You are viewing a single comment's thread from:

RE: হিমাচল প্রদেশে অবস্থিত কুল্লু শহরের কিছু ছবি নিয়ে এসেছি আপনাদের মাঝে।

in Incredible India2 years ago

অনেক ক্ষেত্রেই আপনারা দেখে থাকবেন যখন আপনার কাছে অর্থ আছে, নাম, যশ আছে, বৈভব আছে তখন আপনার সঙ্গীর অভাব হয় না।

  • শুরুতেই আপনার এই কথাটি মার্ক করে নিয়েছি , কারন কথাটির সাথে আমারও বাস্তব অভিজ্ঞতা রয়েছে। অনেক সময় আমার পকেটে টাকা না থাকলে অনেককেই কাছে পাওয়া যায়না, আবার টাকা থাকলে বন্ধুর অভাব হয় না। আসলে এ জিবনে কাউকে আপন ভাবা উচিত নয়।

  • একটি সম্পর্ক টিকে থাকে যৌথ প্রচেষ্টায়, কেবলমাত্র একজনের আত্মত্যাগের দ্বারা কোনো সম্পর্ক দীর্ঘ মেয়াদী হতে পারে না।

  • আজকালকার ছেলে অথবা মেয়েরা, অন্যের প্রতি ভরসা করে টিকিয়ে থাকে, অপরজন যে আত্মত্যাগ করে যাচ্ছে তার কোন দাম নাই। আসলেই আত্মত্যাগ যদি যৌথ ভাবে হতো, তাহলে সম্পর্কের মধ্যে ফাটল কখনোই ধরতো না৷

  • খুবই ভালো লাগলো আপনার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 95814.43
ETH 3337.94
USDT 1.00
SBD 3.10