You are viewing a single comment's thread from:

RE: মালয়েশিয়ান প্রবাসীর বিয়ের গল্প।

in Incredible India4 days ago

আমি এই লেখার মধ্যে দুটি দিক তুলে ধরছি আপনি খুব ভালোভাবেই সেটি অনুধাবন করতে পেরেছেন যেটা আমি অন্য কারোর কমেন্টে দেখি নাই। আমাদের প্রত্যেক মুসলিমের উচিত দেনমোহরের টাকা পরিশোধ করে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া।

আর এখন এর উল্টোটাই চলছে শ্বশুরবাড়ি থেকে নগদ টাকা গাড়ি না হলে ছেলেরা বিয়ে করতে চায় না এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Sort:  
 4 days ago 

হ্যাঁ এটা কিন্তু একদম ঠিক বলছেন, বর্তমান সময়ে এমনটাই হচ্ছে বেশি শাশুড়িদের তো চাওয়া থাকে মেয়ে কে কয় ভরি স্বর্ণ দিবে, বাইক দেওয়া হবে কিনা, যদিও বর্তমান সময়ে এসে একটা মেয়ে একটা বাবা-মা কত কষ্ট করে , আদর ভালোবাসা দিয়ে বড় করে।

বলতে গেলে তাদের বড় সম্পত্তি তো দিয়ে দেয়। এরপরেও কিন্তু বাবা মা গরিব , হোক না কেন তাদের মেয়ে কে মাথা থেকে পা পর্যন্তই সাজিয়ে দেওয়ার চেষ্টা করে,কিন্তু তবুও সমাজে কিছু কিছু মানুষ আছে যাদের কে হাজার হাজার দিয়ে খুশি করানো যায় না।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58659.71
ETH 3164.52
USDT 1.00
SBD 2.43