You are viewing a single comment's thread from:

RE: মাছের বাজার রেনডম ফটোগ্রাফি।

in Incredible Indialast year
  • আমাদের এলাকা অর্থাৎ আমার জন্মস্থান সুন্দরবনের কাছাকাছি হওয়ার জন্য দেখা যায় নদী বা সামুদ্রিক মাছের সরবরাহ, সারা বছরই। অন্য কিছু হোক বা না হোক মাছের অভাব হবে না।

  • বাহ...! অনেক সুন্দর তো। এই সুন্দরবন বেড়াতে প্লান করে আসতেছি কতদিন হলো, অথচ আপনার জন্মস্থান ই হলো সুন্দরবনের পাশে। আবার সামুদ্রিক মাছের সমাগম, সব মিলিয়ে সত্যিই অসাধারণ এক জীবন।

  • এই মাছটিকে আমাদের স্থানীয় ভাষায় বলা হয় পাতাড়ি বা ভেটকি।এরা রাক্ষুসে প্রকৃতির মাছ। প্রচুর পরিমানে খেতে পছন্দ করে এরা। আপনি যদি পাঁচ একর জমির একটি পুকুরে ৫০ টির মতো এই মাছ ছাড়তে পারেন তাহলে দেখা যাবে, বছর শেষে আপনার ৫০ হাজার টাকার বাগদা ও গলদা ছাড়া খেয়ে ফেলবে অনায়াসে।

  • খুব ইন্টারেস্টিং বিষয় তো, মাছও এমন হয় আগে জানতাম না৷ আসলে মাছের বিষয়ে খুব একটা জানিনা তাই হয়ত এমন। তবে এই মাছ টা তো দেখছি সত্যিই রাক্ষুসে। ভাইরে ভাই, চিংড়ি মাছ রে একই সাথে পুকুরে না রাখুক, তাছারা তো চিংড়ি মাছের ১৪ টা বাজিয়ে ছারবে।

  • যাইহোক, অনেক মাছ সম্পর্কে আপনার পোস্টে দেখতে পেলাম এবং জানতে পারলাম। খুবই ভালো লাগলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58802.33
ETH 3158.99
USDT 1.00
SBD 2.42