You are viewing a single comment's thread from:

RE: মানুষের বিপদে মানুষকে এগিয়ে আসা উচিত

in Incredible Indialast year

খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তুমি আজকে তুলে ধরলে। এমন ঘটনা আমরা আমাদের এই সমাজে অহরহ দেখে আসছি। চোখের সামনে যদি কেউ বিপদে পড়ে, আমরা না দেখার ভান করেই চলে আসি।

বিপদ মানুষের বলে আসে না। কখন কোন মানুষের কিভাবে বিপদ আসবে কোন দিক দিয়ে বিপদ আসবে আমরা কেউ বলতে পারি না। এজন্য কেউ বিপদে পড়লে সব সময় চেষ্টা করা উচিত তার বিপদের যতটুকু সম্ভব সাহায্য করা। তার পাশে গিয়ে দাঁড়ানো। তার সামনে হাতটা এগিয়ে দেওয়া।

আর একথা একেবারেই সত্য কার কপালে কখন বিপদ আসবে, আমরা কেউ বলতে পারব না। কিন্তু এই বিপদের মাঝে যদি সাহায্যের জন্য আমরা এগিয়ে যাই,সেটাই তো হবে মানবতা।যদি মানবতাই মানুষের মাঝ থেকে হারিয়ে যায়, আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোন মানে নেই।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56652.41
ETH 2407.11
USDT 1.00
SBD 2.33