You are viewing a single comment's thread from:

RE: The Dairy Game | | A Beautiful Moment | | 08-12-2023

in Incredible India7 months ago

আপনি ৮ তারিখে দিনলিপির কিছুটা সময় আমাদের সাথে উপস্থাপনা করেছেন ।পরীক্ষা মানে বাড়তি টেনশন আর যেহেতু আজকে পরীক্ষা শেষ তাই আপনাদের কিছুটা টেনশনেও ফুরিয়ে গেল ।

তাই তো চারজন বন্ধু মিলে রংপুরে সবথেকে বড় শপিং কমপ্লেক্স RAMC এ খাবার খেতে গিয়েছিলেন। রংপুর শহরটি নাকি অনেক সুন্দর অনেক নাম শুনেছি কিন্তু কখন আমার যাওয়ার সৌভাগ্য হয়নি । যেহেতু শপিং কমপ্লেক্সটি বহুতল ভবনে অবশ্যই অনেক সুন্দর হবে ।

মেয়ে মানুষ বলে যে শুধু চটপটি পছন্দ করে তা নয় কিন্তু মেয়ে মানুষ অনেক কিছুই পছন্দ করে ।ফুচকা পছন্দ করে, ঝাল মুড়ি পছন্দ করে, আর বড় কথা হলো মেয়ে মানুষ ছেলে মানুষ বলে কথা নয় । ছেলেরাও কিন্তু চটপটি পছন্দ করে তাই বলে শুধু দোস মেয়েদের দিলে হবে না।

আর চটপটি ফুচকা একটি ভালো লাগার খাবার এটা সবাই পছন্দ করে ।এমনকি ছোট বড় সবাই এটা খেয়ে থাকে ।তাইতো আপনারা বড় শপিং মিলে কমপ্লেক্স এ গিয়েও চাইনিজ খাবার না খেয়ে আপনারা সেই চটপটি খেলেন ।অবশ্যই আপনারা চটপটি ভালবাসেন সেটা কিন্তু স্বীকার করতে হবে ।

আপনাদের বন্ধুত্বের জয় হোক ,ভবিষ্যতে আরো উজ্জ্বল হোক। আপনাদের জন্য রইল শুভকামনা ।

Sort:  
 7 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার পোস্টটি পড়ে এরকম তথ্যবহুল মন্তব্য শেয়ার করার জন্য। আপনার জন্য ও সব সময় শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 60836.70
ETH 3352.92
USDT 1.00
SBD 2.50