You are viewing a single comment's thread from:
RE: Historical place of Bagerhat Khan Jahan Ali Dighi.//Photography
জীবনে আমিও একবার এখানে গিয়েছিলাম। দিঘির জলে হাত মুখ ধুতে গিয়ে কুমিরের ভয় লেগেছিল। এখানে গেলে এক এক জন এক এক কথা বলে। কেউ ভয় দেখায়, কেউ সাহস জোগায়।
সব কিছুর সাথে বিজ্ঞানকে মেলানো ঠিক না, এখানে সবার ঊর্ধ্বে থাকে মানুষের বিশ্বাস।
আপনি চমৎকার ভাবে পুরো খান জাহান আলীর মাজার এর ছবি সহ ইতিহাস তুলে ধরেছেন। ধন্যবাদ আপু, এত সুন্দর একটা ট্রাভেল পোস্ট শেয়ার করার জন্য।
একদমই সঠিক বলেছেন ভাই। পাশাপাশি আমাদের এটা চিন্তা করা উচিত বলে আমার মনে হয় যে ঐশ্বরিক শক্তির একটা অস্তিত্ব আছে। তাই এখনো সূর্য পূর্বেই মতোই উদিত হয় এবং আবার সময়মতো অস্ত যায়।