সন্তান জন্মের পরে একজন মাকে যে যে সমস্যার সম্মুখীন হতে হয়
Source |
Hello,
Everyone,
আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ।আমিও আপনাদের আশীর্বাদ নিয়ে ভালোই আছি ।”মা ” এমনই একটি মধুর শব্দ যা সন্তানের কাছে সবসময় প্রিয় হয়ে থাকে । সন্তাননের প্রথম কথা বলতে শেখা মা দিয়ে । এই ” মা” শব্দটা যতটা সহজ কিন্তু একটি মেয়েকে মা হয়ে ওঠা তার থেকে শত গুনে কঠিন। একটি মেয়ের শরীরে একটু একটু করে বেড়ে ওঠে একটি শিশু।
আমরা সব সময় শুনে এসেছি ,” দশ মাস দশ দিন একটি সন্তান মায়ের গর্ভে থাক “ আসলে আমাদের এই ধারণাটা মেডিকেল ভাবে ভুল বলে গন্য করা হয়েছে ।তাদের মতে, একটি সন্তান ২৮০ দিন অথবা নয় মাস দশ দিন মায়ের গর্ভে থাকে। গর্ভধারণের শুরু থেকে অর্থাৎ ডিম্বাণু এবং শুক্রাণুর নিষিক্ত হওয়া থেকে মানব শিশু জন্ম নেওয়া পর্যন্ত ,একজন গর্ভবতী মাকে কত সমস্যার সম্মুখীন হতে হয় তা শুধু গর্ভবতী মা অনুভব করতে পারে।
এই সমস্যাটা আমরা কেউ বহন করতে পারি না। একাই সমস্ত কিছুই তাকে সামলাতে হয়। এমন অনেক মা আছে সন্তান গর্ভের প্রথম তিন মাস কিছুই খেতে পারে না । অনেক খাবার থেকে গন্ধ পেয়ে থাকে ,ঘুম আসে না অনেক সময় দেখা যায় গর্ভকালীন অবস্থায় মেয়েদের উচ্চ রক্তচাপ হয়, অনেক সময় ডায়াবেটিস বৃদ্ধি পায় ।অনেকের আবার শরীরে পানি জমে যায় ।
এই না না সমস্যার অতিক্রম করে সুস্থ শিশুকে পৃথিবীর আলো দেখানোর জন্য মাকে যে কত কষ্ট করতে হয় তা আমরা সকলেই জানি । আমি শাশুড়ি মায়ের কাছে শুনেছিলাম , আগের দিনে গর্ভবতী মাকে বেশি খাবার দিত না, তবে যদি সন্তান বড় হয়ে যায় ।তখন সন্তান প্রসব করতে মার কষ্ট হবে ।তখন চিকিৎসা ব্যবস্থা এত ভালো ছিল না ।গর্বের সন্তান ছোট রাখার জন্য গর্ভবতী মাকে কম খাবার দেওয়া হতো , যা বর্তমান মেডিকেল চিকিৎসায় সম্পূর্ণ ভুল ধারণা বলে গণ্য করা হয়। এখন বর্তমানে সময় আমরা সকলে গর্ভবতী মায়ের বাড়তি যত্ন নিয়ে থাকে ।গর্ভবতী মায়ের জন্য অনেক সরকারি ও বেসরকারি ভাবে অনেক প্রতিষ্ঠান সচেতনামূলক পদক্ষেপ নিয়ে থাকেন ।
আমার শাশুড়ি মা বলেছেন, তিনি গর্াস্থায় ঢেঁকিতে ধান ভেঙ্গেছেন। সত্যি সেদিনকার মায়েরা কতই না কষ্ট করতেন ।যদি সন্তানের কোন সমস্যা হয়ে থাকে তার সবকিছু দায়ভার নিতে হয় সেই মায়ের ।হঠাৎ দেখা গেল সন্তানের জ্বর এসেছে বা ঠান্ডা লেগেছে তখন বলা হতো মায়ের জন্য সন্তানের ঠান্ডা লেগেছে । শুধু জন্ম দেওয়ার পরে মায়ের কষ্ট শেষ হয়ে যায়নি ।সেই সন্তানটির জন্য রাতের পর রাত না ঘুমিয়ে মাকে কাটতে হয় ।
একটি মেয়ে নতুন মা হবার পরে তার যে পরিবর্তন আসে সেই পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে অনেক সময় লেগে যায় ।এমন সময় দেখা যায় যে তার স্মৃতিশক্তি অনেকটা লোপ পেতে থাকে। এর জন্য তার অনেক কিছু মনে থাকে না ।সন্তানের যত্ন করতে করতে তার নিয়মিত খাবারটা খাওয়া হয় না। দেখা যায় এই বেলার খাবার সে ওই বেলায় খেতে।
Source |
যে মেয়েটা গোসল করতে ঘন্টার পর ঘন্টা সময় লাগিয়ে দিত সেই মেয়েটাই যখন মা হয়ে যায় তখন সে ২ মিনিটের ভিতরে গোসল করতে পারে ।কথায় আছে বাচ্চা হাসে মায়ের চুল ভাসে । সন্তান হবার পরে মায়ের অতিরিক্ত চুল ঝরতে শুরু করে ।যদি সিজারিয়ান মা হয় তবে তো তারা সমস্যা সারা জীবনের জন্য । তাকে পঙ্গুত্ব বরণ করতে হয় সারা জীবনের জন্য ।
এতকিছু কষ্ট করার পরও যখন প্রতিবেশী বা সংসারের অন্যান্য সদস্যগণ আমাকে উপদেশ দিতে একটু দ্বিধা করে না। আমি তাদের জন্য বলছি, শুধু উপদেশ দিয়ে নয় বরঞ্চ মাকে যদি একটু সাহায্য করুন তবে মায়ের কষ্টটা কিছুটা হলেও কমবে । মানসিকভাবেও সে শান্তি পাবে। বিশ্বের সকল মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানি আজ এখানে বিদায় নিচ্ছি ।
একটা মায়ের পেটে সন্তান আসার পর থেকে ওই সন্তানকে মানুষ করা পর্যন্ত ওই মা যে কষ্ট করে সেটা ভাষায় প্রকাশ করার মতো না, সন্তানকে পেটে রাখা সেটার জন্ম দেওয়া এবং তাকে লালন পালন করার কষ্ট একমাত্র মা বুঝতে পারে, এই জন্য সব সময় আমাদের উচিত মাকে সম্মান করা, আমাদের দ্বারা যেন কোনভাবেই মা কষ্ট না পায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর বিষয়ে পোস্ট করার জন্য।
একদম ঠিক কথা বলেছেন দিদি, সন্তান জন্মানোর পর মায়েদের অনেক কর্তব্য বেড়ে যায়। এগুলো সবই আমি চোখে দেখেছি ।কিন্তু আমি নিজে এখনো মা হয়নি। তাই অতটাও বলতে পারব না। আমি আমার বাড়ির আশেপাশে সকলকেই দেখি। সন্তানের জন্য। কত কষ্ট করতে। আপনার সুন্দর পোস্টটি পড়ে ভালো লাগলো ।অনেক কিছুই জানতে পারলাম।
মা মায়ের কোন শব্দ হয় না মা তো মা, একটি সন্তান যখন মায়ের গর্ভে ধারণ করার পর থেকে মা যতটা কষ্ট করে সেটার অনুভব আমরা করতে পারি না। কিন্তু একটি মেয়ে যখন গর্ভবতী হয় তখন সে অনুভব করতে পারে সে কতটা কষ্ট করছে। মা যতদিন বেঁচে থাকবে সন্তানের জন্য কষ্ট করে যায় মায়ের কোন তুলনা হয় না এই পৃথিবীতে। যাই হোক অনেক শিক্ষামূলক একটি পোস্ট আপনি আমাদেরকে উপহার দিয়েছেন আমি আপনার পোস্টটি পরিদর্শন করে সত্যিই অনেক আনন্দিত এবং অনেক কথা জানতে পারলাম ভালো লাগলো আপনার পোস্ট পরিদর্শন করে।
একজন মা হচ্ছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ। একজন মা একজন সন্তানের জন্য ঈশ্বর প্রেরিত সর্বশ্রেষ্ঠ উপহার।একজন মায়ের সাথে পৃথিবীর কোন কিছুরই তুলনা কখনো হয়নি হবেও না।একটি সন্তান মায়ের গর্ভে থাকাকালীন সময় মাকে যেই কষ্ট যন্ত্রণা সইতে হয় এটা মা ছাড়া আর কেউই সইতে পারবে না ।তাই মায়ের তুলনা শুধু মা ই হয় আর কোন কিছু নয়।আমার জ্ঞানে মায়ের ব্যাখ্যা শেষ হবেনা।বর্তমান যুগের সন্তানদের কাছে মায়ের কদর নেই বললেই চলে। আমি সকলের উদ্দেশ্যে বলব মাকে যেন কেউ কষ্ট না দেয় ।একজন মা সন্তানের জন্য সারাটা জীবন বিলীন করে দেয় ।
দিদি তোমার এই পোস্টে মায়ের ব্যাখ্যা খুব সুন্দর ভাবে দিয়েছো ।তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ।
যে মেয়েটা গোসল করতে ঘন্টার পর ঘন্টা সময় লাগিয়ে দিত সেই মেয়েটাই যখন মা হয়ে যায় তখন সে ২ মিনিটের ভিতরে গোসল করতে পারে ।কথায় আছে [বাচ্চা হাসে মায়ের চুল ভাসে]
xpilar, thank you for sharing this wonderful post. I'm so glad to see a mother's love and dedication to her child. It's truly inspiring! 💖 Let's support our fellow Steemians by voting and commenting on their posts. If you appreciate the work that we do, please consider voting for xpilar.witness at https://steemitwallet.com/~witnesses. Your vote will help us continue to contribute to the growth and success of the Steem community. 💪এই কথাগুলো শুধু আমার নয়, সমগ্র মায়েদেরই একই কথা ।আমরা মেয়েরা একটু একটু করে কিভাবে মা হয়ে দায়িত্ব পালন করতে শিখে যাই যা সৃষ্টিকর্তাই আমাদেরকে এই ঐশ্বরিক শক্তি দিয়ে থাকেন ।আমার এই পোস্টটি আপনার ভালো লেগেছে তা জেনে আমি খুবই আনন্দিত।
আমি একজন স্টিম প্ল্যাটফর্মের সদস্য হিসাবে চাইবো, আমার প্রিয় প্ল্যাটফর্ম স্টিম সম্প্রদায়ের বৃদ্ধি পাবে এবং সাফল্য অর্জন করতে পারবে ।আর এই সম্প্রদায় অনেক দূর এগিয়ে যাবে। সমগ্র বিশ্বের একটি ভালোবাসা অনলাইন মাধ্যম হবে ।সবসময় স্টিম সম্প্রদায়ের জন্য শুভকামনা রইল ।
খুবই চমৎকার একটি ও বাস্তবিক পোস্ট আপনি আজকে করেছেন।। আর হ্যাঁ বর্তমান সময়ে ডাক্তাররা বলে থাকেন একটি সন্তান নয় মাস দশ দিন বা তার একটু বেশি গর্ভে থাকে।।
আর হ্যাঁ আমি একটা ছেলে তাই হয়তো মেয়েদের গর্ভ থাকাকালীন সমস্যাগুলো বুঝতে পারবে না তারপরও কিছুটা বুঝতে পারি আমারও তো বোন আছে তাকে দেখে।।