বিশ্বকাপ টি-টোয়েন্টি সুপার এইটের প্রথম ম্যাচ ভারত বনাম আফগানিস্তান।

in Incredible India21 days ago (edited)

পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,

শুভ সকাল

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে। ঈদের আনন্দ শেষ হয়ে আসলেও খেলা দেখার পর প্রিয় দল জেতার যে আনন্দ সেই আনন্দ কিন্তু এখনো বিদ্যমান রয়েছে।

খেলা দেখানোর সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

সুপার এইটে যেগুলো দল উঠেছে সবগুলোই প্রথম রাউন্ডে রীতিমতো যুদ্ধ করেই এসেছে। কোন দলই নরমাল নয় এখানে প্রতিটা প্রতিপক্ষই শক্তিশালী। আফগানিস্তান আগেকার তুলনায় এখন হাজারগুন বেশি ভালো খেলে। তাইতো এবার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উঠেছে।

খেলা দেখানোর সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

টসে জিতে ভারতের অধিনায়ক ব্যাট করার সিদ্ধান্ত নেয়, প্রতিদিনের মতো আজও বিরাট কোহলি ও রোহিত শর্মা ওপেনিং করতে মাঠে নামেন তবে প্রথম দুই ওভারে মাত্র দশ রান সংগ্রহ দ্বিতীয় ওভার শেষের মুহূর্তে রোহিত শর্মা লম্বা শর্ট খেলতে গিয়ে ক্যাশ আউট ভয়ে প্যাভিলিয়নে ফিরে আসেন। ১১ রানে ভারতের প্রথম ধাক্কা রোহিত শর্মার উইকেট।

খেলা দেখানোর সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

এর পরে মাঠে নামেন ভারতের দুর্দান্ত মারখুটে‌ ব্যাটসম্যান রিশাব পান্ত মাঠে নেমেই সর্বপ্রথম চার মেরে রানের খাতা খোলেন। প্রথম দিকে ২শত স্টাইকলেসের রান তুলতে থাকেন। তবে রশিদ খানের বলে এলপি ডব্লিউ এর ফাঁদে পড়ে আউট হয়ে মাছ ছাড়তে হয় ১১ বলে বিশ রান করেন এই বামহাতি ব্যাটসম্যান।

খেলা দেখানোর সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

৭ ওভারে দুই উইকেটে ভারতের সংগ্রহ 54 রান। বিরাট কোহেল মাঠে থাকলেও তার ব্যাটিং পারফরমেন্স খুব একটা ভালো যাচ্ছে না গত কয়েক মাসে তার পারফরম্যান্স একেবারে বাজে তবে আজকে ২৪ বল খেলেও সেই অনুপাতে রান করতে পারেন নাই ২৪ বলে ২৪ রান করে মাঠ ছাড়তে হয়।

বরাবরের মতো ভারতের জড়োয়া ব্যাটসম্যান সূর্য কুমার যাদব যখনই মাঠে নামেন তখনই দর্শকদের মনে অন্যরকম একটি উন্মাদনা সৃষ্টি হয়। আজকে তার পারফরমেন্স দেখার হয়তো ছিল প্রথম দিকে তো ২৫০ স্ট্রাইক রেটে রান তুলছিলেন। ২৭ বলে আরও একটি হাফ সেঞ্চুরি তুলে নেয় এই ডানহাতি ব্যাটসম্যান। ৫০ রান পার হওয়ার পরের বলে ৬ মারতে গিয়ে আউট হয়ে মাঠ ছাড়তে হয়।

খেলা দেখানোর সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

হার্টেক পান্ডিয়ার আজকে যেন জ্বলে উঠেছে প্রথম থেকেই খুব চড়াও হয়ে খেলছিলেন। ১৮ ওভার শেষে ভারতের সংগ্রহ ১৬৫ রান. তবে ইতিমধ্যই আরো একটি উইকেট হারালো ভারত। শেষ ওভারে অক্ষর প্যাটেল ৬ বলে ১২ রান তুলে নেয় । আর এই সুবাদেই ভারতের স্কোর বোর্ড দিয়ে দাঁড়ায় ১৮১ রানে ৮ উইকেটের বিনিময়ে। আফগানিস্তান কে এই ম্যাচ জিততে হলে ১৮২ রান করতে হবে ২০ ওভারে।

খেলা দেখানোর সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

খেলার দ্বিতীয় অধ্যায়,

প্রথম থেকে খেলা দেখার প্রতি একটু অনিয়র শ্রেষ্ঠ হচ্ছিল । কেননা এই ম্যাচ কখনোই আফগানিস্তান জিততে পারবে না। ভারতের বোলিং লাইন আপ এখন যেভাবে গড়ে তুলছে তারা এই রান তাড়া করে কখনোই সম্ভব হবে না আফগানিস্তানকে জেতার। তবে গোল-বলের খেলা কখন কিভাবে ম্যাচ কার দেখে ঘুরে যায় তা কেউ বলতে পারে না।

খেলা দেখানোর সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

প্রথম ওভারেই আফগানিস্তান যেভাবে মার শুরু করেছে এটা দেখে তো অনেকটাই ভীতু হয়ে পড়েছিলাম ১৮০ রান করেও কি আমরা আজ হেরে যাব। তবে দ্বিতীয় ওভারেই সাফল্য এনে দিলেন বোমরা এক ওভার ২ বলে প্রথম উইকেটের পতন।

খেলা দেখানোর সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

পাওয়ার প্লে শেষ হতে না হতেই আফগানিস্তান ৪ উইকেট হারাই তবে তাদের রান ঠিক উঠছিল ।উইকেটটা হারিয়ে অনেকটাই হতাশা গোরস্থের হয়ে পড়ে আফগানিস্তান। মোহাম্মদ নবী বেশ ধরে খেলার চেষ্টা করছিলেন কিন্তু একুশ বলের মাথায় তিনিও আউট হন ১৭ রান করে। ১১ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৭১ রান ৫ উইকেটের বিনিময়ে।

খেলা দেখানোর সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

রানের এতটাই চাপ প্রতিটা ব্যাটসম্যান এসেই মারতে যখন শুরু করব রান উঠছে তবে ৫ থেকে দশ বল খেলার পর সবাই সাজঘরে ফিরে যাচ্ছে। ১৫ শেষে আফগানিস্তানের ১০০ রান পার হলেও উইকেট হারায় ছয়টি। পরবর্তী ৩৪ রানের ভেতরে অলআউট হয়ে মাঠ ছাড়েন আফগানিস্তান। সুপার এইটে ভারত প্রথম জয় পেল আফগানিস্তানের সাথে। অভিনন্দন ভারতীয় টিমকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই।

খেলা দেখানোর সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
খেলা দেখানোর সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

তা বন্ধুরা আমি আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

Posted using SteemPro Mobile

Sort:  
Loading...
 21 days ago 

ফুটবলের পাশাপাশি আমি ক্রিকেট খেলা দেখতেও ভালোবাসি। ভারত ও আফগানিস্তান এর এই ম্যাচটা আমিও দেখেছি শেষ পর্যন্ত। তবুও আপনার উপস্থাপনটা পড়ে ভালো লাগলো। বিরাট কোহলির সূ্য শেষ হওয়ার আইপিএল এ সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন তবে বিশ্বকাপে তেমন একটা ভালো খেলতে পারেন নি। আশা করি পরবর্তী ম্যাচগুলোতে ভালো খেলবে। ভালো থাকবেন।

 21 days ago 

জেনে বেশ ভালো লাগলো যে ফুটবলের পাশাপাশি আপনি ক্রিকেট খেলাও দেখে থাকেন বিশেষ করে আপনি এই ম্যাচটি সম্পূর্ণ দেখেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ম্যাচ টা দেখার পরেও আমার আর্টিকেলটি পড়ে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য

 20 days ago 

আনি ফুটবল খেলা দেখতে ভালোবাসি তবে পাশাপাশি ক্রিকেট খেলাও দেখি। আমি ব্যক্তিগতভাবে ফুটবল খেলা দেখতে আর ক্রিকেট খেলতে পছন্দ করি। একটা দেখে উপভোগ করি আরেকটা নিজেই মাঠে নেবে যাই। দুটো খেলা নিয়ে দুইরকম ভালো লাগা কাজ করে। ধন্যবাদ আপনাকে আমার মতামতের উওর দেওয়ার জন্য। ভালো থাকবেন।

 21 days ago 

টি-টোয়েন্টি ম্যাচ মানে হচ্ছে উত্তেজনা ময় একটা খেলার মাঠ। আর এই মাঠে সবাই অনেক বেশি উত্তেজনা নিয়ে খেলা দেখতে যায়, ভারত এবং আফগানিস্তান এর খেলা অসাধারণ হয়েছে। আফগানিস্তান যদিও খুবই ভালো একটা দল। কিন্তু ভারতের কাছে টিকে থাকাটা একেবারেই অসম্ভব। বিশেষ করে ভারতের বিরাট কোহলি এবং অন্যান্য যারা রয়েছে। তারা যেভাবে খেলা শুরু করে তাদের সাথে টিকে থাকাটা মাঝে মাঝে মুশকিল হয়ে যায়। যাইহোক ভারত জয়লাভ করেছে জানতে পেরে ভালো লাগলো। ধন্যবাদ চমৎকার খেলার রিভিউ আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 21 days ago 

আপু আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই চমৎকারভাবে আমার লেখা খেলার রিভিউ টা পড়ে সুন্দর একটা কমেন্ট করার জন্য।
বিরাট কোহলি যেভাবে আইপিএলে খেলা করছে বিশ্বকাপে এসে সেই খেলাটা অনেকটাই হারিয়ে ফেলছে। তবুও ভারতের অন্যান্য ব্যাটসম্যানরা খুব পারদর্শী সেই জন্যই প্রতিটা ম্যাচ খুব ভালোভাবেই তারা জয় লাভ করতে পারছে।

 20 days ago 

ইন্ডিয়া বনাম আফগানিস্তানের ম্যাচটির ব্যাখ্যা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।আসলে ইন্ডিয়া প্রতিবারেই একটা অপ্রতিরোধ্য একটা দল।তারা এখন পর্যন্ত যা খেলছে তাতে মনে হয় বিশ্বকাপ এবার তাদের দখলে।৪৭ রানে জয় পাওয়া মানে টি টোয়েন্টিতে বিশাল বড় জয়।যদিও বা নিজের দেশ বাংলাদেশের খেলা দেখলে আমার নিজের কাছে খুব বাজে লাগে।দিনশেষে প্রতিবেশী দেশের খেলা দেখেই আনন্দ পাওয়া যায়।

 18 days ago 

ভারত বনাম আফগানিস্তানের এই ম্যাচটি আমিও দেখেছিলাম। আসলে ম্যাচটি অনেক সুন্দর হয়েছিল, ইন্ডিয়া ও অনেক সুন্দর ব্যাটিং করেছে এবং আফগানিস্তানে অনেক সুন্দর ব্যাটিং করেছিল কিন্তু কিছু ভুলের কারণে আফগানিস্তান হেরে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি এই খেলার টপিক টা আমাদের মধ্যে শেয়ার করার জন্য।

 16 days ago 

আপনি একজন খেলা প্রেমিক মানুষ যেটা আপনার পোস্ট করলেই বোঝা যায়।। এবারের বিশ্বকাপ দেখে একটু কষ্টই হচ্ছে কারণ প্রতিটা খেলা রাতে পড়ে যেটা একটু দেখাও অসুবিধায়।। খুবই চমৎকারভাবে আজকের ম্যাচটি আপনি আমাদের মাঝে রিভিউ দিয়েছেন।। ধন্যবাদ জানাই এত সুন্দর ভাবে রিভিউ দেওয়ার জন্য।।

 16 days ago 

একদম ঠিক তাই বিশেষ করে আমার এখানে তো অনেক রাত হয়ে যায় তবুও খেলা দেখে ঘুমাতে হয় খেলা না দেখলে মন ভরে না খেলা দেখার আলাদা একটি নেশা। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 15 days ago 

আমিও কয়েকদিন রাতে খেলা দেখেছি আর সকালে উঠতে দেরি হয় সেজন্য দেখিনা এছাড়া সকালেও খেলা হয়।। তাই সকালের খেলাটা দেখার চেষ্টা করি।

 15 days ago 

বিশ্বকাপের প্রায় প্রতিটা ম্যাচ দেখা হয়েছে তবে অধিক রাতের ম্যাচগুলো দেখা হয় নাই। আপনার মত আমিওসকালের ম্যাচগুলো বেশি অংশ দেখে থাকি। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ একটি রিপ্লাই দেওয়ার জন্য

 15 days ago 

বিশ্বকাপ প্রায় শেষের দিকে যদি পছন্দের দল কাপ নেই তাহলে অনেক বেশি ভালো লাগবে।। আর যে কয়টা খেলা আছে অবশ্যই দেখবো।।

 15 days ago 

একদম ঠিক তাই পছন্দের দল যদি কাপ নেই তাহলে আনন্দের একটা বেশি লাগে। বিশেষ করে ইমরান ভাইকে দেখিয়ে একটু টিটকিরি মারতে পারবো 🤣🤣🤣

 14 days ago 

একদম ভাই নিজের পছন্দের দল কাপ নিলে অন্যদের সাথে মজা নেওয়া যায় বেশ ভালো ভাবেই।। আর আমাদের জন্য ইমরান ভাই তো আছে মজা কিভাবে নিতে হয় সেটা তো আমরা জানি।।

 15 days ago 

আপনি টি-টোয়েন্টি সিরিজের ইন্ডিয়া বনাম আফগানিস্তানের খেলার রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন।
প্রথমত হলো আমি নিজে বাংলাদেশ দলকে সাপোর্ট করি। বাংলাদেশ দল সাপোর্ট করার পর আর যদি কোনো দল সাপোর্ট করি সেটা হল ইন্ডিয়া।
কিন্তু দুঃখের বিষয় ভাই ডিউটিতে থাকার কারণে আমি খেলাগুলো একটাও দেখতে পারতেছি না।
খেলা সুন্দর রিভিউ শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 15 days ago 

বাহ ভাই আপনি তো আমার দলের লোক, অবশ্যই আমরা যেহেতু বাংলাদেশী তাই বাংলাদেশ যখনই মাঝে থাকবে আমরা বাংলাদেশের সাপোর্ট করব। এর পাশাপাশি আমার প্রিয় দল হল ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ বলে নয় ২০১১ সাল থেকে যখন খেলা ভালো বুঝি তখন থেকেই ইন্ডিয়া সাপোর্ট করি।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে খুব সুন্দর একটি কমেন্ট করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58665.81
ETH 3153.57
USDT 1.00
SBD 2.44