You are viewing a single comment's thread from:

RE: Anarchy (poetry) - সংক্রমণ (কবিতা)।

in Incredible India15 days ago

শান্তির বার্তা কেউ আর দেয় না আজ;
প্রতিশোধ, লালসা পূরণ,
এই সংক্রমণের কাজ!

অনেকদিন পরে আপনার লেখা কবিতা চোখে পড়ার পর চোখ ফেরাতে পারলাম না শেষ পর্যন্ত পড়েই থামতে হল।

তবে মাঝের এই লাইন কয়টা পড়ে কৌতুকের দুটো লাইন মনে পড়ে গেল।

মনে শান্তি নাই গো পাচুদা মনে শান্তি নাই,
শান্তির মা বাড়িতে আছো নাকি,
হ্যাঁগো শান্তির মো তো অনেক আগেই মারা গিয়েছে,

এখন এই সমাজে শান্তির বার্তা দেওয়ার মানুষের খুবই অভাব সবাই নিজের শান্তির কথা চিন্তা করে অন্যের শান্তি নিয়ে কারোর মাথা ব্যথা নাই।

দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে খুব সুন্দর একটি কবিতা সহ আপনার লেখা উপস্থাপনা করার জন্য।

Sort:  
 15 days ago 

আপনাকেও ধন্যবাদ আমার মত একজন অজ্ঞ লেখকের লেখাকে আপনার মন্তব্যের মাধ্যমে সমাদৃত করার জন্য।
বেশ বলেছেন বটে! শান্তির মা মারা গেছে, মজার ছলে হলেও বর্তমান পরিস্থিতি সেটাই বলছে।

ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে, কারণ আজকাল তো মন্তব্যই চোখে পড়ে না, ভালো আর মন্দ তো পরের কথা!
ভালো থাকুন সবসময়, ও আর একটা কথা আপনার পরিবেশ সচেতনতার ফাঁকে বিভিন্ন অঙ্গ ভঙ্গির ছবিগুলো কিন্তু বেশ আকর্ষণীয় ছিল।


image.png

Hi there, your comment is interesting to read, keep up your engagement, you are awesome!

Curated by : @enamul17

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57774.35
ETH 2339.45
USDT 1.00
SBD 2.44