ভাই ও বোনের দুষ্টু -মিষ্টি সম্পর্ক

in Incredible India11 months ago (edited)
ভাই বোনের দুষ্টু -মিষ্টি সম্পর্ক (1).png
Made by Canva

Hello,

Everyone

আশা করি সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি ।আমার আজকের বিষয় হল (ভাই ও বোনের দুষ্টু -মিষ্টি সম্পর্ক) নিয়ে। আজ ছোট বেলার স্মৃতিগুলো খুব মনে পরছে। শৈশবে একত্রে বড় হওয়ার সেই ছোট ছোট স্মৃতিগুলো মনে পরলে আজও হাসি পায় ।
IMG_20181221_221845.jpg
আমার দাদা ও তার পরবিার fb থেকে নেওয়া

বাবার পরে যাকে ভরসা করা যায় সে হল বড় ভাই বা দাদা। যে তার বোনকে আগলে রাখে ,বোনকে শাসন করে ,এমনকি সকল বিপদে এগিয়ে আসেন। তেমনি হলো আমার ভাই ।আমরা দুই বোন এক ভাই ।দাদা আমার থেকে তিন বছরের বড় ছিল ।আমি মেজ আর বোন ছোট আমার দশ বছরের ছোট ।

48383421_737692073280483_8101172815568306176_n.jpg
fb থেকে নেওয়া

দাদা আমার তিন বছরের বড় ছিল ।দাদা বরাবরই একটু শান্ত ছিল । দেখা যেত আমি দুষ্টামি করেছি কিন্তু তার বকা শুনতে হতো দাদাকে । ছোট্ট মিষ্টি স্মৃতিগুলো আজও মনে পড়লে হাসি পাচ্ছে ।

ভাই বোনের সেই মধুর স্মৃতিগুলো শুধু তারাই বুঝবেন যাদের ভাই আছে । আজ দাদা অফিসের কাজে বরিশালে এসেছিল , তা ফোন করে বলেছিল কিন্তু সময় সল্পতার জন্য বাসায় আসতে পারিনি । ওর কথা খুব মনে পড়ছে ,তাই আমার আজকের এই পোস্টটি লেখা ।

received_722000569926750.jpeg
fb থেকে নেওয়া

আমরা দুটো বোন ছিলাম চঞ্চল আর দাদা ছিলেন শান্ত আর লাজুক প্রকৃতির । আমার কোন বান্ধবী বাসায় এলে কথনও সে সামনে আসতেন না ।আমার সকল দোষ চাপাতাম দাদর উপরে । আমি আর দাদা যেহেতু প্রায় সমবয়সী তাই আমাদের ভিতরে মারামারি হতো কিন্তু আবার দাদা কোথাও গেলে মন খুব খারাপ হত ।

বাবার মত শাসন করতো আবার আদর করতেন ।দাদা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় ওকে বাসা থেকে পড়াশোনার জন্য যে টাকা দেওয়া হতো ,তা থেকে টাকা জমিয়ে ঢাকা থেকে বাড়ি আসার সময় আমাদের দুই বোন জন্য অনেক কিছু নিয়ে আসতেন । দেখা যেত বাসায় এসে রিক্সা ভাড়াটাও তার কাছে ছিল না । মার কাছ থেকে নিয়ে রিক্সা ভাড়ার টাকা দিত।

received_233773705817010.jpeg
fb থেকে নেওয়া
একবার মজার বিষয় হল আমার ছোট মাসির বিয়ের কথা বলা হচ্ছিল । তখন দাদার বয়স ১০ বছর ও আমার ৭ বছর। তখন দাদা মাকে প্রশ্ন কারেছিল,কার বিয়ে আগে হবে আমার না বোনের? মা বলেছেন বোনের। দাদা বললেন ,আমি তো বড় আমার বিয়ে আগে হবে ।মায়ের মুখে সেই কথাগুলো শুনলে আজও হাসি পায় ।

দাদা ,বৌদিও একটা ছেলে ।আমার মেয়েটা তার ভাইকে খুবই ভালোবাসে । যেহেতু আমরা দুটি ভিন্ন জেলায় থাকি আমাদের যাওয়া আসা খুব কম হয়। তারপরও প্রতিদিনই তারা ভিডিও কলে কথা বলবে, সারাদিনের নালিশ করবে, কি হয়েছে না হয়েছে সব। ওদের ভাই বোনের এই ভালোবাসা দেখে আমার ছোটবেলার আমাদের ভাই বোনের ভালোবাসার কথা মনে পড়ে।

IMG20231108101601.jpg

কোন কিছু হলে এইটা দিদির জন্য নিয়ে যাবো আর বোনও ভাইয়ের জন্য এটা রেখে দেয় ।মা ওরা আসুক তারপর এটা করব ।তাদের একত্রে থাকলে তাদের খাওয়া-দাওয়া , ঘুমানো ও ভাইকে পড়শোনা করানো ।তা মেয়েটা দায়িত্ব নিযে করে ।

IMG20231108180310.jpg

এমনকি একটা বড় ভাই থাকলে কোন বকাটে ছেলেরা বোনদের কিছু বলতে সাহস পায় না । এই মিষ্টি সম্পর্ক গুলো চিরো অক্ষয় হোক এবং ভাইবোনের সম্পর্ক গুলো সারা জীবন এভাবে থেকে যায়।

IMG20231107190053.jpg

আশা করি ,আমরা সবাই চেষ্টা করবো আমাদের ভাই -বোনের মিষ্টি সম্পর্ক গুলো ধরে রাখার এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যতদিন আমরা বেঁচে থাকি ততদিন যেন আমরা ভাইবোনদের ও আত্মীয়-স্বজনের সাথে মিলেমিশে থাকতে পারি এবং সকলের সুখ-দুঃখে যেন একে অপরকে সহযোগিতা করতে পারি। আজ এখানে শেষ করছি ।

সকলের জন্য রইল শুভকামনা

Sort:  
 11 months ago 

আসলে ভাই বোনের সম্পর্ক খুব মধুর একটি সম্পর্ক । মা-বাবার পরে যারা থাকে তারা তারা হল ভাই বোন। ছোটবেলা কত খুনসুটি দুষ্টুমি মারামারি এগুলোই হল একটি মধুর সম্পর্ক। তবে আজ আপনার পোস্টটি পরে সত্যি আমার খুব ভালো লাগলো।

থ্যাংক ইউ আপনার জন্য শুভকামনা রইল।

 11 months ago 

আপনি সুন্দর একটি কথা বলেছেন যে, ভাই ও বোনের সম্পর্ক হল মধুর সম্পর্ক। বাবা- মা যখন না থাকবেন তখন ভাই বোন হল একে অপরের ভরসার জায়গা।
আপনার জন্য শুভকামনা রইল।

 11 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টে আবার আপনার রিপ্লাই করার জন্য থ্যাঙ্ক ইউ।

@tipu curate

Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 11 months ago 

আমরা প্রতিটা মানুষ অনেকগুলো সম্পর্কের সাথে জড়িত। বাবা মায়ের সাথে আমাদের নারী ও রক্তের সম্পর্ক। বাবা মায়ের পরে যে মধুর একটা সম্পর্ক রয়েছে তা হচ্ছে ভাই বোনের সম্পর্ক । এই সম্পর্কে খুব গভীর একটা আপনত্ততা থাকে ।এটা ভাষায় প্রকাশ করানোর মতো নয় ।এটা শুধু ভাই বোনেরাই উপলব্ধি করতে পারে। পরিবারে ভাই বোনদের একসাথে থাকার বহু স্মৃতি স্মৃতির পাতায় লিপিবদ্ধ হয়ে থাকে। এই সত্যটা তুমি আজ তোমার পোষ্টের মধ্যে তুলে ধরেছ।

যাই হোক, ভাই বোনের দুষ্টু মিষ্টি মধুর সম্পর্কটা আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো

 11 months ago 

দিদি আপনার ব্যস্ততা থাকা সত্যেও আমার পোস্টটি পড়েছেন এবং সুন্দর একটি মন্তব্য করেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। বড় বোন হল মায়ের মত এবং বড় দাদা হলেন বাবার মত।

ভাই বোনের সম্পর্ক মিষ্টি সম্পর্ক,, আপনার পোস্ট টি পড়ে সত্যি অনেক ভালো লাগ,ছোট বেলা কথা মনে পড়ে গেলো,, এখনো ছোট ভাইয়ের সাথে মারামারি লেগে থাকে,, আপনারা জন্য শুভকামনা রইল।

 11 months ago 

আমার পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Loading...
 11 months ago 

সবাই চেষ্টা করবো আমাদের ভাই -বোনের মিষ্টি সম্পর্ক গুলো ধরে রাখার এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যতদিন আমরা বেঁচে থাকি ততদিন যেন আমরা ভাইবোনদের ও আত্মীয়-স্বজনের সাথে মিলেমিশে থাকতে পারি এবং সকলের সুখ-দুঃখে যেন একে অপরকে সহযোগিতা করতে পারি।

আপনি ঠিকই বলেছেন ভাই বোনের সম্পর্ক অনেক মধুর এবং মিষ্টি হয়ে থাকে আর এই সুন্দর সম্পর্ক টা আমাদের বাঁচিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ ৷ পৃথিবীর সকল ভালোবাসাকে হার মানায় ভাই বোনের সম্পর্ক ৷ যার বোন নেই আর যার ভাই নেই তারাই ভালো বোনের মূল্য বুঝতে পারবে ৷

যাই হোক আপনার ভাই বোনের সম্পর্ক নিয়ে লেখা টা আসলেই অনেক চমৎকার হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি লেখা আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন , দিনটি আপনার শুভ হোক ৷ 🙏🌺

 11 months ago 

দিন যত আধুনিক হচ্ছে আমাদের সম্পর্ক গুলো তত ফিকে হয়ে যাচ্ছে। আমরা চাইলেই পারি আমাদের সম্পর্ক গুলো ধরে রাখতে ।
আপনার জন্য রইল শুভকামনা।

 11 months ago 

দিদি ভাই বোনের সম্পর্ক গুলো সত্যি এমনি হয়। যাদের বড় ভাই আছে তাদের মাথার উপরে ছাদ আছে। বাবার পরে বড় ভাইয়ের স্থান। একজন বড় ভাই যেমন শাসন করার অধিকার রাখে তেমনি তাদের কাছ থেকে আদর পাওয়ারও আমাদের অধিকার থাকে।

যাই হোক আপনি ভাই বোনের মধুর সম্পর্কের কিছু অংশ আমাদের মাঝে তুলে ধরেছেন যা পড়ে আমার নিজের ভাইয়ের কথা মনে পরে গেলো। তিনি আজ এই পৃথিবীতে নেই। দোয়া করবেন আমার ভাইয়ের জন্য। আর আপনাদের জন্যও আমি দোয়া করি। শুভকামনা থাকলো। ভালো থাকবেন।

 11 months ago 

প্রথমেই আপনার ভাইয়ের আত্মার শান্তি কামনা করছি ।আশা করি ঈশ্বর তাকে ভালো রেখেছেন এবং স্বর্গ সুখে রেখেছে ।
আমাদের এভাবে নানা রকম স্মৃতিময় দিন রয়েছে যা আমাদের প্রতিনিয়ত হাসায় এবং কাঁদা।
আমার পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ।

ভাই বোনের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্কগুলোর একটি।আমার নিজের আপন বোন নাই।আমার কাকাতো বোন রয়েছে।ওরা অনেক ছোট এখনো। ওদের মাধ্যমে বুঝতে পারি ভাই বোনের সম্পর্ক কত মধুর আর দৃড় হয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 11 months ago 

আমার পোস্টটি পড়ে আপনি সুন্দর একটি মন্তব্য করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।আর আপনি বলেছেন যে,আপনার বোন নেই ।তা নিয়ে আফসোস করবেন না। ঈশ্বর সবাইকে সব পূর্ণতা দেয় না ।আপনার কাকাতো বোন আছে । তাদেরকে নিজের বোনের মতো ভালোবাসুন ।
আপনার জন্য রইল শুভকামনা

ভাই ও বোনের সম্পর্কের কোনো তুলনাই হয় না, তাদের তুলনা শুধু তারাই। ছোটোবেলার থেকে আমরা একসাথে বড়ো হই আর দুজন দুজনকে যতটা জানি আমার মনে হয় আমার স্ত্রী বা দিদির স্বামীও ততোটা বোঝে না। খুব ভালো বিষয় নিয়ে লিখেছেন আজকে। ভালো থাকবেন।

 11 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76015.33
ETH 2892.38
USDT 1.00
SBD 2.58