You are viewing a single comment's thread from:

RE: শতবছরের পুরাতন বাসযোগ্য ভবন//সিমেন্টের ব্যবহার ছাড়া তৈরী।

in Incredible Indialast year
  • আমাদের ভেতরকার যে সৃষ্টিশীল মনোভাব এটাও অনেকাংশে কমে যাচ্ছে। আমার এরকমটা মনে হয় যে আমাদের উচিত প্রযুক্তির সুবিধার সাথে সাথে হস্তশিল্প বা হাতের কাজের মূল্যায়ন করা।

  • এটারি বর্তমান অভাব আপু। হস্তশিল্প হারিয়ে গেছে এখন প্রযুক্তির যুগ। কিন্তু আমাদের ঐতিহ্য ধরতে হলে হস্তশিল্প বা মানুষের নকশা খচিত কাজগুলোতে ফিরে আসা উচিত। কিন্তু আধুনিকতার ছোয়া যেন সবকিছু পাল্টে দিছে।

  • পুরোনো ঐতিহ্য দালান কোঠার অনেক বৈশিষ্ট্য থাকে। যার এক টুকরোও বর্তমান নাই। অনেক ভালো লাগলো আপনি সেই পুরনো বাড়ির বিষয়ে আমাদের সামনে তুলে ধরেছে। এরকম পুরনো বাড়ির বিশেষত্ব জেনে নিজের চোখকেই বিশ্বাস করা যায় না। কিন্তু পুরনো ঐতিহ্য গুলো দেখে বিশ্বাস করতেই হবে৷ যাইহোক খুব ভালো লাগলো আপনার পোস্ট পড়ে ভাল থাকবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 62868.73
ETH 3108.34
USDT 1.00
SBD 2.50