You are viewing a single comment's thread from:
RE: মনুষ্যত্ব আজও বেঁচে আছে, তাই পৃথিবী এখনও ধ্বংস হয়ে যায় নি।
আসলে ব্যাপারটা কি মেম,আমরা যারা মানবিকতাকে তেমনভাবে প্রশ্রয় দেইনা তারাই,তারাই মানষিক ভাবে বেশি পেরেশানি হই।
যারা ফলাও করে বলে বেড়ায় না, যে, তারা পরের উপকার করেন।
আজও ভাল মানুষ আছে।একথা মানুষ বিপদ থেকে মুক্ত হলে বলে। এটা হতে পারে ক্ষনিকের কিংবা দীর্ঘ অনুভুতি।
বরঞ্চ, কিছু মানুষ আজও আছেন, তারা উপকার আড়ালে থেকে করতেই বোধহয় বেশি পছন্দ করেন। এই আড়ালে উপকার করা মানুষদেরকেই বোধহয় দেবদূত বলে!
একথা স্বীকার করাও, একটি মহানুভুতি।
ভাল মনে ভাল থাকবেন,এই কামনা করি। আমিন।