You are viewing a single comment's thread from:

RE: ট্রেন ভ্রমণ করতে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি

in Incredible India2 years ago

আরাম করে দুজন ঘুমাচ্ছিল তাদের মধ্যে একজন বাচ্চা সহ মহিলা ছিল। দেখে আশ্চর্য হলাম লোকটি এগিয়ে গিয়ে তাদের প্লাটফর্ম থেকে যেতে বলছে। শেষ পর্যন্ত বাচ্চা সহ মহিলাটি উঠে চলে গেল। অন্যজন তার কথায় পাত্তা না দিয়ে কম্বলে মুখ ঢেকে আবার ঘুমিয়ে পড়লো।

লেখা টি পড়ে শরীরের পশম দাড়িয়ে গেলো। আমরা শীতের দিনে কত দামী দামী কাপর পরিধান করি, অথচ তাদের এই ছোট আরামটুকুও দেখতে পারিনা। ছিহ ছিহ মানুষ হিসেবেই নিজেকে লজ্জিত মনে হচ্ছে।

আমাদের প্রত্যেকের উচিত আত্মকেন্দ্রিক না হয়ে নিজেকে সবার মাঝে বিলিয়ে দেয়া। তবেই প্রকৃত সুখ পাওয়া যাবে। আমরা অনেক সময় ভুলেই যাই পৃথিবীতে এসেছি মাত্র কদিনের জন্য। ছোট্ট এই জীবনে আমরা ভালো থাকার জন্য কত কি না করেছি। কিন্তু ভালো কি আমরা থাকতে পেরেছি।

কথা টা একদম ঠিক। আসলে আমরা দুনিয়াতে কয়দিনের জন্য আছি, কেও কিন্তু গ্যারান্টি দিতে পারবো না। আজকে এই আমি আপনাদের মাঝে কমেন্ট করে যাচ্ছি, কাল বা আজকে বিকালেই আপনাদের মাঝে থাকবো কিনা সৃষ্টি কর্তা ছারা আর কেও জানেন না।

তাই হিংসা, অহংকার ও লোভ নিয়ে থেকে লাভ কী আমাদের। আসুন সচেতন হই, অভাবগ্রস্থদের পাশে দাড়াই।

সর্বপরি আপনার আজকের লেখাটা আমাকে অনেক কিছু মুগ্ধ করেছে। ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম

Sort:  

হ্যাঁ ভাই আমরা ভুলেই যাই যে, দুনিয়াতে এসেছি কিন্তু ফিরে যাওয়ার জন্যই। ফিরে গিয়ে অবস্থা কি হবে সেটা নিয়ে মোটেও ভাবিনা।
ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি ভিজিট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59989.12
ETH 2380.65
USDT 1.00
SBD 2.49