You are viewing a single comment's thread from:

RE: Prize distribution among hangout winners (হ্যাংআউট বিজয়ীদের অভিনন্দন)

in Incredible India2 months ago

মানুষের বিশ্বাস, ভরসা, আন্তরিকতা কে কখনোই ব্যবহার করতে নেই, আজকে আমরা অন্যের সাথে যেটাই করবো, কালকে নিজেদের দিকে সেটাই ফিরে আসবে। একেই বলে, যেমন কর্ম, তেমনি ফল।

দিদি একটা কথা প্রচলিত আছে সেটি হলো গালের থুতু ওপরের দিক ফেললে কিন্তু আবার সেটা নিজের গায়ে লাগে তাই যারাই এমন মানসিকতা নিয়ে দিন চলে তারা কখনোই আপন হয় না স্বার্থের জন্য শুধু ব্যবহার করে থাকে।

হ্যাংআউট প্রতিযোগিতায় বিজয়ী হয়েছি শুধুমাত্র আপনার জন্য। আপনি আমাদের টিমে না থাকলে কখনো এটা সম্ভব হতো না। তাই আমাদের উচিত আপনাকে খুশি করানো কিন্তু উল্টা আপনি আমাদেরই খুশি করাচ্ছেন। সত্যিই আপনি একটা মানুষ যত দেখি ততই অবাক হই।😲😲,

অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনার জন্য অনেক অনেক দোয়া রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 96907.08
ETH 3380.66
USDT 1.00
SBD 3.23