RE: রৌমারির বাজারে কিছুক্ষণ ঘোরাঘুরি
আর এই দোকানগুলোতে বিক্রি হয় বিভিন্ন রকমের খোলা বিস্কিট, বাদাম, বাড়িতে বানানো খোলা চানাচুরসহ বিভিন্ন সামগ্রী। এই খাবারগুলো সম্ভবত খুব একটা স্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হয় না তবুও এই খাবারগুলো খেতে কিন্তু ভীষণ সুস্বাদু।
- এই সমস্ত দোকানগুলোতে যে খাবার গুলো থাকে। এগুলো স্বাস্থের জন্য খুব একটা ভালো না৷ আপনি ঠিকই বলেছেন। কিন্তু খাবার বেশ মজা। শহরের অলি গোলিতে দেখা যায় অনেক বুড়া বুড়ি বা অগোছালো লোকজন ভাজিপুরি বিক্রি করে থাকে, তাদেরকে দেখে খাওয়ার রুচি হয়না বললেই চলে। কিন্তু খাবার মুখে দিলে ছাড়তে ইচ্ছে হয় না। এই হলো বর্তমান অবস্থা।
আমিও অনেকক্ষণ সেই বাজারের ভেতর হাঁটাহাঁটি করেছি, বাজারের ভেতর আমার এক বন্ধুর সাথে অনাকাঙ্ক্ষিত ভাবে দেখা হয়ে যায় তার সাথে অনেকক্ষণ দাঁড়িয়ে গল্প গুজব করে আবার নিজের মতো ঘোরাঘুরি করতে থাকি।
আপনি বাজারে হাটাহাটি করেছেন আর হটাত বন্ধুর সাথে দেখা হয়ে দাড়িয়ে গল্প করেছেন। বেশ ভালো সময় কাটিয়েছেন। আসলে বাজারে ঘুরতে আমারও খুব ভালো লাগে, বিভিন্ন রকমের কাচামাল, নিত্যনতুন খাবার, ইত্যাদি খাবার সদাই দেখতে ও খেতে ভালো লাগে। আমি যখন বাসায় যাই, আব্বুকে বাজারে যেতে নিষেধ করি। আমিই যাই, ভালো লাগে।
যাইহোক আপনার রৌমারী বাজারের ঘুরাঘুরি নিয়ে পোস্ট পড়ে খুব ভালো লাগলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম