You are viewing a single comment's thread from:

RE: পুরোনো ঢাকার অতীত ও বর্তমানের বিয়ের গল্প। - ১

in Incredible India8 months ago

আমি ছোটবেলা থেকেই শুনে এসেছি এবং দেখে এসেছি যে পুরান ঢাকার মানুষ খুবই আত্মীয়তা পরায়ন হয়ে থাকেন । তারা খেতে ভালোবাসে এবং অন্যকে খাওয়াতেও ভালোবাসে ।আর যাই বলুন না কেন, আমার পুরান ঢাকার কুট্টি ভাষাটা খুবই ভালো লাগে। প্রতিটি কথার ভেতর একটা অন্য ভাব থাকে।

পুরান ঢাকার হাজী বিরিয়ানি ও বাকরখানি বিস্কিট আমিও খেতে খুব ভালোবাসি । সত্যিকারে কথা কি ,যাদের টাকা বেশি থাকে তাদের স্বাজ-স্বাজ্জা যত বেশি থাকে না। কথায় আছে না ”খালি কলস বাজে বেশি ভরা কলস বাজে না” তেমনি তাদের টাকা আছে বেশি তাই তারা মানুষের কাছে প্রকাশ করে না। আপনার পোস্টটি পড়ে সত্যিই অনেক ভালো লাগলো। নতুন বছরের শুভেচ্ছা রইল ।

Sort:  
 8 months ago 

এটা অবশ্য ঠিক যারা আসলেই খুব বেশি টাকার মালিক দীর্ঘ সনয় ধরে তাদের থেকে নতুন ধনীদের শোঅফ বেশি।
আমার এক বন্ধু ছিলো যে কুট্টি ছিলো। সে দশটা শব্দ বললে ৬/৭গালি দিতো।কিছু বললে বলতো আমি কখন কাকল গালি দিলাম😅কারন এটা ওর কাছে খুব সাধারণ একটা জিনিস ছিলো।তবে শুনতে আমারো ভালোই লাগে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 59234.78
ETH 2525.56
USDT 1.00
SBD 2.47