You are viewing a single comment's thread from:
RE: Travel Story|| মায়াপুরের আশেপাশের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার অভিজ্ঞতা ||
ভারতের গোশালা আমি নিজে কখনো সরাসরি দেখি নাই তবে বিভিন্ন সময় টিভিতে দেখছি বিশাল বড় বড় গোশালা যেখানে রয়েছে হাজার হাজার গরু।
মায়াপুর ঘুরতে যাওয়া দুই পর্ব আমি খুব ভালোভাবেই করেছি আজকে আবার মায়াপুরের আশেপাশে বিভিন্ন দর্শনীয় জায়গা আপনি আমাদেরকে দেখিয়েছেন।
বিভিন্ন ধরনের নান্দনিক মন্দির যেখানে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ চলাফেরা করছে আপনার সুবাদে আজ দেখতে পেলাম অনেক চোখ জুড়ানো দর্শনীয় জায়গা যেতে না পারলেও পড়ে শান্তি পেলাম।
দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘুরতে যাওয়ার কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য। ভালো থাকবেন।
আমি অবশ্য মায়াপুর ভিন্ন অন্য কোনো গোশালা দেখিনি। তবে ওখানকার গরু গুলো দেখলে আমার কিন্তু রীতিমত ভয় করে। বিশালাকার এক একটা গরু লাইন দিয়ে পরপর কি সুন্দর দাঁড়িয়ে থাকে। যদিও সেই স্থানের ছবি তোলা হয়নি। কারণ প্রচুর মানুষের ভিড় ছিলো সেখানে, আর ছবি তোলা নিষিদ্ধ ছিল। তবে গরুর গাড়িতে করে যাওয়ার সময় ওই দুটি গরুর ছবি তুলতে ভুল করিনি। আমার পোস্ট পড়ে আপনার ভালো লেগেছে এবং আপনি এগুলোকে নিজের চোখে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন, এখানেই আমার লেখার স্বার্থকতা। মন থেকে ধন্যবাদ জানাই আমার প্রতিটি পোস্ট করে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য। ভালো থাকবেন