You are viewing a single comment's thread from:

RE: "INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT"

in Incredible India2 months ago (edited)

একটা সময় ছিল যখন এনগেজমেন্ট রিপোর্ট এ নিজের নামটা উপরের দিকেই থাকতো। তবে এখন পারিবারিক ব্যাস্ততার সাথে অন্য কিছু কারণে নিজের অনিচ্ছা ও অনীহায় হয়তো আমার নামটা সাময়িক নিচে নামিয়ে দিয়েছে। একটা সময় ভেবেছিলাম এনগেজমেন্ট বাড়িয়ে খুব দ্রুত ভালো একজন লেখক এ পরিণত হবো, তবে পোস্ট না পড়ে বা পোস্টের কিছু অংশ পড়ে ছোট একটা কমেন্ট করে বের হয়ে আসাটা নিজের কাছে নিজেকে অপরাধী করে তুলেছিল, চাইলেই হয়তো নিজের নামটা এক সপ্তাহের ব্যবধানে উপরে নিয়ে আস্তে পারা যায়, তবে ওই যে, পোস্ট ভালো ভাবে না পড়ে কমেন্ট করলে অথবা কমেন্টের রিপ্লাই ই আবার একটা কমেন্ট করলে নিজেকেই অপরাধী মনে হয়। আমি চেষ্টা করবো বেশি বেশি পোস্ট পড়ার। আশা করি পোস্ট পড়ার পাশাপাশি কমেন্ট এর সংখ্যাও এখন থেকে বাড়বে।

Sort:  
 2 months ago 

নিজেকে বোঝানোর হলে অনেক ক্ষেত্রেই অনেক কিছু দিয়ে নিজের দুর্বলতা ঢাকা যায়, তবে আশ্চর্য্য বিষয় হলো ব্যক্তিজীবনে আমরা সকল কিছুর দিকে নজর রাখলেও কর্মজীবনে ফাঁকি দেওয়ার সহজাত কিছু মানুষের ক্ষেত্রে।
আপনার উপরে যুক্তিটি পড়ে আমার খানিক সেরকমটাই মনে হলো।
মানুষের চেষ্টা থাকলে কিছু পারে না, এই যুক্তিতে আমি বিশ্বাসী নই আর নিজের ভাষায় লেখা পোস্ট পড়তে কতটা সময় লাগে আশাকরি সেটা আপনাদের আর খোলসে করে না বললেও চলবে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56587.45
ETH 2991.05
USDT 1.00
SBD 2.15