You are viewing a single comment's thread from:

RE: "ছেলে মেয়ে বিভেদ না করে, সন্তানকে শুধু সন্তান ভেবেই বড় করুন"

in Incredible India10 months ago

আগের দিনের মানুষ কুসংস্কার বিশ্বাসই ছিল ।সেটা আমরা শুনে এসেছি এবং দেখেও এসেছি। আর আজকের এই আপনার পোস্টটি সম্পূর্ণ পড়ে তাও বুঝতে পেরেছি যে, এই কুসংস্কারে আমরা এর বাইরে যাননি ।আপনার মাকেও সেই কথা শুনতে হয়েছে ।

আমাদের দেশেও বলা হয় ,ছেলেকে বংশের প্রদীপ ।একটি ছেলে হল সেই বংশের প্রদীপ ।আর মেয়েগুলো কি সেটা তারা কখনোই ভাবেনা ।মেয়েদের সবসময় বোঝা মনে করা হয় ।তারা এটা বুঝতে চায় না যে,ছেলে যদি এক বংশের প্রদীপ হয়, মেয়ে হল দুইটি বংশের প্রদীপ ।
আমাদের দিদা- ঠাম্মা এমনকি মায়েরাও এ কুসংস্কারের সাথে যুক্ত হতেন। কিন্তু মানুষের সেই ভুল ধারণা এখন পরিবর্তন হয়েছে ।এখন দেখা যাচ্ছে যে, ছেলেদের থেকে মেয়েরাই পরিবারের হাল ধরে বেশি ।ছেলেদের থেকে মেয়েরাই শিক্ষার দিক থেকে এগিয়ে আছে ।এমনকি সমস্ত বিষয়ে আমার মনে হয় ছেলেদের থেকে মেয়েরা কোন অংশে কম নয় ।

আপনার ঠাকুমার আত্মার শান্তি কামনা করছি। আপনার জন্য রইল শুভকামনা ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62195.97
ETH 2415.56
USDT 1.00
SBD 2.64