You are viewing a single comment's thread from:

RE: Better life with Steem || The Diary game ||28 June 2024||বিয়ের কেনাকাটার অভিজ্ঞতা।

in Incredible Indialast year

বিয়ের কেনাকাটার কথা শুনলেই মজার একটা কথা মনে পড়ে, বড় ভাইয়ের বিয়েতে ভাবীর জন্যে সাড়ি কিনতে গিয়েছিলাম মিরপুরের বেনারশি পল্লিতে, দোকানদার ছেলেটা কি দ্রুত নিজেই শাড়িটা পড়ে দেখালো,দেখে তো আমি হাসি চেপে রাখতে পারছিলাম না।

অনেকদিন পর আপনার শাড়ি কেনার ছবি দেখে আমার সেই স্মৃতি মনে পড়লো। শপিং করে সারাটাদিন আপনার ভালোই কেটেছে বলে মনে হচ্ছে।

Sort:  
 last year 

একই ঘটনায় এবারো ঘটেছে। যে পোশাকটি আমরা পছন্দ করছি ওদের পুরুষ বিক্রেতারা ওটা পড়ে দিব্যি দাঁড়িয়ে গেছে। হয়তো এটাই বিক্রি করার ধরন। আর আসলেই দেখলে অনেক হাসি পায়। তবে সবচেয়ে ভালো লেগেছে ওরা একটার পর একটা ব্যাগ খুলেই যায় আর পোশাক দেখাতেও ক্লান্ত হয় না। অথচ আমি দু'চারটা দেখেই ক্লান্ত হয়ে গেছি। আসলে বিয়ের বাজার করার আনন্দই আলাদা।

আর বিয়ের বাজার বর্তমানে অনেক খরচের বাজার হয়ে গেছে। ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.032
BTC 108923.40
ETH 3999.67
USDT 1.00
SBD 0.62