You are viewing a single comment's thread from:

RE: গ্রামীন জনপদ : কৃষকদের ব্যস্ততম দিনগুলো

in Incredible Indialast year

একটা বার কেউ চিন্তা করেন তো যদি দেশের খাদ্য উৎপাদন করার জন্য এসব কৃষক রোদে পুরে কষ্টে ফসল না ফলায় তাহলে কি হতো ৷ আমরা সবই বুঝি তবুও দিনশেষে কৃষক বা দিনমজুর এসব লোকদের আমরা ছোট চোখে দেখি জানিনা কেন এমন ৷

  • আমরা বাংগালী ভামভুম ছারা আর কিছুই বুঝিনা। আমরা কৃষকদের কারনে খেয়ে পড়ে বেচে আছি বলা যায়, অনেকেই কৃষকদের অবহেলা করি, সত্যি বলতে আমারও মনে চায় যে চাকরী বাদ ওগুলোই করি। কৃষকদের কাজে রয়েছে সুস্থ জিবনের গতি। যেন তারা কাজ করে পরিশ্রম করে প্রতিদিন, এতে সাস্থ ভালো থাকে, আল্লাহর প্রকৃতি তারা সচক্ষে দেখিয়া ফসলাদির কার্যক্রম চালায়, সকল কৃষককের সালাম জানাই।

আপনি ভাই সুন্দর পোস্ট উপহার দিয়েছেন। গ্রামের খেত খামার আর কৃষকদের কাজ কামের সুন্দর সব পিক এখানে উপস্থাপন করেছেন। ভালো থাকবেন।

Sort:  
 last year 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনার কথা গুলো যথার্থ ছিল ৷ তবে ভাই কমেন্টে লেখার পর একটু বানানের দিকে লক্ষ করবেন ৷ তাহলে বানান ভুল হবে না ৷ যদিও আপনি হয়তো খারাপ. ভাববেন ৷ তবে বানান শুদ্ধ ভাবে প্রকাশ করতে হয় ৷
ভূল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ৷

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 59715.05
ETH 3186.24
USDT 1.00
SBD 2.42