজিয়েছেন আমরা তার কাছে সবসময় কৃতজ্ঞ থাকব। সাদা কুয়াশার চাদর প্রকৃতিকে ঢেকে রেখেছে যত সময় বাড়ছে সূর্য ওঠে আস্তে আস্তে সে আবার বিলীন হয়ে যাচ্ছে। মাঝে মাঝে মনে হয় বয়সের কথা চিন্তা না করে সেই মনটাকে ছোটবেলার মতো আবার সবকিছু দেখতে। নিজের ভিতর একটা মন থাকে সেটা কখনো বয়স্ক হয় না। সে চিরন্তর একই রকম থেকে যায় তাই বলতেছে আমাদের বয়স হলেও আমাদের মনটা কিন্তু একই রকম থেকে যায়। আপনাদের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে । আপনার জন্য শুভকামনা রইল।
আপনার মন্তব্য সত্যি আমার খুব পছন্দ হয়েছে। এত চমৎকার করে মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইলো আপনার জন্য।