You are viewing a single comment's thread from:

RE: পুস্টিগুন সমৃদ্ধ টমেটোর সালাদ

in Incredible India7 months ago

সারাবছর টমেটো পাওয়া গেলেও এর আসল মজা শীত কালে। কাচা, পাকা টমেটো কুচি করে কেটে পেয়াজ, শুক্না মরিচ, লবন দিয়ে সালাত করলে তার স্বাদ যেন সারাদিন মুখে লেগে থাকে।

এটি যে শুধু খেতেই মজা তা নয়, এর রয়েছে নানাবিধ পুষ্টি গুণাগুন।

আপনি দারুণ ভাবে টমেটোর সালাতের সাথে এর গুণাগুণ তুলে ধরেছেন।

ধন্যবাদ আপু এত সুন্দর পোস্ট করার জন্য।

Sort:  
 6 months ago 
  • একদমই তাই আজকাল সারা বছরই টমেটো পাওয়া যায় কিন্তু খেতে একদমই ভালো লাগেনা। শীতের টমেটোর গন্ধটাই অন্যরকম ।খেতে হবে সুস্বাদু হয়। এমনকি পুষ্টিগুণেও ভরপুর।

Posted using SteemPro Mobile

 6 months ago 

শীতের পাকা টমেটোর থেকে দেশি কাচা পাকা টমেটো গুলো ইনেক বেশি মিজার হয়। এগুলো যেমন সতেজ তেমনি গন্ধটাও অনেক জোশ।

ধন্যবাদ আপু।

 6 months ago 
  • হ্যাঁ একদমই তাই, ওই টমেটো গুলোর সালাতো খুব ভালো লাগে আমি তো শুধু লবণ দিয়েও খাই।

Posted using SteemPro Mobile

 6 months ago 

এগুলো মূলত শুকনা মরিচ পুড়িয়ে খেলে বেশি মজা পাওয়া যায়। খেয়ে দেখবেন একদিন। ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 6 months ago 
  • হে আমার মা ঐ ভাবে ই বানিয়ে দিতো। খুব মজা আসলে । টমেটোর সব কিছু ই আমার কাছে খুব ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 59626.66
ETH 2519.04
USDT 1.00
SBD 2.43