You are viewing a single comment's thread from:

RE: SEC -S10/W4| Do you think advanced technology somehow hampers our natural thought process?

in Incredible Indialast year

অবশ্যই ঠিক কথাই বলেছেন প্রযুক্তি এমন একটি হাতিয়ার।যেটি আমাদের সক্ষমতাকে সমর্থন ও উন্নত করতে সাহায্য করে।

তবে পুরোপুরি প্রযুক্তির ওপর নির্ভরশীল হওয়াটা একেবারেই উচিত নয়, প্রযুক্তির পাশাপাশি নিজের বুদ্ধিমত্তা নিজের কৌশল সবকিছুই কাজে লাগাতে হবে। তাহলেই আমরা একটি ভালো জীবন এবং আমাদের জীবনের সফলতার পথে এগোতে পারবো।

যতটুকু পরিমাণে আমাদের এই লাইফে প্রযুক্তির প্রয়োজন রয়েছে। ততটুকুই আমরা ব্যবহার করব। তার অধিক ব্যবহার করলে সেটা আমাদের ক্ষতি করতে পারে।

আরে ঠিক বলেছেন একেবারেই যে আমাদের এখন কোন কিছু জানার ইচ্ছে হলেই সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেখি, বা আমরা যদি কোন কিছু রান্না না করতে বসি, আমরা রান্নার বই নিয়ে পড়তে বসি যে কিভাবে রান্না করতে হবে। কারণ সবগুলোই ওই বইতে দেওয়া থাকে। আমাদের নিজের বুদ্ধি কে আমাদের নিজের কৌশল কে আমরা কাজে লাগায় না।

তাই প্রযুক্তির উপর পুরোপুরি নির্ভরশীল না হয়ে নিজের উপরও নির্ভরশীল হওয়া দরকার।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 67003.49
ETH 3502.34
USDT 1.00
SBD 2.87