RE: জন্মদাতা পিতাকে মূল্যায়ন করুন
বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা।
আমি ইসলামিক একটি গানের প্রথম কলি দিয়ে মন্তব্যটা লেখা শুরু করেছি!
আপনার পোস্টটি আমি পড়ছিলাম আর আমার সেই গজলটির কথা মনে পড়ছিল। আসলেই আমাদের ইসলাম ধর্ম বাবা মায়েদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার তাগিদ দিয়েছেন।
সত্যি কথাই ভাই বাবা মায়েরা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তারা ছোট বাচ্চাদের মতো আচরণ করা শুরু করে। তাই তাদেরকে ছোট বাচ্চাদের মত সেবা যত্ন ও দেখভাল করতে হয়।
আমার কাছে তো বাবা শব্দটা মানেই অন্যরকম কারণ আমি ছোটবেলা থেকেই বাবাকে দেখিনি!
তাই বাবার জন্য আমার মনের ভিতর অনেক বড় একটি শূন্যস্থান হয়ে আছে!
বছরে একটা দিন মাত্র আমরা বাবাদেরকে নিয়ে উৎসব করি তাও আবার বাবা দিবসের দিন। আমাদের তো উচিত প্রত্যেকটা দিন বাবা দিবস পালন করা।
ভাই আমি কয়েকদিন ধরে খুব ব্যস্ততার দিন পার করছি তাই তেমন করে কারো পোস্ট পড়া হয়নি। ২দিন পরে আজ এই প্রথম আপনার পোস্টটি আমি পড়লাম আর পোস্টটি পড়ার পর আমার মনটা অনেক ভালো হয়ে গেল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর এবং এত শিক্ষনীয় একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা করছি।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পুঙ্খানো পুঙ্খনো ভাবে পড়ে খুব সুন্দর একটি মন্তব্য করেছেন। যার বাবা নাই সেই জানে বাবা না থাকার কষ্টটা আমি হয়তোবা আপনার কষ্টে অনুভব করতে পারছি কিছুটা। আপনার বারবার জন্য দোয়া রইল।