THE diary game, Saturday- A Day at the Market and Family Time

in Incredible Indialast month
"সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি"

আশা করি সবাই যে যেখানে আছেন অনেজ বেশি ভালো আছেন। চলছে ঘূর্ণিঝড় এর বিপদসংকেত। এই সময়টাতে সবাই চেষ্টা করবেন একটু সতর্ক থাকার। আজকে রাতে এটি আমাদের দেশ সহ সমুদ্রউপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে, তবে এর রেশ কিন্তু এখনই টের পাওয়া যাচ্ছে। আজকে আমি গত শনিবারের কাটানো দিনটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি।

20240526_162746.jpg

কভার ফটো

শনিবার মানেই আমার সাপ্তাহিক বাজার করার দিন। সকাল থেকেই প্রচন্ড রোদের ঝলকানি, সময় যত গড়াবে ততোই গরম বাড়বে, তাই সকাল সকাল আমি চলে গেলাম সবজি বাজারে। এই বাজারে সব টাটকা সবজি পাওয়া যায়। মূলত নারায়ণগঞ্জ রুপগঞ্জ থেকে এই সবজি গুলো আসে। আমি বাজার ঘুরে ঘুরে ঝিঙা, কাকরোল, করোলা, সজনা, টমেটো ও কাচা মরিচ কিনে নিলাম। এর পর মুদি দোকান থেকে পেয়াজ আর আলু কিনলাম। সব্জির দাম এখন একটু কমেছে আগের তুলনায় তবে, নতুন সব্জির দাম একটু চড়া।

20240525_081635.jpg

20240525_081702.jpg

20240525_081630.jpg

বাজার থেকে আনা টাটকা সবজি

সবজি কেনার পর চলে গেলাম মাছ বাজারে। উদ্দেশ্য ছিল ছোট মাছ কেনার। তবে তা না পেয়ে নলা, কালবাউস ও মৃগেল মাছ পেলাম। সেগুলোই কিনে নিলাম। মাছ গুলো দেখে অনেক ফ্রেশ মনে হচ্ছিল।

20240525_084130.jpg

ক্রয়কৃত টাটকা মাছ

চলুন এখন ক্রয়কৃত সবজি ও মাছের বাজার দর সম্পর্কে একটু ধারণা দেই।

আজকের ক্রয় করা সবজি ও মাছের বাজার মূল্য

ProductQtyPrice(BDT)Price(SP)
Jhinga1/2kg35 TK0.71
Tonatto1/2kg25 TK0.51
Sajina1/2 kg70 TK1.43
Green chillies250gm40TK.82
Bitter Gourd1/2 kg30Tk0.61
Kakrol1/2 kg50TK1.02
Mixed Fish1.5 kg500 TK10.20

বাজার শেষে বাসায় এসে নাস্তা করে নিলাম। আজকের নাস্তায় ছিল রুটি, কাঠাল ও চা।

20240525_083334.jpg

নাস্তা শেষে মেয়েকে ঘুম থেকে তুললাম। তার ঘুম ই ভাংছিল না। আরেকটু ঘুমাই আরেকটু ঘুমাই করে ১০ টা বাজিয়েছে। তাকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে দিলাম। নাস্তা দুই বার মুখে নিয়েই বলছে আর খাবে না। পরে তাকে আম কেটে দিলে বসে বসে সব খেয়ে নিল।

20240525_103700.jpg

আম খাবার পর সে বাকি রুটিটা খেল। এর পর তার সাথে ফুটবল খেল্লাম। জরের কারণে সে এখন অনেকটা ক্লান্ত। ১২ টার দিকে সবাই মিলে আনারস কেটে খেলাম।

20240525_142422.jpg

গিন্নি দেখছি রান্না নিয়ে ব্যস্ত। শনিবার সব সময় বাসায় কয়েকপদের রান্না হয়। আমি বাসায় থাকি বলে এই দিন রান্নায় কোন কমতি থাকে না। আজকে কচুর লতি দিয়ে চিংড়ি, মাছ ভাজা, সাজিনা ডাল ও আলু দিয়ে কাকরোলের সবজি রান্না হচ্ছে।

20240525_095807.jpg

দুপুরে মেয়েকে গোসল করিয়ে দিয়ে আমিও গোসল করে নিলাম। নামাজ পড়ে সবাই মিলে খেতে বসলাম। সবগুলো তরকারি অনেক মজার ছিল।

20240525_135735.jpg

খাবার খেয়ে একটু ঘুমানোর চেষ্টা করেছিলাম কিন্তু প্রচন্ড গরমের কারণে তা আর হলো না। বসে বসে কমিউনিটির পোস্ট গুলো পড়ছিলাম আর কমেন্ট করছিলাম।

বিকেল বেলা মেয়ে ঘুমালো, ততোক্ষণে রোদের তাপ ও একটু কমে গিয়েছে। সন্ধ্যার দিকে আকাশ কালো মেঘে ছেয়ে গেল। এক পাশে আকাশ রক্তিম বর্ণ ধারণ করেছে। এরকম দৃশ্য ক্যামেরাবন্দী না করলেই নয়। ঝটপট কিছু ফটোগ্রাফি করে ফেললাম।

20240525_185642.jpg

20240525_185628.jpg

আমার ক্যাপচার করা আকাশের ফটোগ্রাফি

রাতের বেলা মনে হলো এখন গরম অনেকটা কম, যাই সেলুনে গিয়ে চুলটা কেটে আসি। এই সময়ে সাধারণত সেলুন গুলো ফ্রি থাকে, সিরিয়াল এর জন্য কোন অপেক্ষা করা লাগে না। আমি গিয়ে চুল কাটাতে বসার একটু পড়েই প্রচন্ড ঝোড়ো বাতাস শুরু হলো। চুল কাটা শেষ করে এক দৌড়ে বাড়ি।

20240525_181813.jpg

গোসল করে সন্ধ্যার নাস্তায় মুড়ি আর চানাচুর মাখা খেলাম। রাতে বসে বসে বাংলাদেশের খেলা দেখলাম। অন্য দুইটা ম্যাচ হারলেও শনিবার কোন পাত্তাই পেল না ইউ এস এ। বাংলাদেশ ১০ উইকেটে জিতে নিল ম্যাচটি।

শনিবারের ছুটির দিনটি এভাবেই বাজার করে আর পরিবারের সাথে সময় পার করে কেটে গেল। আবারো এক সপ্তাহের অফিস শুরু হবে,ছুটির দিন দ্রুতই কেন জানি না শেষ হয়ে যায়। তো এই ছিল আমার শনিবারের কাটানো দিনটি। সবাইকে ধন্যবাদ আমার ডায়েরিটি পড়ার জন্য। ভালো থাকবেন সবাই।

Sort:  

💯⚜2️⃣0️⃣2️⃣4️⃣ This is a manual curation from the @tipu Curation Project.
Also your post was promoted on 🧵"X"🧵 by the account josluds

@tipu curate

Loading...
 last month 

আপনি প্রথমেই ঘূর্ণিঝড় নিয়ে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই।।

বর্তমানে এত বেশি গরম পড়েছে যে দুপুর হলে তাপের মাত্রা অনেক বেড়ে যায়।। এটা বুদ্ধিমানের কাজ করেছেন যে সকাল সকালে বাজার করতে গিয়েছেন।। জেনে ভালো লাগলো আপনি বাসায় থাকলে রান্নার পদ্ধতি একটু বৃদ্ধি পায়।।

 last month 

টিভিতে বার বার সতর্ক করার কারণে আগের মত মানুষের অত প্রাণহানি হয় না, তবে এর পরেও কিছু মানুষ না বুঝে বাহিরে বের হয় আর বিপদে পড়ে। ঝড়ের সময় যতটুকু পারা যায় নিরাপদ স্থানে থাকাই ভালো। ধন্যবাদ ভাই আপনাকে।

 last month 

এটা আপনি একদম সঠিক বলেছেন বর্তমান সময়ে ঝড় আসার আগেই সবাইকে সতর্ক করা হয়।। আর এই জন্য মানুষ বিপদের মুখ থেকে বাঁচতে পারে আবার অনেকেই সতর্ক না হওয়ার জন্য প্রাণহনির খবর শোনা যায়।।

 last month 

আমাদের এখানেও ঝড়ের তান্ডব শুরু হয়ে গিয়েছে। আমার এখানে ১০ নম্বর সংকেত চলছে। ঝড় হলে আমার খুব ভয় লাগে। আজ আপনি অনেক কিছু কেনাকাটা করেছেন এবং সুন্দরভাবে তার মূল্য তালিকা উল্লেখ্য করেছেন। মাছগুলো দেকে তো বেশ তাজা মনে হচ্ছে। আপনিও পরিবারকে নিয়ে সাবধানে থাকবেন। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 last month 

সমুদ্রউপকূলের অবস্থা টিভি ও বিভিন্ন স্যোসাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি, আপনার এলাক্তে যেহেতু ১০ নাম্বার সংকেত তাহলে বুঝতেই পারছি কি অবস্থা। সাবধানে থাকবেন ভাই।

আসলে কোন কিছু কেনাকাটা করলে সব সময় চেষ্টা করি তার দামটা জানাতে।

 last month 

ভাই প্রথমেই আপনার মেয়ের সুস্থতা কামনা করছি। আল্লাহ যেন তাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আর এই ঝড়ের দিনে সকলে যেন নিরাপদে থাকে সেই কামনা করছি। আপনি শনিবারের সারাদিনে কার্যক্রম আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। শনিবার মানেই বাজার করার দিন। ভাই একথা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। কেননা শনিবার দিন আমিও বাসার সবাই করে থাকি।

নতুন শক্তির দাম ঊর্ধ্বমুখী একথা সত্য। তবুও আমাদের কিনে খেতেই হবে এছাড়া আর কোন উপায় নেই। আপনার সারাদিনের কার্যক্রম পড়ে অনেক অনেক ভালো লাগলো। সুন্দর এবং গোছানো একটি দিনলিপি আমাদের কে উপহার দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন শুভ কামনা রইল।

 last month 

শনিবার হলো আপনার সাপ্তাহিক ছুটির শেষ দিন। আর শনিবার দিনেই আপনি সবজি বাজার করে থাকেন। আসলে আপনি ঠিক বলেছেন বেলা যতো বাড়বে ততই গরমের তাপমাত্রা বাড়তে থাকবে। এজন্য খুব সকাল সকাল বাজারে গিয়ে সবজি কিনেছেন। সেই সাথে দেখতে পেলাম টাটকা মাছও কিনেছেন।
ছুটির দিন হিসেবে দেখতে পেলাম বাসায় অনেক প্রকার রান্না হয়।

সারাদিনের কার্যক্রম শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

আপনি ঠিকই বলেছেন ঝড় আসার আগে সবার সতর্ক থাকা উচিত। আমাদের এখানেও ঝড় আসার আগে মিউনিসিপালিটিতে কন্ট্রোল রুমের ব্যবস্থা করা হয়েছে। আপনি সারাদিনে অনেক কাজকর্ম করেছেন ।আপনার পোস্টটি পড়ে আমার ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 28 days ago 

ঘূর্ণিঝড়ের আবার পাওয়ার সাথে সাথে অবশ্যই আমাদেরকে সাবধান হওয়া উচিত। আপনি সকালবেলা বাজার করতে বেরিয়ে পড়েছেন।আসলে সকাল সকাল বাজার না করলে রোদ বাড়ার সাথে যেমন গরমের পরিমাণ বৃদ্ধি পায়। ঠিক তেমনি হাঁটাচলা করতে অনেক বেশি সমস্যা হয়। শরীর ঘেমে একাকার হয়ে যায়।

শনিবার দিন টা আপনি বাড়িতে থাকেন। সেজন্য অনেক পদের রান্না করতে হয়। আপনার খাবারের প্লেট দেখেই বোঝা যাচ্ছে। আপনারা কি পরিমাণে রান্না করেছেন। তবে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ বেশ ভালই লাগে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে প্রথমত আমি ভেবেছিলাম যে রাতের ফটোগ্রাফি। কিন্তু পরবর্তীতে আপনার পোস্ট পরিদর্শন করে বুঝতে পারলাম। এগুলো দিনের ফটোগ্রাফি। অসংখ্য ধন্যবাদ একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 60646.47
ETH 3379.85
USDT 1.00
SBD 2.51