You are viewing a single comment's thread from:

RE: "কালকের রাত আমার জীবনের,,, ভয়ংকর একটা রাত ছিল"!

in Incredible India10 months ago (edited)

আপনার এই ঘটনাটি পড়ার পর মনে পড়ে গেল আমাদের বাড়িতে ঘটে যাওয়া একটি ঘটনা, আমি প্রথম মালয়েশিয়ায় আসার এক মাস পর আব্বুর জন্য একটি লাইট পাঠাই মূলত এমন লাইট আমাদের গ্রামে আর কেউ ব্যবহার করেনা, লাইটটি খুবই সুন্দর ছিল এবং অনেক দামি। আমার আব্বু প্রতিদিন বাজার থেকে বাড়ি এসে লাইট মাথার কাছে নিয়ে ঘুমাতো একদিন হঠাৎ জানলার ড্রেসিং টেবিলের উপর লাইক রেখে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে উঠে দেখে‌ওইখানে লাইক নাই পরে অনেক খুঁজে খুঁজে করে দেখলো কোথাও পাই নাই। মূলত লাইটি চোর চুরি করে নিয়ে গেছে। এমন চোর বাংলাদেশে বেশি দেখা যায়।

আসলে আপনার ঘটনাটি ভয়ংকর ঘটনা। ঘুম থেকে হঠাৎ চোখ মেলে এরকম কিছু দেখতে পাওয়াটা আসলে অনেক আতঙ্কের বিষয়। তবে আমি বলতে চাই আর একটু সতর্কতা অবলম্বন করবেন কেননা চোর দ্বিতীয়বার আসতে পারে সে টার্গেট করেছে হয়তোবা আপনার ফোনটি নিবে । কয়েকদিন আগে আপনি নতুন একটি ফোন কিনেছেন সেটা হয়তোবা সে জানে।

Sort:  
 10 months ago 

হ্যাঁ অবশ্যই ভাই সতর্ক থাকতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ,,, আমার পোস্ট পড়ে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 62001.44
ETH 3479.98
USDT 1.00
SBD 2.51