You are viewing a single comment's thread from:

RE: গান , জীবন ও অনুভুতি

আমার তিন বছরের মেয়েটি কেও দেখছি গান এর প্রতি তার ভাল লাগা রয়েছে ।এই ছোট বয়সে সে যথারীতি ক্লাসিক্যাল গান শুনে বেড়াচ্ছে। যা রীতিমতো আমদের পরিবারের সবার কাছে অবাক হওয়ার মত।সে রীতিমত রবিন্দ্র ও নজরুল সঙ্গীত শুনছে এবং আদু আদু বুলিতেে গান গাইবার ও চেষ্টাও চালাচ্ছে।শুনে অবাক হলেও হতে পারেন ,সে ইদানিং “আমারও পরাণ যাহা চায়” নিজের মত করে শিখে নিয়েছে। এবং দিনের যখন তখনি ইউটিউব এ এই গান শুনার জন্য বায়না করছে ।

আসলে আমি অনেকটা অবাকই হয়েছি প্রথমে যেই গানটি আপনি ছোটবেলায় পছন্দ করতেন সেই গানটি আপনার মেয়ে এখন ছোটবেলা থেকেই পছন্দ করা শুরু করেছে হাউ ক্যান পসিবল।

কিন্তু এখানে সত্য এটাই যে যে পরিবেশ থেকে বেড়ে ওঠে সে সেই পরিবেশের মতোই বেড়ে ওঠে।

আমি আমার সৃষ্টিকর্তার কাছে দোয়া করছি আমাদের ছোট্ট খুকি অনেক বড় শিল্পী হোক একদিন।

যদি কিছু মনে না করেন একটি কথা বলি , আমাদের খুকুমণির একদিন একটি গান শোনার অপেক্ষায় থাকবো।

ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের ও নিজের পরিবারের যত্ন নিবেন।

Sort:  

জি ,আপনি একদম সত্যি একটি কথা বলেছেন,যে যেমন পরিবেশ এ বেড়ে উঠে ,সে সেই পরিবেশ দ্বারাই প্রভাবিত হয়। বিশেষ করে একটি শিশুর বেড়ে উঠার জন্য একটি সুস্থ সুন্দর পরিবেশের ভূমিকা অবর্ণনীয় ।ধন্যবাদ আমার মেয়ের জন্য শুভ কামনা জানিয়েছেন।আপনার জন্য অ অনেক শুভ কামনা রইল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58752.84
ETH 3153.55
USDT 1.00
SBD 2.44