গ্রামীন জনপদ : কৃষকদের ব্যস্ততম দিনগুলো

in Incredible Indialast year (edited)

সবাইকে স্বাগতম




হ্যালো, বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি পরমেশ্বর ভগবান ও ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন৷ আমিও আপনাদের আর্শিবাদ দোয়া এবং ভগবানের কৃপায় অনেক ভালো আছি ৷

IMG_20230212_215038.jpg

সুপ্রিয় ,,@IncredibleIndia সকল বন্ধুদের আমার অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা ৷ আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন ৷ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এমনটাই আশা প্রত্যাশা প্রতিনিয়ত ৷____

তো আজকেও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে ৷ যেহেতু আমি এই কমিউনিটি তে একজন নতুন সদস্য ৷ তাই সর্বদা এই কমিউনিটির রুলস মেনে পোষ্ট করার চেষ্টা করবো ৷

তো যা হোক আর কথা না বাড়িয়ে শুরু করি আমার আজকের ব্লগ ৷

আমি গোপী রায় একজন বাংলাদেশী আর একজন গ্রামের ছেলে ৷ তাই গ্রাম আমার অনেক প্রিয় ৷ আর গ্রাম মানেই হলো একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আর বিপদে এগিয়ে আসা৷

যা হোক এখন চলছে শীতকাল বলতে গেলে প্রায় শীতের শেষ মুহূর্ত ৷ এখন থেকে শুরু করেছে গ্রামের প্রতিটি কৃষক ধান চাষ করায় ব্যস্ত সময় পার করছে ৷ বাংলাদেশ ছয় ঋতুর দেশ আর এই ছয় ঋতুতে প্রকৃতি তার রূপ সৌন্দর্য সবকিছুই উজার করে দেয় ৷

বাংলাদেশ কৃষি প্রধান দেশ বাংলাদেশ বললে হয়তো ভুল হবে৷ বিশ্বের প্রায় অনেক দেশ রয়েছে যারা সবাই কিসের উপর নির্ভরশীল ৷ কৃষি হলো মানব জীবনের
তথা একটি দেশের গুরুত্বপূর্ণ অংশ ৷
কৃষক কত কষ্টে রোদে পুরে তার জমিতে ধান চাষ করে ৷ যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করে বিদেশের মুদ্রা আয় করে দেশের ভারসাম্য রক্ষা করে৷

প্রাত্যহিক জীবনে বেঁচে থাকার জন্য যেসব খাদ্য আমরা পেয়ে থাকি তা সম্পূর্ণটাই কৃষি থেকে৷ তাই সর্বোপরি আমাদের সবারই কৃষির উপর গুরুত্ব দেওয়াটা উচিত ৷ যদিও বর্তমান সময়ে কৃষকের প্রতি খুব একটা আগ্রহ প্রকাশ করে না কেউ৷ তোমরা ভুলে যাই যে তারাও মানুষ৷

একটা বার কেউ চিন্তা করেন তো যদি দেশের খাদ্য উৎপাদন করার জন্য এসব কৃষক রোদে পুরে কষ্টে ফসল না ফলায় তাহলে কি হতো ৷ আমরা সবই বুঝি তবুও দিনশেষে কৃষক বা দিনমজুর এসব লোকদের আমরা ছোট চোখে দেখি জানিনা কেন এমন ৷

যাহোক আজকে বিকেল বেলা হঠাৎ করেই মাঠের দিকে বেড়াতে গেলাম৷ দেখি চারদিকে কৃষকের ব্যস্ত সময় ৷ অর্থাৎ চারা রোপনের সময় এখন তাই কৃষক কৃষানি পরিবারের সবাই মিলে ধান চারা লাগানোয় ব্যস্ত হয়ে পড়েছে৷

আলোকচিত্র:

Picsart_23-02-12_21-42-01-819.jpg

  • অনেক জন মিলে চারা তুলতে ব্যস্ত ৷ আসলে গ্রামের মানুষ অনেক সহজ সরল আর অনেক ভালো মনের মানুষ ৷ তারা সবাইকে মিলে এক সাথে কাজ ৷

বলা যায় দশে মিলে করি কাজ হাড়ি জিতি নাহি লাচ৷

IMG20230127080738_01.jpg

IMG20230127080859.jpg

IMG20230207111318.jpg

  • জমিতে জল দিয়ে কাদাঁ করে পাওয়ার টিলার মাধ্যমে চাষ করছে ৷ যদিও বিগত দিনগুলো তে গরু লাঙল দিয়ে জমি চাষ করতো ৷ কিন্তু এখন কালের আর যুগের হাওয়া ৷ উন্নত প্রযুক্তির যুগে সবকিছু পরিবর্তন ৷

IMG20230205154947_01.jpg

IMG20230205154856_01.jpg
স্থান: পঞ্চগড় বাংলাদেশ
ক্যামেরা: realme 12
লোকেশন: বাংলাদেশ 🇧🇩

IMG20230205154812_01.jpg

IMG20230205154857_01.jpg

IMG20230205154823_01.jpg

IMG20230207172358_01.jpg

শেষ বিকেলে সূর্যাস্ত

ফটোগ্রাফার:@gopiray
ক্যামেরা:realme 12
লোকেশন:বাংলাদেশ

যাই হোক বিকেল বেলা প্রকৃতির সান্নিধ্য পাওয়াটা সত্যিই অনেক ভাগ্যের ব্যাপার৷ আর বিশেষ করে গ্রামের প্রকৃতি বড়ই সুন্দর প্রতিক্ষন প্রতিমুহূর্তে যেন এক অনন্য অনুভূতি ৷ প্রতিটি নিশ্বাসে প্রশাসে প্রকৃতির সুগন্ধ ৷

আজকে বিকেল বেলা আমার গ্রামের পরিবেশের কিছু আলোকচিত্র ও গ্রামের কৃষকের বর্তমান সময়ে ব্যস্ত সময় পার করার কিছু আলোকচিত্র যা আপনাদের মাঝে উপস্থাপন করলাম৷ আশা করছি আপনাদের সবার অনেক ভালো লেগেছে ৷ কতটা ভালো লেগেছে তা মন্তব্য করে জানাবেন ৷
তাহলে আরো উৎসাহিত হয়ে নিত্য নতুন ব্লগ লেখার জন্য অনুপ্রেরণা জোগাবে৷

সর্বোপরি সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে৷ আজকের ব্লগ এখানেই শেষ করছি আবারো হাজির হব নতুন কোন ইউনিক ব্লগ নিয়ে ৷ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ৷

__


♥সবাইকে ধন্যবাদ♥


5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScu8igm8tBEJY2Q1bxhczrZnmagmdvfBDDZPCFzEDMWrg1dXCJPuJExUAG9SwgEmk1voLowZTT6ojuK6kesxYuwMQwYovAzJBatAT9MLQSaa.jpeg

Sort:  
Loading...
 last year 

একটা বার কেউ চিন্তা করেন তো যদি দেশের খাদ্য উৎপাদন করার জন্য এসব কৃষক রোদে পুরে কষ্টে ফসল না ফলায় তাহলে কি হতো ৷ আমরা সবই বুঝি তবুও দিনশেষে কৃষক বা দিনমজুর এসব লোকদের আমরা ছোট চোখে দেখি জানিনা কেন এমন ৷

  • আমরা বাংগালী ভামভুম ছারা আর কিছুই বুঝিনা। আমরা কৃষকদের কারনে খেয়ে পড়ে বেচে আছি বলা যায়, অনেকেই কৃষকদের অবহেলা করি, সত্যি বলতে আমারও মনে চায় যে চাকরী বাদ ওগুলোই করি। কৃষকদের কাজে রয়েছে সুস্থ জিবনের গতি। যেন তারা কাজ করে পরিশ্রম করে প্রতিদিন, এতে সাস্থ ভালো থাকে, আল্লাহর প্রকৃতি তারা সচক্ষে দেখিয়া ফসলাদির কার্যক্রম চালায়, সকল কৃষককের সালাম জানাই।

আপনি ভাই সুন্দর পোস্ট উপহার দিয়েছেন। গ্রামের খেত খামার আর কৃষকদের কাজ কামের সুন্দর সব পিক এখানে উপস্থাপন করেছেন। ভালো থাকবেন।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনার কথা গুলো যথার্থ ছিল ৷ তবে ভাই কমেন্টে লেখার পর একটু বানানের দিকে লক্ষ করবেন ৷ তাহলে বানান ভুল হবে না ৷ যদিও আপনি হয়তো খারাপ. ভাববেন ৷ তবে বানান শুদ্ধ ভাবে প্রকাশ করতে হয় ৷
ভূল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ৷

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59238.58
ETH 3176.28
USDT 1.00
SBD 2.45